ঢাকা টু কক্সবাজার বিমান ভাড়া 2024

কক্সবাজার বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্র সৈকত এবং পর্যটন কেন্দ্র। শুধু বাংলাদেশেই নয়, এই কক্সবাজার সমুদ্র সৈকত বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত হিসেবে পরিচিত। তাই দেশি পর্যটক থেকে শুরু করে বিদেশি পর্যটকদের আনাগোনা এই কক্সবাজার সমুদ্র সৈকতে হয়ে থাকে।

সড়ক পথ, নদী পথ এমন কি আকাশ পথের মাধ্যমে বিশ্ব যে কোন প্রান্ত থেকে বাংলাদেশের দক্ষিণ অবস্থিত এই কক্সবাজার সমুদ্র সৈকতে পৌঁছানো যায়। তবে আজকের আলোচনা শুধুমাত্র ঢাকা থেকে কক্সবাজার যাত্রার বিমান ভাড়া নিয়ে।

বর্তমানে ঢাকা থেকে চট্টগ্রামের কক্সবাজার বিমানবন্দরের ননস্টপ যাত্রার বিমান ভাড়া মাত্র ৫৪০০ টাকা। ঢাকা থেকে কক্সবাজারের দূরত্ব প্রায় ৩৯৭ কিলোমিটার। যেখানে বিমান যাত্রায় পৌঁছাতে সময় লাগে মাত্র ০১ ঘন্টা থেকে দেড় ঘন্টা।

যেখানে বাসের মাধ্যমে সড়কপথে যাতায়াতে ঢাকা থেকে কক্সবাজার যেতে ১০ থেকে ১২ ঘন্টা সময় লাগে। তাই নিয়মিত ভ্রমণ পিপাসু ভাইদের জন্য ঢাকা টু কক্সবাজার বিমান ভাড়া জেনে নেওয়া অনেক গুরুত্বপূর্ণ।

ঢাকা টু কক্সবাজার বিমান ভাড়া

যারা প্রতিনিয়ত ঢাকা থেকে কক্সবাজার যাতায়াত করে থাকেন। তাদের জন্য আকাশ পথের বিমান যাত্রা সবকিছু সুবিধাজনক এবং সাশ্রয়ী। বিভিন্ন সংস্থার বিমান প্রতিদিনই ঢাকা থেকে কক্সবাজার রুটে পরিচালিত হয়।

এর মধ্যে বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান ভাড়া বর্তমানে কম রয়েছে। যেমন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা টু কক্সবাজার বিমান ভাড়া মাত্র ৫৪০০ টাকা। তবে বিজনেস ক্লাস ক্যাটাগরির যে কোনো বিমানের ভাড়া নূন্যতম ১০ হাজার থেকে ১২ হাজার টাকা হবে।

তবে সময়ের পরিবর্তনে এবং বিভিন্ন অফারের উপর ভিত্তি করে যে কোনো সময় ঢাকা টু কক্সবাজার বিমান ভাড়া পরিবর্তন হতে পারে। তাই ইকোনমি ক্লাস এবং বিজনেস ক্লাস ক্যাটাগরির বিমানের ভাড়া নিচে উল্লেখ করা হলো।

ইকোনমি ক্লাসঃ

  • বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৫৪৫৫ টাকা।
  • ইউএস-বাংলা এয়ারলাইন্স ৫৫০০ টাকা।
  • এয়ার এসট্রা ৫,৫৫০ টাকা।
  • নভো এয়ার ৫,৫৭০ টাকা।

বিজনেস ক্লাসঃ

  • বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১০,৮০০ টাকা।

বিশেষ দ্রষ্টব্যঃ উপরে উল্লেখিত বিমানের ভাড়া নূন্যতম ০১ মাস থেকে ১৫ দিন পূর্বে বুকিং করা।

ঢাকা থেকে কক্সবাজার বিমান ভাড়া কত

বিভিন্ন উদ্দেশ্যে বাংলাদেশের মানুষ এক শহর থেকে অন্য শহরে পৌঁছে থাকেন। তবে ঢাকা থেকে কক্সবাজার বেশিরভাগই নাগরিক ভ্রমণের উদ্দেশ্যে পৌঁছে থাকেন। আবার কিছু মানুষ ব্যবসার উদ্দেশ্যে ঢাকা থেকে কক্সবাজার পৌঁছে থাকেন।

