লিথুনিয়া এম্বাসি বাংলাদেশ কোথায়

লিথুনিয়া ইউরোপ মহাদেশ ও সেনজেন ভুক্ত একটি দেশ। এ দেশের অর্থনৈতিক ও জীবন ব্যবস্থা অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি উন্নত। 

অনেক বাঙালির লিথুনিয়া গিয়ে পড়াশোনা বা চাকরি করার ইচ্ছা থাকে। তবে লিথুনিয়া এম্বাসি বাংলাদেশ কোথায় অবস্থিত তা অনেকেই জানেন না। 

বাংলাদেশ থেকে আপনি যদি লিথুনিয়া যেতে চান তাহলে অবশ্যই আপনাকে ভিসা সংগ্রহ করতে হবে। তৈরি করার একমাত্র জায়গা হচ্ছে বাংলাদেশে অবস্থিত লিথুনিয়া এম্বাসি।

লিথুনিয়া এম্বাসি বাংলাদেশ

অনেকেরই স্বপ্ন থাকে বিশ্বের যে কোন উন্নত একটি দেশে জীবন যাপন করার। এ কারণে অনেকেই ইউরোপ মহাদেশে অবস্থিত লিথুনিয়া কাজের উদ্দেশ্যে যেতে চায়। অবশ্যই লিথুনিয়া যেতে হলে সর্বপ্রথম আপনাকে ওয়ার্ক পারমিট সংগ্রহ করতে হবে।

তারপর আপনার ভিসা এবং নিয়ে বাংলাদেশে অবস্থিত লিথুনিয়া এম্বাসিতে যেতে হবে। সেখানে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সঠিকভাবে ভিসার আবেদন করতে হবে। সবকিছু ঠিক থাকলে লিথুনিয়া এম্বাসি বাংলাদেশ হতে আপনাকে ভিসা ইস্যু করা হবে।

লিথুনিয়া এম্বাসি বাংলাদেশ কোথায়

লিথুনিয়া যেতে চাইলে অবশ্যই আপনাকে বাংলাদেশে অবস্থিত লিথুনিয়া ভিসা এম্বাসি/সেন্টারে যোগাযোগ করতে হবে। 

কারণ লিথুনিয়া এম্বাসি ছাড়া আপনি লিথুনিয়া ভিসার জন্য আবেদন করতে পারবেন না। এ কারণে যারা লিথুনিয়া যেতে ইচ্ছুক তাদের সবারই লিথুনিয়া এম্বাসি বাংলাদেশে কোথায় আছে তা জানতে হবে। 

বর্তমানে আমাদের দেশে লিথুনিয়ার কোন এম্বাসি নেই। তবে হতাশ হওয়ার কিছুই নেই। ভিসা প্রসেসিং করার জন্য বাংলাদেশে লিথুনিয়া কনস্যুলেট রয়েছে।

লিথুনিয়া কনস্যুলেট অফিস ৮২২/৩ বেগম রোকেয়া শরনি মিরপুর, ঢাকায় অবস্থিত। 

ফোন নাম্বারঃ ৮৮০১৮৭১০০১৩৯৯, টেলিফোনঃ +৮৮০২৯০২৩৭৫৭ উক্ত নাম্বারের মাধ্যমে যোগাযোগ করে লিথুনিয়া ভিসা সংক্রান্ত তথ্য জানতে পারবেন। 

আরও পড়ুন-

  1. মালয়েশিয়া কাজের বেতন কত ২০২৪
  2. দক্ষিণ কোরিয়া বেতন কত?

শেষকথা 

ভিসা চেক বিডি ওয়েবসাইটের এই পোস্টে লিথুনিয়া এম্বাসি বাংলাদেশে কোথায় অবস্থিত তা জানলাম। এছাড়াও নিচে লিথুনিয়া ভিসা সম্পর্কে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর পর্ব রয়েছে সেগুলো দেখে নিতে পারেন। 

FAQ’s

লিথুনিয়া এম্বাসি বাংলাদেশে কোথায় অবস্থিত?

লিথুনিয়া এম্বাসি ৮২২/৩ বেগম রোকেয়া শরণি মিরপুর ঢাকায় অবস্থিত। 

লিথুনিয়া যেতে কত টাকা লাগে?

স্টুডেন্ট ভিসায় লিথুনিয়া যেতে নূন্যতম ৪ থেকে ৫ লাখ টাকা ও কাজের ভিসায় ১০ থেকে ১২ লাখ টাকা লাগে।

লিথুনিয়া কোন কাজের চাহিদা বেশি?

লিথুনিয়াতে ইলেকট্রিশিয়ান, ড্রাইভিং, ক্লিনার, হোটেল-রেস্টুরেন্ট জব, নির্মাণ শ্রমিক, বিক্রয় কর্মী, কৃষি কাজ ইত্যাদি কাজের চাহিদা অনেক বেশি।

লিথুনিয়া যেতে কত বছর বয়স লাগে?

স্টাডি ভিসায় লিথুনিয়া যেতে সর্বনিম্ন ১৮ ও ওয়ার্ক পারমিট ভিসায় নূন্যতম ২১ বছর বয়স লাগে। 

লেখালেখি করতে ভালো লাগে। সেই ভালো লাগা থেকেই প্রযুক্তির এই যুগে অনলাইনে লেখালেখি করি। আমাদের এই সাইটে ভিসা ও পাসপোর্ট সম্পর্কে সর্বশেষ তথ্য প্রকাশ করে থাকি।

2 thoughts on “লিথুনিয়া এম্বাসি বাংলাদেশ কোথায়”

Leave a Comment