আপনি কি দুবাই যেতে চাচ্ছেন? তাহলে দুবাই এম্বাসি ঢাকা ঠিকানা, দুবাই বাংলাদেশ এম্বাসি মোবাইল নাম্বার ও দুবাই বাংলাদেশ এম্বাসি বন্ধের দিন সম্পর্কে জানুন আজকের পোস্ট থেকে।
বাংলাদেশ থেকে বেশিরভাগ মানুষ কাজের ভিসা নিয়ে দুবাই যায়। আপনিও যদি বাংলাদেশ থেকে দুবাই যেতে চান তাহলে সর্বপ্রথম বাংলাদেশে অবস্থিত দুবাই এম্বাসিতে যোগাযোগ করতে হবে।
তবে অনেকেই দুবাই এম্বাসি ঢাকা ঠিকানা জানেন না। তাই আপনাদের সুবিধার্থে আজকে এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।
দুবাই এম্বাসি ঢাকা ঠিকানা
ঢাকায় অবস্থিত দুবাই এম্বাসির ঠিকানা নিচে দেওয়া হল:
Address: House No. 191, Road No: 69, Gulshan North Avenue, Gulshan No. 2, Dhaka 1212, Bangladesh.
Telephone: +880 2 222 282 277
Fax: +880 2 882 3225
Mail: dhakaemb@mofaic.gov.ae
উপরোক্ত ঠিকানায় দুবাই ভিসা সংক্রান্ত সকল ধরনের সুযোগ-সুবিধা পাবেন। দুবাই এম্বাসি রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত খোলা থাকে।
আরও পড়ুন- লিথুনিয়া এম্বাসি বাংলাদেশ কোথায় অবস্থিত
দুবাই বাংলাদেশ এম্বাসি মোবাইল নাম্বার
বাংলাদেশে বেশ কয়েকটি দুবাই এম্বাসি আছে। দুবাই বাংলাদেশ এম্বাসি টেলিফোন নাম্বার +880 2 222 282 277।
এছাড়া ফ্যাক্স নাম্বার ও জিমেইল নাম্বার দিয়েও দুবাই এম্বাসির সাথে যোগাযোগ করতে পারবেন।
দুবাই এম্বাসি চট্টগ্রাম ঠিকানা
সত্যিকার অর্থে চট্টগ্রামে দুবাই এম্বাসি নেই। তবে দুবাই ভিসা সংক্রান্ত সকল ধরনের কাজ করার জন্য চট্টগ্রামে দুবাই কনসুলেট রয়েছে।
আরও পড়ুন- ইন্ডিয়ান এম্বাসি ঢাকা কোথায় অবস্থিত
দুবাই বাংলাদেশ এম্বাসি বন্ধের দিন
সাধারণত দুবাই এম্বাসি সপ্তাহে শুক্র ও শনিবার এই দুই দিন বন্ধ থাকে। এছাড়াও সরকারি ছুটি মোতাবেক দুবাই বাংলাদেশ এম্বাসি পরিচালিত হয়।
শেষকথা
আজকের পোস্ট থেকে দুবাই এম্বাসি ঢাকা ঠিকানা সম্পর্কে জানলাম। এছাড়া আপনার যদি দুবাই ভিসার সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করুন।
FAQ’s
দুবাই এক টাকা সমান বাংলাদেশের কত টাকা
দুবাই এক টাকা সমান বাংলাদেশের প্রায় ৩১ টাকা।
দুবাই যেতে কত টাকা লাগে?
ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে দুবাই যেতে ন্যূনতম ৫ থেকে ৬ লক্ষ টাকা লাগে।
দুবাই কোম্পানি ভিসা বেতন কত?
দুবাই কোম্পানি ভিসা বেতন সর্বনিম্ন ৫০ থেকে ৬০ হাজার টাকা।
দুবাই ড্রাইভিং ভিসা বেতন কত?
দুবাই অন্যান্য ভিসার চেয়ে দুবাই ড্রাইভিং ভিসার বেতন অনেক বেশি। দুবাই একজন ড্রাইভারের মাসিক বেতন সর্বনিম্ন ৮০,০০০ থেকে ৯০,০০০ টাকা।
দুবাই হোটেল ভিসা বেতন কত?
দুবাই হোটেল ভিসা বেতন ৫০ থেকে ৬০ হাজার টাকা। তবে যাদের কাজের দক্ষতা ও অভিজ্ঞতা রয়েছে তাদের বেতন আরো বেশি।
আমি কওমি মাদ্রাসা তাকমিল( master’s)এর সার্টিফিকেট দিয়ে ডুবাই যেতে পারবো কিনা, মাদ্রাসা সার্টি ফিকেট গ্রহনযোগ্য কিনা জানাবে।
অবশ্যই গ্রহণযোগ্য।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি দীর্ঘকাল ওমানে ছিলাম ওমানের লাইসেন্স আমার কাছে আছে আমি এখন বর্তমান বাংলাদেশে আছি আমি ড্রাইভার হিসাবে যাইতে চাই আমি আরবি হিন্দি ইংলিশ জানি আরবি ফুল জানি হিন্দি ফুল জানি
বিশ্বস্ত কোন এজেন্সিতে যোগাযোগ করুন। ধন্যবাদ।