তিনটি ঐক্যবদ্ধ প্রদেশ এবং ১৩ টি রাজ্য নিয়ে নিয়ে গঠিত দক্ষিণপূর্ব এশিয়ার একটি দেশ মালয়েশিয়া। বাংলাদেশের থেকে মালয়েশিয়া অনেক উন্নত একটি রাষ্ট্র। তাই বাংলাদেশের বেশিরভাগ নাগরিক কাজের উদ্দেশ্যে মালয়েশিয়া পৌঁছে থাকেন।
আর মালয়েশিয়া যাওয়ার পূর্বে অবশ্যই প্রত্যেক ব্যক্তিকে ভিসা তৈরি করতে হয়। আর ভিসা তৈরি হওয়ার পূর্ব শর্ত হচ্ছে মেডিকেল রিপোর্ট। অর্থাৎ মালয়েশিয়া সহ বিশ্বের যে কোন দেশের ভিসা পেতে হলে অবশ্যই আপনাকে মেডিকেল চেকআপ করতে হবে।
তো বর্তমান আধুনিকতার যুগে যেকোনো ব্যক্তির মেডিকেল রিপোর্ট অনলাইনে মাধ্যমে চেক করা যায়। যা পূর্বে হাসপাতালে উপস্থিত থেকে মেডিকেল রিপোর্ট চেক করতে হতো। কিন্তু বর্তমানে ঘরে বসেই মালয়েশিয়া সহ যে কোন দেশের মেডিকেল রিপোর্ট চেক করতে পারবেন।
মালয়েশিয়া মেডিকেল রিপোর্ট চেক
মালয়েশিয়ার যে কোন ক্যাটাগরির ভিসা পাওয়ার পূর্বে একটি মেডিকেল রিপোর্ট করা হয়। যার মাধ্যমে আপনি মালেশিয়া যেতে যোগ্য কিনা অর্থাৎ ফিজিক্যালি সুস্থ আছেন কিনা তা চেক করা হয়। তবে অনেকেই মেডিকেল করার পর রিপোর্ট চেক করতে বিলম্বনায় পড়ে যান।
এক্ষেত্রে মালয়েশিয়া মেডিকেল রিপোর্ট অনলাইনের মাধ্যমেই চেক করা যায়। মালয়েশিয়া মেডিকেল রিপোর্ট চেক করতে কয়েকটি পন্থা অবলম্বন করতে হয়। তবে জেনে রাখুন, মালয়েশিয়া অবশ্যই মেডিকেল রিপোর্ট চেক করতে আপনার পাসপোর্ট নাম্বার লাগবে।
মালয়েশিয়া মেডিকেল রিপোর্ট চেক অনলাইন
বিদেশে যাওয়ার পূর্বে একজন মানুষের শারীরিক কোন প্রতিবন্ধকতা আছে কিনা তা নির্ণয়ের একমাত্র পন্থা হচ্ছে মেডিকেল রিপোর্ট।
আর অনলাইনের মাধ্যমে ঘরে বসে স্মার্ট ফোন বা ল্যাপটপের সাহায্যে মালেশিয়ার মেডিকেল রিপোর্ট চেক করা যায়। তাই (https://eservices.imi.gov.my/myimms/FomemaStatus) এই সাইটে প্রবেশ করুন।
অতএব যথারীতি আপনার পাসপোর্ট নাম্বার এবং আপনি কোন দেশের নাগরিক তা নির্বাচন করে মেডিকেলে ফিট না আনফিট তার জেনে নিন।
মালয়েশিয়া মেডিকেল রিপোর্ট চেক করার পদ্ধতি 2024
কয়েকটি পদ্ধতিতে মালয়েশিয়ার মেডিকেল রিপোর্ট চেক করতে পারেন। যেমন মেডিকেল রিপোর্ট চেক করার জন্য মালয়েশিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
তারপর আপনার পাসপোর্ট নাম্বার নির্ধারিত ফাঁকা স্থানে উল্লেখ করতে হবে। তারপর আপনি কোন দেশে নাগরিকতা নির্বাচন করতে হবে। সর্বশেষ Carian ক্লিক করে দেখতে পারবেন মেডিকেল রিপোর্ট এর ফলাফল।
পাসপোর্ট নাম্বার দিয়ে মেডিকেল রিপোর্ট চেক
যে কোন দেশের জন্য ভিসা তