বর্তমানে জাতিসংঘের স্বীকৃতিপ্রাপ্ত সর্বমোট প্রায় ১৮০ টি মুদ্রা রয়েছে। বিশ্বের কোন দেশের টাকার মান বেশি হবে তা প্রত্যেকটি দেশের অর্থনীতির উপর নির্ভর করে।
আন্তর্জাতিক লেনদেন সম্পূর্ণ হওয়ায় আলাদা দুটি দেশের মুদ্রার মাধ্যমে। যার ফলে কোন দেশের মুদ্রার মান দেশের মুদ্রার মানের মাধ্যমে নির্ধারিত হয়।
মুদ্রার মান নির্ধারণের এই পদ্ধতিকে একচেঞ্জ রেট বলা হয়। বিশ্বের মাত্র কয়েকটি দেশের মুদ্রার মান স্থিতিশীল বাকি সকল টাকার মান প্রতিনিয়ত কম বেশি হয়ে থাকে।
কোন দেশের টাকার মান বেশি
বর্তমানে ইউ এস ডলার একটি অত্যন্ত শক্তিশালী মুদ্রা। ইউ এস ডলার দিয়ে সব থেকে বেশি আন্তর্জাতিক লেনদেন করা হয়। তবে আশ্চর্যজনক তথ্য হলো ডলার বিশ্বের সব থেকে শক্তিশালী মুদ্রা নয়। এজন্য অনেকের মনেই প্রশ্ন জাগে তাহলে কোন দেশের টাকার মান বেশি?
বর্তমানে বিশ্বের সকল দেশের মধ্যে কুয়েতের টাকার মান বেশি। কুয়েতের মুদ্রাকে কুয়েতি দিনার বলা হয়। বর্তমানে ১ কুয়েতি দিনার বাংলাদেশের প্রায় ৩৮৪ টাকা ৮৪ পয়সা।
টাকার মানের দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে বাহারাইন। বাহারাইন মুদ্রাকে বাহরাইনি দিনার বলা হয়। বর্তমানে ১ বাহরাইনি দিনার সমান বাংলাদেশের প্রায় ৩১১ টাকা ৫৬ পয়সা।
বিশ্বের সব থেকে দামি মুদ্রার তালিকা
ডলার এবং ইউরো বিশ্বের সব থেকে দামি মুদ্রা না হলেও ডলার এবং ইউরো মুদ্রা কে বিশ্বের বিভিন্ন দেশ রিজার্ভ মুদ্রা হিসেবে সংরক্ষণ করে থাকে। কেননা ইউরো এবং ডলার স্থিতিশীল এবং শক্তিশালী অর্থনীতির প্রতীক।
- কুয়েতি দিনার- ১ কুয়েতি দিনার সমান বাংলাদেশের প্রায় ৩৮৪ টাকা।
- বাহরাইনি দিনার- ১ বাহারাইনি দিনার সমান বাংলাদেশের প্রায় ৩১১ টাকা।
- ওমানি রিয়াল- ১ ওমানি রিয়াল সমান বাংলাদেশের প্রায় ৩০২ টাকা।
- জর্দানিয়ান দিনার- ১ জর্দানিয়ান দিনার সমান বাংলাদেশের প্রায় ১৬৪ টাকা।
- ব্রিটিশ পাউন্ড- ১ ব্রিটিশ পাউন্ড সমান বাংলাদেশের প্রায় ১৪৯ টাকা।
- ক্যামেন আইল্যান্ড ডলার- ১ ক্যামেন আইল্যান্ড ডলার সমান বাংলাদেশের প্রায় ১৪১ টাকা।
- ইউরো- ১ ইউরো সমান বাংলাদেশের প্রায় ১২৭ টাকা।
- মার্কিন ডলার- ১ মার্কিন ডলার সমান বাংলাদেশের প্রায় ১১৭ টাকা।
বিশ্বের সব থেকে ধনী দেশের তালিকা
একটি দেশের অর্থনৈতিক অবস্থা শুধুমাত্র টাকার মানের উপর নির্ভর করে না। একটি দেশ কতটা উন্নত তা দেশটির টাকার মানের পাশাপাশি মাথাপিছু আয় অর্থাৎ জিডিপি এর উপর নির্ভর করে।
- মোনাকো মাথাপিছু জি ডি পি প্রায় ২,৩৪,৩১৭.১ ডলার।
- লিচেনস্টাইন মাথাপিছু জি ডি পি প্রায় ১,৮৪,০৮৩.৩ ডলার।
- লুক্সেমবার্গ মাথাপিছু জি ডি পি প্রায় ১,২৬,৪২৬.১ ডলার।
- বারমুডা মাথাপিছু জি ডি পি প্রায় ১,১৮,৮৪৫.৬ ডলার।
- নরওয়ে মাথাপিছু জি ডি পি প্রায় ১,০৬,১৪৮.৮ ডলার।
- আয়ারল্যান্ড মাথাপিছু জি ডি পি প্রায় ১,০৪,০৩৮.৯ ডলার।
কোন দেশের টাকার মান সবচেয়ে কম
বর্তমানে ইরানের রিয়ালের মান সব থেকে কম। বর্তমানে বাংলাদেশের ১ টাকা সমান ইরানের ৩৫৮ দিনার। টাকার মান কমের দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে ভিয়েতনাম।
বর্তমানে বাংলাদেশের ১ টাকা সমান ভিয়েতনাম ২১৮ ডং। এরপর তৃতীয় স্থানে রয়েছে সিয়েরা। বর্তমানে বাংলাদেশের এক টাকা সমান সিয়েরা ১৯৪ লিওন।
বাংলাদেশের টাকার মান কোন দেশে বেশি
বাংলাদেশী টাকা মূলত বাংলাদেশের অভ্যন্তরীণ লেনদেনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। কেননা আন্তর্জাতিক বাজারে বাংলাদেশী টাকার মান তুলনামূলক কম।
তবে বিশ্বে বাংলাদেশের থেকেও দুর্বল অর্থনীতির দেশ রয়েছে। বর্তমানে বাংলাদেশী টাকার মান ইরানে সব থেকে বেশি। বাংলাদেশের ১ টাকা সমান ইরানের ৩৫৮ দিনার।
বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে প্রায় দুই কোটির উপরে বাংলাদেশী প্রবাসী রয়েছে। যারা প্রতি মাসে বাংলাদেশের রেমিটেন্স পাঠিয়ে থাকে। কোন দেশের টাকার মান বেশি তা দেশের অর্থনৈতিক অবস্থা, মুদ্রাস্ফীতি, চাহিদা ও সরকারি নীতিমালার উপর ভিত্তি করে উঠানামা করে থাকে।