ভারত দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ একটি রাষ্ট্র। ভারত বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র হওয়ায় প্রতিনিয়ত উন্নত চিকিৎসা, উচ্চশিক্ষা ও ভ্রমণের জন্য বাংলাদেশ থেকে ভারত অসংখ্য মানুষ যাতায়াত করে থাকে।
এ ছাড়া বিভিন্ন দেশের দূতাবাস বাংলাদেশে না থাকায় ভিসার আবেদন করার জন্য ইন্ডিয়া যেতে হয়। বৈধ ভাবে ইন্ডিয়া অবস্থানের জন্য অবশ্যই একটি বৈধ ইন্ডিয়ান ভিসা থাকতে হবে।
বাংলাদেশের অনেক অসাধু দালাল ও এজেন্সি কর্মকর্তা নকল ভিসা তৈরি করে থাকে। যার ফলে ভিসা আবেদনের পর ভিসার বৈধতা চেক করতে হয়।
বর্তমানে অনলাইনের মাধ্যমে পাসপোর্ট নাম্বার দিয়ে ইন্ডিয়ান ভিসা চেক করা যায়। এছাড়া অফলাইনে ভিসা অফিসে সরাসরি উপস্থিত হয়ে ইন্ডিয়ান ভিসা চেক করা যায়।
পাসপোর্ট নাম্বার দিয়ে ইন্ডিয়ান ভিসা চেক
অনলাইনের মাধ্যমে পাসপোর্ট নাম্বার দিয়ে ইন্ডিয়ান ভিসা চেক করার জন্য সর্বপ্রথম একটি স্মার্টফোনে ইন্টারনেট সংযোগ দিয়ে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে।
অতঃপর সার্চ অপশনে https://indianvisaonline.gov.in/visa লিখে সার্চ করলে একটি পেজ ওপেন হবে। উক্ত পেজের নিচে Visa Enquiry পেজ ওপেন করতে হবে এবং ১২ সংখ্যার Application Id বসাতে হবে।
অ্যাপ্লিকেশন আইডি বসানোর পরে Passport No বক্সে পাসপোর্ট নাম্বার বসিয়ে চেক স্ট্যাটাস বাটনে ক্লিক করলে ভিসার সকল তথ্য প্রদর্শিত হবে।
ইন্ডিয়ান ভিসা চেক করার নিয়ম
পাসপোর্ট নাম্বার ছাড়াও ইন্ডিয়ান ভিসা চেক করা যায়। এক্ষেত্রে সর্বপ্রথম একটি স্মার্টফোনে ইন্টারনেট সংযোগ দিয়ে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে।
অতঃপর আজ বক্সে https://www.passtrack.net/index.php লিখে সার্চ করলে একটি পেজ ওপেন হবে। উক্ত পেজের Tracking অপশন থেকে ভিসার ক্যাটাগরি নির্বাচন করতে হবে।
ক্যাটাগরি নির্বাচন করে ডেলিভারি স্লিপে থাকা ১২ সংখ্যার ওয়েব ফাইল নাম্বার বসিয়ে Please type below code সঠিক ভাবে পূরণ করে সাবমিট বাটনে ক্লিক করলে ভিসার সকল তথ্য প্রদর্শিত হবে।
ইন্ডিয়ান ভিসা করতে কি কি লাগে
ইন্ডিয়ান ভিসা আবেদনের ক্ষেত্রে কিছু কাগজপত্র জমা দিতে হয়। ভিসার ক্যাটাগরি অনুযায়ী ভিসা আবেদনের এই কাগজপত্র পরিবর্তিত হতে পারে।
- জাতীয় পরিচয় পত্র অথবা অনলাইন জন্ম নিবন্ধন সনদের ফটোকপি।
- নূন্যতম ছয় মাস মেয়াদী বৈধ পাসপোর্ট।
- আবেদনকারীর সদ্য তোলা সাদা ব্যাকগ্রাউন্ডের রঙিন ছবি।
- ভিসা আবেদন ফরম ও মেডিকেল রিপোর্ট ইত্যাদি।
ইন্ডিয়ান ভিসা পেতে কতদিন সময় লাগে
ইন্ডিয়ান ভিসা প্রসেসিং এর সময় ভিসার ক্যাটাগরির উপর নির্ভর করে। যেমন ইন্ডিয়ান টুরিস্ট ভিসা পেতে মাত্র ৭ দিন থেকে ১৫ দিন সময় লাগে।
অপর দিকে চিকিৎসার মত ইমারজেন্সি প্রয়োজনে ইন্ডিয়ান ভিসার আবেদন করলে মাত্র ৩ দিন থেকে ৭ দিনের মধ্যে ভিসা তৈরি করা যায়।
ভিসা তৈরির কাগজপত্র সঠিক ভাবে প্রদান করলে ৩ দিন থেকে ১৫ দিনের মধ্যে ভিসা তৈরি হয়ে যায়। তবে কাগজপত্র সঠিক না থাকলে ভিসা তৈরির ক্ষেত্রে সর্বোচ্চ ১ মাস সময় লাগতে পারে।
শেষ কথা
পাসপোর্ট নাম্বার দিয়ে ইন্ডিয়ান ভিসা চেক করার নিয়ম পূর্বের তুলনায় অনেকটা সহজ করা হয়েছে। বর্তমানে অল্প খরচে ইন্ডিয়ান ভিসা তৈরি করা যায়। তবে অনেক অসাধু দালাল ও এজেন্সি কর্মকর্তা সিন্ডিকেটের মাধ্যমে ভিসা তৈরির খরচ বৃদ্ধি করছে। এ সকল অসাধু দালাল ও কর্মকর্তা থেকে সর্বদা সতর্ক থাকতে হবে। ধন্যবাদ।