বর্তমানে সেনজেন ভুক্ত ইউরোপীয় ইউনিয়ন ২৮টি সদস্যরাষ্ট্র নিয়ে গঠিত। তবে বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, সাইপ্রাস, রোমানিয়া এবং আয়ারল্যান্ড ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ হলেও সেনজেন এলাকার অংশ নয়। বাংলাদেশের প্রত্যেক নাগরিকের স্বপ্ন ইউরোপীয় দেশগুলোতে পৌঁছে যাওয়া।
বিশেষ করে ইউরোপীয় সেনজেনভুক্ত দেশগুলোতে পৌঁছানো। তবে নন সেনজেন ভুক্ত দেশগুলোও অনেক বেশি উন্নত। আর বিশ্বের সাতটি মহাদেশের মধ্যে ইউরোপ মহাদেশ জনপ্রিয়তার দিক থেকে তৃতীয়তম অবস্থানে রয়েছে।
তবে ইউরোপীয় দেশগুলোতে যাওয়ার পূর্বে প্রত্যেক নাগরিক সর্বপ্রথম যে বিষয়টি চিন্তা করে থাকেন তা হচ্ছে দেশটির সেন্জেনভুক্ত নাকি নন সেনজেনভুক্ত। তবে বর্তমানে ২০২৪ সালের সর্বশেষ তথ্য মতে ইউরোপে নন সেনজেনভুক্ত দেশের তালিকা এখানে উল্লেখ করা হয়েছে।
সেনজেন ও নন সেনজেন কি?
ইউরোপ মহাদেশের কয়েকটি দেশ মিলে জার্মানি এবং ফ্রান্সের সীমান্তে লুক্সেমবার্গের একটি ছোট্ট গ্রামে 1985 এবং 1990 সালে Schengen চুক্তি তাদের মধ্যে স্বাক্ষরিত হয়। অর্থাৎ সেনজেন ভুক্ত দেশ বলতে সেনজেন জোনের অংশভুক্ত দেশগুলোকে বোঝানো হয়।
অতএব সেনজেনভুক্ত ২৮ টি দেশ একই ভিসা নীতি বা ভিসা আইন মেনে চলে। অর্থাৎ এই ইউরোপের সেনজেনভুক্ত যে কোন একটি দেশে একবার ভিসা বা প্রবেশ অনুমতি পেলে, সেনজেন ভুক্ত বাকি সকল দেশেই ভ্রমণ করা যায়।
আর নন সেনজেন হচ্ছে সেনজেনভুক্ত নয় এমন কতগুলো দেশ। বর্তমান ২০২৪ সালে নন সেনজেন ভুক্ত দেশের তালিকা ২৩ টি। যেগুলো সেনজেন ভুক্ত দেশের আওতায় নয়। ইউরোপীয় দেশ হওয়া সত্ত্বেও এক দেশ থেকে অন্য দেশে পৌঁছাতে হলে অবশ্যই আলাদা আলাদা ভিসার প্রয়োজন হয়।
ইউরোপের নন সেনজেন ভুক্ত দেশ কতটি
ইউরোপ মহাদেশের সংখ্যা মোট ৫০ টি। এর মধ্যে সাতাশটি হচ্ছে সেনজেন ভুক্ত। আর বাকি ২৩ টি নন সেনজেন ভুক্ত দেশের তালিকায় রয়েছে। তবে ইউরোপের নন সেনজেন ভুক্ত দেশের তালিকায় আরো কয়েকটি দেশে রয়েছে। যেগুলো তালিকা নিচে উল্লেখিত হয়নি।
ইউরোপের নন সেনজেন ভুক্ত দেশের তালিকা
ইউরোপ এলাকা ২৮ টি সেনজেন ভুক্ত দেশ নিয়ে গঠিত। এবং ২৩ টি নন সেনজেন ভুক্ত দেশ নিয়ে গঠিত। সেনজেন ভুক্ত দেশগুলোতে প্রত্যেক নাগরিক অনেক বেশি সুবিধা পেয়ে থাকেন। এবং একটি ভিসা নিয়ে সেনজেন ভুক্ত সকল দেশেই প্রত্যেক নাগরিক খুব সহজে ভ্রমণ করতে পারে।
