ইউরোপের যেকোনো একটি দেশের ভিসা পাওয়াটা যেন অনেকের কাছে একটা স্বপ্ন। উন্নত জীবনযাপন, বেশি টাকা উপার্জন ও পড়াশোনা করার উদ্দেশ্য সহ বেশ কিছু উদ্দেশ্য নিয়ে অনেকে ইউরোপে পৌঁছাতে চান।
কিন্তু সহজেই ইউরোপে যাওয়া যায় না। ইউরোপে যেতে হলে বেশ কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। তবে ইউরোপের কিছু দেশ রয়েছে যে দেশগুলোর ভিসা খুব সহজেই পাওয়া যায়।
যেমন স্লোভাকিয়া, আইসল্যান্ড, লিথুনিয়া, হাঙ্গেরি, লিথুনিয়া, লাটভিয়া সহ আরো ইত্যাদি। আর ইউরোপ মহাদেশে আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রায় ৫০টি স্বাধীন রাষ্ট্র রয়েছে। তাই ইউরোপের শেনজেন ভুক্ত যেকোনো একটি দেশের ভিসা পেলেই বাকি ২৭ টি দেশে খুব সহজেই ভ্রমণ করা যায়।
ইউরোপের কোন দেশের ভিসা সহজে পাওয়া যায়
ইউরোপের বিভিন্ন দেশের স্টুডেন্ট ভিসা ও ভিসা মোটামুটি ভাবে খুব সহজে পাওয়া গেলেও কাজের ভিসা পাওয়াটা অনেক বেশি কঠিন। ইউরোপের যেকোনো দেশের ভিসা পেতে বেশ কিছু শর্ত রয়েছে।
আর এই শর্তগুলোই ইউরোপ যেতে বাংলাদেশের প্রায় সকল নাগরিকদের অনেকটাই কাছে কঠিন। তবে বর্তমানে বাংলাদেশের কর্মীদের জন্য ইউরোপের বেশ কিছু দেশে যাওয়ার অনেক সুযোগ রয়েছে।
এর মধ্যে ওয়ার্ক পারমিট ভিসায় ইউরোপের কয়েকটি দেশে যাওয়ার সুযোগ রয়েছে। সে দেশগুলো হচ্ছে লাটভিয়া, স্লোভাকিয়া, আইসল্যান্ড, লিথুনিয়া, এস্তোনিয়া।
বর্তমানে ইউরোপের এই কয়েকটি দেশের ভিসা খুব সহজে পাওয়া যাচ্ছে। তার বিভিন্ন দূতাবাস বা ওয়েবসাইটের তথ্যগুলো লক্ষ্য করুন। এবং পরিচিত এজেন্সি বা দূতাবাসের সাহায্য নিন।
ইউরোপের কোন দেশে যাওয়া সহজ
সেনজেন ভুক্ত ইউরোপের কয়েকটি দেশে বাংলাদেশ থেকে খুব সহজেই খুব পৌঁছানো যায়। ভিসার জন্য অ্যাপ্লিকেশন করলেই খুব দ্রুত এর ফলাফল পাওয়া যায়।
এর মধ্যে সবথেকে সহজ হচ্ছে লিথুনিয়া। এছাড়াও ইউরোপের আরো কয়েকটি দেশে যাওয়া অনেকটা সহজ। যেমন আইসল্যান্ড, ফিনল্যান্ড, এস্তোনিয়া।
ইউরোপের কোন দেশে যেতে কত টাকা লাগে
ইউরোপের প্রায় সকল দেশে যেতে অনেক বেশি টাকা খরচ হয়। ন্যূনতম ১০ লক্ষ থেকে ১৫ লক্ষ টাকা খরচ হয়। এবং কিছু কিছু ভিসা ও দেশ অনুযায়ী সর্বোচ্চ ১৮ লক্ষ থেকে ২৫ লক্ষ টাকা খরচ হয়।
তবে যারা বাংলাদেশ থেকে ইউরোপে যেতে চাচ্ছেন তাদের অবশ্যই সরকারি এবং বেসরকারিভাবে ইউরোপ যেতে কত টাকা লাগে। এবং কোন দেশে যেতে কত টাকা লাগে তা জানা খুবই গুরুত্বপূর্ণ। যেমনঃ
- পশ্চিম ইউরোপের দেশগুলোতে যেতে ন্যূনতম ১২ লক্ষ থেকে ১৫ লক্ষ টাকা। এবং সর্বোচ্চ ২০ লক্ষ টাকা। সেই দেশ গুলো হচ্ছেঃ আইসল্যান্ড, অ্যান্ডোরা, আলবেনিয়া, সাইপ্রাস, ডেনমার্ক, ইস্টোনিয়া, ফ্রান্স, জার্মানি, গ্রীস, ইতালি, লাতভিয়া, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, মালটা, মন্টিনিগ্রো, হল্যান্ড, নরওয়ে, পর্তুগাল, সান মারিনো।
- আবার মধ্য ইউরোপে যেতে খরচ হয় ৭ লক্ষ থেকে ১২ লক্ষ টাকা। সেই দেশ গুলো হচ্ছেঃ অস্ট্রিয়া, বেলজিয়াম, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, ফিনল্যান্ড, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, এবং সুইজারল্যান্ড।
- এবং পূর্ব ইউরোপের দেশ গুলোতে যেতে খরচ হয় নূন্যতম ৭ লক্ষ থেকে ৯ লক্ষ টাকা। এবং সর্বোচ্চ ১১ থেকে ১২ লক্ষ টাকা।
কম খরচে ইউরোপের কোন দেশে যাওয়া যায়
ইউরোপের অন্যান্য দেশে যাওয়ার খরচের তুলনায় ফিনল্যান্ড, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, এবং সুইজারল্যান্ডে যেতে সবথেকে কম খরচ হয়।
এছাড়াও ডেনমার্ক, অস্ট্রিয়া, রোমানিয়া, পর্তুগাল, ফ্রান্স, মালটায় যেতে অনেক কম খরচ হয়। এই খরচ প্রায় ৭ লাখ টাকা থেকে ১০ লাখ টাকা।
শেষ কথা
ইউরোপের কোন দেশের ভিসা সহজে পাওয়া যায় তা অনেকের জানার আগ্রহ। তাই উপরে উল্লিখিত ইউরোপের কয়েকটি দেশে বর্তমানে ভিসা পাওয়া যাচ্ছে।
সঠিক দিক নির্দেশনায় ভিসার জন্য আবেদন করতে পারলে খুব সহজেই ইউরোপের কয়েকটি দেশের ভিসা পেতে পারেন। তবে দালালদের প্ররোচনায় প্রতারিত হবেন না। সঠিক তথ্য জেনে বিভিন্ন এজেন্সির সাথে যোগাযোগ রাখুন। ধন্যবাদ