যেকোনো দেশে যাওয়ার পূর্বে ভিসা আবেদন করতে হয়। এবং ভিসা আবেদন করার পর দীর্ঘদিন ভিসার জন্য অপেক্ষা করতে হয়। আবার এই ভিসা সঠিকভাবে তৈরি হয়েছে কিনা তা বিভিন্ন দালাল বা এজেন্সির কাছ থেকে জেনে নিতে হয়।
কিন্তু বর্তমান অনলাইনে মাত্র ২ মিনিটে পাসপোর্ট নাম্বার দিয়ে যেকোনো দেশের ভিসা চেক করা যায়। এবং এই ভিসা বৈধ নাকি অবৈধ সে সম্পর্কে বিস্তারিতও খুব সহজে জেনে নেওয়া যায়। এক্ষেত্রে কারো সাহায্য নিতে হয় না। তাই কিভাবে পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি ভিসা চেক করবেন তার বিস্তারিত প্রক্রিয়া দেখে নিন।
পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি ভিসা চেক
সৌদি ভিসা চেক করার জন্য এই লিংক https://visa.mofa.gov.sa/VisaPerson/GetApplicantData বা অফিসিয়াল ওয়েভ সাইটে ভিজিট করতে হবে। তারপর পুরো সাইটটি বুঝার সুবিধার্থে ইংলিশ মেনুতে ক্লিক করে নিতে হবে। তারপর আপনার পাসপোর্ট নাম্বার, জাতীয়তা, ভিসার ধরণ সঠিক ভাবে নির্বাচন করতে হবে।
তারপর ক্যাপচা কোড পূরণ করে সার্চ বাটনে ক্লিক করতে হবে। ভিসা তৈরি হলে ভিসা স্ট্যাটাস দেখতে পারবেন। আর এই কাজ মাত্র ২ মিনিটে হাতে থাকা মোবাইল কিংবা কম্পিউটার দিয়ে সৌদি আরবের যেকোনো ভিসা যাচাই করতে পারবেন।
নতুন নিয়মে সৌদি ভিসা চেক ২০২৪
সৌদি আরবের হজ্জের ভিসা, যেকোনো ক্যাটেগরির কাজের ভিসা চেক করার জন্য সৌদি আরবের একটি অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে। এবং তাদের অফিসিয়াল ওয়েভ সাইটে ভিজিট করে হজ্জের ভিসা, ট্যুরিস্ট ভিসা, ওয়ার্ক পারমিট ভিসা চেক করতে পারবেন।
আর অনলাইনে নতুন নিয়মে এই ভিসা চেক করার দ্বারা জালিয়াতি কিংবা ভিসা তৈরি হয়েছে কিনা তা খুব সহজে বের করা যায়। তবে অবশ্যই বৈধ পাসপোর্ট লাগবে। অতএব নতুন নিয়মে সৌদি ভিসা চেক করার জন্য https://visa.mofa.gov.sa/VisaPerson/GetApplicantData এই লিংকে প্রবেশ করুন।
সৌদি আরব ভিসা চেক অনলাইন বাংলাদেশ
বাংলাদেশ থেকে সৌদি আরব যেতে হলে অবশ্যই ভিসা নিয়ে সৌদি আরব যেতে হবে। আর সৌদি আরবের ভিসা তৈরির জন্য আবেদন করার পর ভিসা চেক করা অতি জরুরী। অনেক বাংলাদেশী নাগরিক প্রতারিত হয়ে থাকে।
তাই সঠিকভাবে সৌদি আরবের ভিসা তৈরি হয়েছে কিনা ভিসা চেকিং অনেক গুরুত্বপূর্ণ। ভিসা চেকিং এর মাধ্যমে ভিসার মেয়াদ, ভিসার ধরন, কোম্পানির নাম সহ আপনার বিভিন্ন তথ্য চেক করতে পারবেন।
সৌদি আরব ভিসা চেক করার নিয়ম
পাসপোর্ট নাম্বার, জাতীয়তা, ভিসা ইস্যু অথরিটি সঠিক তথ্য প্রদান করার মাধ্যমে সৌদি আরবের ভিসা চেক করতে পারবেন। কিভাবে সৌদি আরব ভিসা চেক করবেন তা বিস্তারিত নিয়ম জেনে নিন।
ধাপ ১ঃ সৌদি ভিসা চেকিং ওয়েবসাইটে যান
মোবাইল অথবা ল্যাপটপ, কম্পিউটারের মাধ্যমে এই ওয়েবসাইটে ভিজিট করুন। https://visa.mofa.gov.sa/VisaPerson/GetApplicantData
ধাপ ২ঃ ওয়েবসাইটটি ইংরেজি ভাষায় অনুবাদ
প্রথমত ওয়েবসাইটে প্রবেশ করার পর সৌদি আরবের ভাষা থাকবে। যা ভিসা চেক করার প্রক্রিয়ায় কিছুটা সমস্যা হতে পারে। তাই বুঝার সুবিধার্থে উপরের ছবিতে উল্লেখ করা লাল বক্স টিতে ক্লিক করে ইংরেজি ভাষায় করে নিন।
ধাপ ৩ঃ প্রয়োজনীয় তথ্য প্রদান করুন
তারপর নিচের ছবিটির মতো এই ধাপে বিভিন্ন অপশন দেখতে পারবেন। যেখানে Passport Number, Visa Type, Current Nationality= Bangladesh, Visa Issuing Authority= Dhaka, এবং Image Code সঠিক ভাবে বসিয়ে দিন।
ধাপ ৪ঃ সার্চ এবং ভিসা চেকিং
উপরে ধাপে সকল তথ্য সঠিকভাবে প্রদান করার পর নিচের দেওয়া ছবিটির মতো কর্নারের লাল বক্স এর সার্চ অপশনে ক্লিক করুন।
ধাপ ৫ঃ আপনার ভিসা তথ্য দেখুন
সর্বশেষ সার্চ অপশনে ক্লিক করার পর আপনার ভিসা সম্পর্কিত যাবতীয় তথ্য দেখতে পারবেন। যদি ভিসা প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে থাকে তাহলে ভিসার ডিটেলস আপনার সামনে চলে আসবে। তারপর আপনার ভিসা তথ্য সঠিক আছে কিনা তার যাচাই বাছাই করুন। কোন কোম্পানির ভিসা তৈরি করছেন তা ভালোভাবে লক্ষ্য করুন।
ভিসা চেক করা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। তাই কোন দালালের কাছে ভিসা চেক করার বিষয়টি অবগত না করে নিজে নিজে আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি ভিসা চেক করে নিন। এতে করে প্রতারণা থেকে পূর্বেই সাবধান হতে পারবেন। ধন্যবাদ