তবে বর্তমানে বিমানে ভাড়া অনুযায়ী ঢাকা থেকে কক্সবাজার ন্যূনতম বিমান ভাড়া পাঁচ হাজার টাকা। এছাড়াও বিমানে ক্যাটাগরি অনুযায়ী ইকোনোমি ক্লাস ক্যাটাগরির সর্বোচ্চ বিমান ভাড়া ৫ হাজার ৫৭২ টাকা।

এবং ঢাকা থেকে কক্সবাজার বিজনেস ক্লাস বিমানের ন্যূনতম ভাড়া ১০ হাজার ৮২ টাকা। অর্থাৎ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিজনেস ক্লাস নির্দিষ্ট সময় অনুযায়ী ঢাকা থেকে কক্সবাজার রুটে পরিচালিত হয়। যার প্রতিটি ক্ষেত মূল্য ১০ হাজার ৮২ টাকা।

ঢাকা টু কক্সবাজার বিমান সময়সূচী

ঢাকা থেকে কক্সবাজার বিমান যাত্রায় প্রতিদিনই নির্দিষ্ট বিমান সংস্থা অনুযায়ী বিমান পরিচালিত হয়। সাধারণত বেশ কয়েকটি বিমান প্রতিদিন ঢাকা টু কক্সবাজার যাতায়াত করে থাকে। তবে, বিমানের সময়সূচী ও ভাড়া প্রায়শই পরিবর্তিত হয়।

তাই একদম সঠিকভাবে ঢাকা টু কক্সবাজার বিমান যাত্রা তথ্য জানতে হলে বিভিন্ন বিমান সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এছাড়াও বিভিন্ন তথ্য মতেঃ

  • বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রতিদিনই একটি নির্দিষ্ট সময় অনুযায়ী পরিচালিত হয়।
  • মাঝে মধ্যে ইউএস-বাংলা এয়ারলাইন্স ঢাকা থেকে কক্সবাজার পরিচালিত হয়।

কক্সবাজার টু ঢাকা বিমান ভাড়া ২০২৪

যদি ঢাকা থেকে কক্সবাজার যাত্রা ওয়ান ওয়ে টিকিট বুকিং করেন। তাহলে বিমানে বার হবে ন্যূনতম ৫,৪০০ হাজার টাকা। ঠিক একই বিমানে টু ওয়ে অর্থাৎ রিটার্ন টিকেট বুকিং করেন।

তাহলে প্রতি টিকিট মূল্য হবে ১০,৯০০ টাকা থেকে ১২,০০০ টাকা। ঠিক একইভাবে কক্সবাজার থেকে ঢাকা ফেরত আসতে একটি সিঙ্গেল টিকিটের দাম ৫৪০০ টাকা থেকে ৫,৭০০ হাজার টাকা।

কক্সবাজার থেকে ঢাকা বিমান ভাড়া কত

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ইকোনমি ক্লাসের বিমান ভাড়া ৫৪০০ টাকা। এবং বিজনেস ক্লাস ১০ হাজার টাকা। ঠিক একই যাত্রায় নব এয়ারলাইন্সের ইকোনোমি ক্লাসের বিমান ভাড়া ৫৭০০ টাকা।

অর্থাৎ ঢাকা থেকে কক্সবাজার যেতে যে বিমান ভাড়া খরচ হয়। ঠিক একইভাবে কক্সবাজার থেকে ঢাকা ফেরত আসতে একই বিমান ভাড়া খরচ হয়।

শেষ কথা

যদি ঢাকা থেকে কক্সবাজার যেতে চান। তাহলে অবশ্যই বিমান সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে টিকিট মূল্য জেনে নিবেন। তবে ঢাকা টু কক্সবাজার বিমান ভাড়া অনেকটাই কম পেতে চেষ্টা করুন নূন্যতম ১৫ থেকে ০১ মাস পূর্বে টিকিট বুকিং করার। ধন্যবাদ

লেখালেখি করতে ভালো লাগে। সেই ভালো লাগা থেকেই প্রযুক্তির এই যুগে অনলাইনে লেখালেখি করি। আমাদের এই সাইটে ভিসা ও পাসপোর্ট সম্পর্কে সর্বশেষ তথ্য প্রকাশ করে থাকি।

Leave a Comment