বর্তমানে মাথাপিছু আয়ের হিসেবে কাতার বিশ্বের সবচেয়ে ধনী দেশগুলির একটি। এর কারণ দেশটিতে খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের বড় মজুদ রয়েছে। মোট কথা কাতারের প্রাকৃতিক সম্পদের কারণে দেশটির অর্থনীতি অত্যন্ত সমৃদ্ধ।
তাই এদেশের অর্থনীতি অত্যন্ত সমৃদ্ধির কারণে অনেকটা কর্মসংস্থানের সুযোগ রয়েছে। তাই বাংলাদেশের অনেক নাগরিক এই দেশে যাওয়ার জন্য বিভিন্ন ধরনের ভিসা তৈরি করে থাকেন।
এক্ষেত্রে যে সকল বাংলাদেশী নাগরিক কাতারের ভিসা তৈরি করে থাকেন। তাদের প্রত্যেকেই একটি মেডিকেল রিপোর্ট তৈরি করতে হয়। অর্থাৎ বিভিন্ন ধরনের প্রয়োজনীয় কাগজপত্র সহ মেডিকেল পরীক্ষা করতে হয়।
এক্ষেত্রে আপনার হাতে থাকা স্মার্টফোন বা ল্যাপটপ ব্যবহার করে অনলাইনের মাধ্যমে খুব সহজেই কাতার মেডিকেল রিপোর্ট চেক করতে পারেন। তবে জেনে রাখুন কাতারের মেডিকেল রিপোর্ট চেক করা অনেক বেশি সহজ।
কাতার মেডিকেল রিপোর্ট চেক
ভিসা তৈরি করার পূর্বে অবশ্যই মেডিকেল রিপোর্ট তৈরি করতে হয়। আর এ রিপোর্ট তৈরি করতে অবশ্যই শহরের বিভিন্ন হসপিটালে যাতায়াত করতে হয়। এবং হসপিটাল থেকেই মেডিকেল রিপোর্ট চেক করা হয়।
তবে আপনি বাড়িতে বসেই কাতার মেডিকেল রিপোর্ট চেক করতে পারেন। এক্ষেত্রে রক্ত পরীক্ষা, প্রস্রাব পরীক্ষা, এক্স-রে, ইসিজি, সিটি স্ক্যান এর সম্মিলিত পরীক্ষার মাধ্যমে মেডিকেল রিপোর্ট তৈরি করা হয়।
তাই এ সকল পরীক্ষার ফলাফল চেক করুন আপনার হাতে থাকা মোবাইলে ফোনের মাধ্যমে। তাই কাতার মেডিকেল রিপোর্ট চেক করতে (https://qatarmedicalcenter.com/status-check) এই সাইটে প্রবেশ করুন।
কাতার মেডিকেল রিপোর্ট চেক করার নিয়ম 2024
যেভাবে মাত্র ২ মিনিটে কাতার মেডিকেল রিপোর্ট চেক করবেন তা হচ্ছেঃ
- ভিজিট করুন এই ওয়েবসাইটে ( qatarmedicalcenter.com/status-check )
- তারপর প্রথমে আপনার ভিসা নম্বর টাইপ করুন
- তৃতীয়ত আপনার পাসপোর্ট নাম্বার সঠিকভাবে বসিয়ে দিন।
- i am not a robot লেখাটিতে ক্লিক করুন।
- সর্বশেষ সাবমিট বাটনে ক্লিক করুন। সাবমিট বাটনে ক্লিক করার পর আপনার ভিসার মেডিকেল রিপোর্ট সংক্রান্ত বিভিন্ন তথ্য জানতে পারবেন।
পাসপোর্ট নাম্বার দিয়ে মেডিকেল রিপোর্ট চেক
কয়েকভাবে মেডিকেল রিপোর্ট চেক করা যায়। আপনি চাইলে পাসপোর্ট নাম্বার দিয়েও আরো একটি পদ্ধতিতে কাতারের মেডিকেল রিপোর্ট চেক করতে পারেন। যেভাবে দ্বিতীয় পদ্ধতিতে পাসপোর্ট নাম্বার দিয়ে কাতার মেডিকেল রিপোর্ট চেক করবেন তা হচ্ছেঃ
- এই সাইটে ভিজিট করুনঃ ( https://www.qatarvisacenter.com/ )
- প্রবেশ করার পর নিচের দেওয়া ছবির মত দেখতে পারবেন। এবং সেখানে সিলেক্ট ইওর ল্যাঙ্গুয়েজ এ ক্লিক করে ইংলিশ অথবা যে কোন ভাষা নির্বাচন করতে পারেন।
- তারপর আপনি কোন দেশের নাগরিক তা নিচের দেওয়া ছবিটি লক্ষ্য করে নির্বাচন করুন। বাংলাদেশ হলে বাংলাদেশ আর ভারত হলে ভারত।
- তারপর নিচের দেওয়া ছবিটি দেখতে পারবেন। বাংলাতে হলে ‘অ্যাপয়েন্টমেন্ট অনুসরণ করুন’ লেখা থাকবে। আর ইংলিশে হলে নিচের দেওয়া লাল বক্সের লেখাটি লক্ষ্য করুন। অতঃপর সেখানে ক্লিক করুন।
- তারপর আপনার পাসপোর্ট নাম্বার, আপনার ভিসা নাম্বার, তারপর একটি ক্যাপচা দেখে দেখে ডান পাশের ফাঁকা ঘরটি পূরণ করুন। অর্থাৎ যেখানে ইন্টার ক্যাপচা লেখা রয়েছে সেটি পূরণ করুন। সর্বশেষ সাবমিট বাটনে ক্লিক করুন। আশা করা যায় পরবর্তীতে আপনার মেডিকেল রিপোর্টের সম্পূর্ণ তথ্য দেখতে পাবেন।
কাতার মেডিকেল রিপোর্ট কতদিন পর পাওয়া যায়
সাধারণত ০৭ থেকে ১০ দিনের মধ্যে কাতারের মেডিকেল রিপোর্ট পাওয়া যায়। তবে কিছু কিছু পরীক্ষা নতুন ভাবে করার প্রয়োজন হয়। এ ক্ষেত্রে কাতারের মেডিকেল রিপোর্ট পেতে কিছুটা সময় লাগতে পারে।
কাতার মেডিকেল করতে কত টাকা লাগে 2024
সাধারণ ভাবে যেহেতু মেডিকেল রিপোর্ট তৈরি করতে অনেকগুলো টেস্ট বা পরীক্ষা করতে হয়। এক্ষেত্রে হাসপাতাল বা রোগীর অবস্থা অনুযায়ী কত টাকা খরচ হবে তা নির্ভর করে।
অর্থাৎ কাতারের মেডিকেল করতে অনলাইনে প্রায় ৩০০০ থেকে ৩৩০০ টাকা লাগে। তবে বিভিন্ন ধরনের দালাল বা অন্য কারো সাহায্য নিলে এই খরচ এর থেকেও বেশি হতে পারে। অর্থাৎ কারো কারো ক্ষেত্রে মেডিকেল করতে ০৯ হাজার থেকে ১০ হাজার টাকা খরচ হতে পারে।
কারো সাহায্য ছাড়া নিজে নিজে অনলাইনে কাতারের মেডিকেল রিপোর্ট চেক করুন। তবে অবশ্যই ভিসা তৈরি করতে পরিচিত দালাল বা কারো সাহায্য নেই। না হলে ভিসা তৈরি সহ মেডিকেল রিপোর্ট তৈরিতে অনেক বেশি টাকা খরচ হতে পারে।