একজন নাগরিকের জন্য পাসপোর্ট এর গুরুত্ব অপরিসীম। এটি একটি সাধারণ কাগজ হলেও নিজ দেশের গণ্ডি পড়িয়ে আন্তর্জাতিক পর্যায় ভ্রমণ করতে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা বিভিন্ন উদ্দেশ্যে ও বিভিন্ন মেয়াদের পাসপোর্ট তৈরি করে থাকি।
তবে বৈধ পাসপোর্ট তৈরি করার জন্য সর্বপ্রথম আবেদন করতে হয়। যেহেতু আন্তর্জাতিক ভ্রমণের জন্য পাসপোর্ট অনেকটা গুরুত্বপূর্ণ। তাই পাসপোর্টটি সঠিকভাবে তৈরি হয়েছে কিনা এবং পাসপোর্টটি বৈধ কিনা তা জানা অনেকটা গুরুত্বপূর্ণ।
তবে এই পাসপোর্ট এর বৈধতা জানার জন্য বেশ নিয়ম এবং পদ্ধতি রয়েছে। যা প্রত্যেকের জেনে রাখা উচিত। বিশেষ করে যারা নতুন পাসপোর্ট এর জন্য আবেদন করছেন। তাদের নতুন পাসপোর্ট চেক করার নিয়ম সম্পর্কে বিস্তারিত পদ্ধতি জানা উচিত।
নতুন পাসপোর্ট চেক করার নিয়ম
আন্তর্জাতিক ভ্রমণের ক্ষেত্রে পাসপোর্ট হল নিজ দেশের একটি সরকারি নথি। যা একজন নাগরিকের পরিচয় এবং জাতীয়তা প্রমাণ নিশ্চিত করে। তবে পাসপোর্ট এর জালিয়াতি এবং বৈধতা চেক করার জন্য পাসপোর্ট চেকিং গুরুত্বপূর্ণ।
বিভিন্ন পদ্ধতি ও প্রক্রিয়ায় পাসপোর্ট চেক করা যায়। অনলাইনের মাধ্যমে অথবা মোবাইলে এসএমএস এর মাধ্যমে আপনি আপনার পাসপোর্ট চেক করতে পারেন। তবে নতুন পাসপোর্ট চেক করার নিয়ম সঠিক জানতে হবে। যেভাবে চেক করবেনঃ
- সর্বপ্রথম এই e-Passport Portal সাইটে প্রবেশ করতে হবে।
- তারপর পাসপোর্ট চেক করার জন্য Online Registration ID (OID) অথবা Passport Application ID প্রদান করতে হবে।
- সর্বশেষ গুরুত্বপূর্ণ সঠিক জন্ম তারিখ দিতে হবে।
- তারপর i am human লেখাটির ফাঁকা ঘরে ক্লিক করতে হবে।
- সব শেষে Check বাটনে ক্লিক করতে হবে।
অতঃপর আপনার পাসপোর্ট আবেদন করার পর পাসপোর্ট আবেদনের সর্বশেষ অবস্থা সম্পর্কে নিচে জানতে পারবেন ও দেখতে পারবেন।
পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক
পাসপোর্ট আবেদন করার পর পাসপোর্ট হাতে পেলে অবশ্যই তা যাচাই করা উচিত। কারণ পাসপোর্টটি অবৈধ অথবা নকল হতে পারে। তাই পাসপোর্ট যাচাই করতে আপনার পাসপোর্ট নাম্বার টিই ব্যবহার করতে পারেন।
এক্ষেত্রে যদি পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক করার পর আপনার ব্যক্তিগত তথ্য আসে তাহলে আপনার পাসপোর্ট নাম্বারটি সঠিক। আর কোন তথ্য না আসলে সেটা অবৈধ এবং নকল পাসপোর্ট। যেভাবে চেক করবেন তা হচ্ছেঃ
- সর্বপ্রথম ভিজিট করুন এই লিংকেঃ passport.gov.bd
- তারপর APPLICATION STATUS এ ক্লিক করুন। অথবা সরাসরি এই লিংকে ক্লিক করুন।
- তারপর আপনার ডেলিভারি স্লিপে থাকা Enrolment ID ও Date of Birth লিখে ক্যাপচা কোড পূরণ করুন।
- সর্বশেষ Search বাটনে ক্লিক করলে আপনার পাসপোর্ট সম্পর্কিত বিভিন্ন তথ্য দেখতে পারেন।
আবার আপনি যদি BMET রেজিস্ট্রেশন করে থাকেন। তাহলে সরাসরি এই লিঙ্কে প্রবেশ করুন। এবং আপনার কাছে থাকা পাসপোর্ট নাম্বার এবং জন্ম তারিখ প্রদান করুন।
অতঃপর FIND অপশনে ক্লিক করুন।
ই পাসপোর্ট চেক করার নিয়ম
আর পাসপোর্ট আবেদন করার পর নতুন পাসপোর্ট হাতে পাওয়ার পূর্বে আপনার ডেলিভারি টিপে থাকা অ্যাপ্লিকেশন আইডি ও জন্ম তারিখ দিয়ে এই পাসপোর্ট চেক করতে পারবেন।
এই ই-পাসপোর্ট চেক করার জন্য কোন রকম কারোর সাহায্যের প্রয়োজন হয় না। এই পোস্টে উল্লেখ করা সকল নিয়ম দেখলে নিজে নিজেই ই-পাসপোর্ট চেক করতে পারবেন।
যেমন এসএমএস এর মাধ্যমে পাসপোর্ট চেক করতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে START <space> EPP <space> Application-ID টাইপ করে পাঠিয়ে দিন 16445 নাম্বারে।
আবার অনলাইনের মাধ্যমে পাসপোর্ট চেক করতে e-Passport Portal লিংকে প্রবেশ করে অ্যাপ্লিকেশন আইডি ও ডেট অফ বার্থ লিখে। সর্বশেষ চেক বাটনে ক্লিক করতে হবে।
পাসপোর্ট হয়েছে কিনা চেক
আপনি অনলাইনে অথবা পাসপোর্ট অফিসে গিয়ে পাসপোর্ট আবেদন করেছেন। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে পাসপোর্টটি হাতে পাননি। এক্ষেত্রে আপনার পাসপোর্ট হয়েছে কিনা তা কিভাবে চেক করবেন তা নিচে উল্লেখ করা হলোঃ
- এক্ষেত্রে পূর্বের মতো সর্বপ্রথম e-Passport Portal এই লিংকে প্রবেশ করুন।
- আপনার ডেলিভারি স্লিপে থাকা এপ্লিকেশন আইডি নাম্বার প্রদান করুন।
- সর্বশেষ জন্ম তারিখ টাইপ করে Check বাটনে ক্লিক করুন।
অতঃপর পাসপোর্ট হয়ে থাকলে নিচে আপনার পাসপোর্ট সম্পর্কিত বিস্তারিত তথ্য দেখতে পারবেন।
শেষ কথা
যেকোনো পাসপোর্ট এর বৈধতা চেক করা অনেকটা গুরুত্বপূর্ণ। না হলে খুবই গুরুত্বপূর্ণ সময়ে আপনি পাসপোর্ট নিয়ে বিপদে পড়তে পারেন। তাই সতর্কতার ক্ষেত্রে পাসপোর্ট চেক করুন এবং নতুন পাসপোর্ট চেক করার নিয়ম জানুন। ধন্যবাদ