কিরগিজস্তানে কাজ করার জন্য মূলত কাজের ভিসা বা ওয়ার্ক পারমিট ভিসার প্রয়োজন হয়। তবে বাংলাদেশের নাগরিকদের জন্য কিরগিজস্তানের ওয়ার্ক পারমিট ভিসার কতটা সুযোগ রয়েছে তা নির্দিষ্ট করে বলা সম্ভব নয়।
কিরগিজস্তান কখন,কোন ভিসা নিয়োগে থাকেন তা শুধুমাত্র বাংলাদেশে অবস্থিত কিরগিজস্তান দূতাবাস বা কিরগিজস্তানের ইমিগ্রেশন অফিসের ওয়েবসাইট। অথবা বিভিন্ন জব পোর্টাল নতুবা নিকটস্থ কোনো পরিচিত এজেন্সির মাধ্যমে জানা যায়।
তবে কিরগিজস্তানের কাজের ভিসার অনেক চাহিদা রয়েছে। তাই ভিসা তৈরি করার পূর্বে অবশ্যই কিরগিজস্তান কাজের ভিসা দাম কত। কিরগিজস্তানের কাজের ভিসায় বেতন কত টাকা তা বিস্তারিত তথ্য জেনে রাখা উচিত।
কিরগিজস্তান কাজের ভিসা
কিরগিজস্তান মধ্য এশিয়ার একটি দেশ। প্রাকৃতিক সৌন্দর্য পর্বতমালা, হ্রদ এবং মনোরম প্রাকৃতিক দৃশ্যের জন্য কিরগিজস্তান বিখ্যাত। বর্তমানে কিরগিজস্তানে বিভিন্ন কর্মসংস্থানের সুযোগ রয়েছে।
কিন্তু বাংলাদেশী নাগরিকদের জন্য এদেশের ভিসা পাওয়া একটু জটিল। তবে কিরগিজস্তান কাজের ভিসা পাওয়ার জটিলতায় বিভিন্ন কারণ রয়েছে।
কিরগিজস্তান কাজের ভিসায় ভালো বেতন পেতে চাইলে নির্দিষ্ট কাজের প্রতি দক্ষ এবং অভিজ্ঞ হতে হবে। কারণ কোন অভিজ্ঞতা ছাড়া এই দেশের কাজ বা ভিসা পাওয়া মুশকিল।
বর্তমানে কোম্পানি ভিসা, ড্রাইভিং ভিসা, ক্লিনার ভিসা, হোটেল ও রেস্টুরেন্ট ভিসা, কৃষি ভিসা ও ওয়ার্ক পারমিট ভিসা সহ বিভিন্ন ক্যাটাগরির কাজের ভিসায় কিরগিজস্তান যাওয়া যায়।
বিভিন্ন ক্যাটাগরির কিরগিজস্তানের কাজের ভিসার মূল্য নূন্যতম ৩ লক্ষ টাকা এবং সর্বোচ্চ ৫ লক্ষ টাকা। তবে ভ্রমণ ভিসা ২ লক্ষ থেকে আড়াই লক্ষ টাকার মধ্যে হয়।
কিরগিজস্তান কাজের ভিসা চেক
অপরিচিত দালাল বা এজেন্সির মাধ্যমে কিরগিজস্তান কাজের ভিসার আবেদন করলে অবশ্যই ভিসা চেক করে নিবেন। কারণ অনেক দালালেরা ভুয়া ভিসা হাতে ধরিয়ে দিয়ে থাকেন।
তাই ভিসা তৈরি করার পর ভিসা চেক করা অতি গুরুত্বপূর্ণ। যেভাবে কিরগিজস্তান কাজের ভিসা চেক করবেন তা হচ্ছেঃ
- কিরগিজস্তান কাজের ভিসা চেক করার জন্য https://www.evisa.e-gov.kg/check_status.php লিংকে প্রবেশ করুন।
- তারপর উপরের ছবির মত insert your reference number লেখা নিজের ফাঁকা করে ভিসা তৈরির সময় যে রেফারেন্স নাম্বার দেওয়া হয়েছে তা টাইপ করুন।
- তারপর ক্যাপচাটি দেখে থেকে ডান পাশের ফাঁকা ঘরে লিখুন।
- পরবর্তীতে Next বাটনে ক্লিক করুন।
- তার পরবর্তীতে অন্য একটি পেজে নিয়ে যেতে পারে। সেখানে Insert your security code লেখা আসবে। সেটি পূরণ করুন।
- অতঃপর Security code বের করার জন্য গুগল প্লে স্টোর থেকে QR & Barcode scanner অ্যাপ ইনস্টল করুন।
- স্ক্যান করার পরেই আপনি আপনার ভিসা সম্পর্কিত তথ্য দেখতে পাবেন।
কিরগিজস্তান কাজের ভিসা কত
সাধারণত কিরগিজস্তানের কাজের ভিসা বা ওয়ার্ক পারমিট ভিসা পাওয়া যায়। এছাড়াও বিশেষজ্ঞ কাজের ভিসা ও প্রকল্প ভিত্তিক কাজের ভিসা পাওয়া যায়।
আবার তথ্যপ্রযুক্তি ভিত্তিক সফটওয়্যার ডেভেলপমেন্ট ও ডাটা এনালিটিক্স কাজের ভিসা পাওয়া যায়। আবার বিভিন্ন ধরনের হোটেল, রেস্টুরেন্ট কাজের ভিসা পাওয়া যায়। এছাড়া কৃষি ভিসার অনেক চাহিদা রয়েছে।
তবে কিরগিজস্তান কাজের ভিসার দাম ন্যূনতম ২ লক্ষ থেকে ৩ লক্ষ টাকা। এবং সর্বোচ্চ ৪ লক্ষ থেকে ৫ লক্ষ টাকা। আবার গার্মেন্টস ভিসার দাম ৩ লক্ষ থেকে ৫ লক্ষ টাকা।
কিরগিজস্তানের ওয়ার্ক পারমিট ভিসা বা কাজের ভিসার দাম ৪ লক্ষ থেকে ৫ লক্ষ টাকা। এছাড়া সরকারি ও বেসরকারিভাবে কিরগিজস্তানের কাজের ভিসার দামের অনেক পার্থক্য দেখা দিবে।
কিরগিজস্তান বেতন কত ২০২৪
কাজের ধরন বেঁধে কিরগিজস্তানের সর্বনিম্ন বেতন ৩০ হাজার থেকে ৪০ হাজার টাকা। তবে বরাবরের মতোন দক্ষ এবং অভিজ্ঞ কর্মীর ন্যূনতম বেতন ৪৫ হাজার থেকে ৬০ হাজার টাকা।
শেষ কথা
কিরগিজস্তান কাজের ভিসা তৈরি করার পূর্বে ভিসার দাম এবং এই ভিসায় কত টাকা বেতন প্রদান করা হবে তা বিস্তারিত জেনে নিবেন। এবং ভিসা তৈরির পর অবশ্যই ভিসা চেক করে নিবেন। ধন্যবাদ