আর ইউরোপের নন সেনজেন ভুক্ত দেশগুলোতে যাওয়ার জন্য আলাদা আলাদা ভিসা তৈরি করতে হয়। যা সেনজেন ভুক্ত দেশের তুলনায় বিভিন্ন দিক থেকে সুবিধা অনেক কম পেয়ে থাকেন।
- আলবেনিয়া
- কসোভো
- ইউক্রেন
- মেসিডোনিয়া
- যুক্তরাজ্য
- লিশটেনস্টাইন
- মোল্দাভিয়া
- আন্দোরা
- আর্মেনিয়া
- রাশিয়া
- সার্বিয়া
- বেলারুশ
- বসনিয়া ও হার্জেগোভিনা
- মন্টেনেগ্রো
- সুইজারল্যান্ড
- ভ্যাটিকান সিটি
- জর্জিয়া
- মোনাকো
- সান মেরিনো
- তুর্কি
- আইসল্যান্ড
- নরওয়ে
- স্লোভেকিয়া
ইউরোপের সেনজেন ভুক্ত দেশের তালিকা
সেনজেনভুক্ত দেশগুলোর সকল বর্ডার তুলে দিয়ে যাতায়াতের সুবিধা করা হয়েছে। একটি ভিসা ব্যবহার করে সেনজেনভুক্ত সকল দেশে যাতায়াত করা যায়। বর্তমানে ইউরোপের ৫০টি দেশের মধ্যে সেনজেন চুক্তিতে ২৮ টি দেশ চুক্তিবদ্ধ রয়েছে।
১৯৮৫ এবং ১৯৯০ সালে সেনজেন চুক্তি কয়েকটি দেশের মধ্যে মধ্যে স্বাক্ষরিত হয়। যা বর্তমানে ইউরোপের ৫০ টি দেশের মধ্যে ২৮ টি দেশ চুক্তিবদ্ধ রয়েছে।
এ সকল দেশগুলোর স্বাধীনতা, নিরাপত্তা এবং বিচার নীতি বেশিরভাগ ক্ষেত্রে এক রকম হওয়ার কারণে আন্তর্জাতিক ভ্রমণের ক্ষেত্রে একটি সাধারণ ভিসা নীতি মেনে চলতে হয়।
সেনজেন ভুক্ত দেশের তালিকা ২০২৪
বর্তমানে ইউরোপের ৫০টি দেশের মধ্যে সেনজেন ভুক্ত দেশের সংখ্যা মোট ২৭ টি। এই ইউরোপের সেনজেন ভুক্ত সকল দেশগুলোর সীমানার মধ্যে কোন নিয়ন্ত্রণ নেই। তবে কয়েকটি দেশে সীমানার নিয়ন্ত্রণ রয়েছে। অতএব সেনজেন ভুক্ত ২৮ টি দেশের তালিকা হচ্ছেঃ
- ক্রোয়েশিয়া
- স্লোভেনিয়া।
- পর্তুগাল।
- ফ্রান্স।
- স্লোভাকিয়া।
- আইসল্যান্ড।
- ফিনল্যান্ড।
- সুইডেন।
- বেলজিয়াম।
- জার্মানি।
- সুইজারল্যান্ড
- এস্তোনিয়া।
- অস্ট্রিয়া।
- হাঙ্গেরি।
- গ্রীস।
- লুক্সেমবার্গ।
- নরওয়ে।
- পোল্যান্ড।
- চেক প্রজাতন্ত্র।
- ডেনমার্ক।
- লিচেনস্টাইন।
- লাটভিয়া।
- স্পেন।
- ইতালি।
- লিথুয়ানিয়া।
- নেদারল্যান্ডস।
- মাল্টা।
ইউরোপের সকল দেশই অনেক বেশি উন্নত। তবে নন সেনজনভুক্ত ইউরোপীয় দেশগুলো ভ্রমণের জন্য বিভিন্ন ধরনের অফার করে থাকেন। তাই কেউ ইউরোপীয় দেশগুলোতে পৌঁছাতে চাইলে সেনজনভুক্ত এবং নন সেনজনভুক্ত দেশগুলোর তালিকা দেখে নিন। এবং তার সুবিধা ও অসুবিধা গুলো জেনে নিন।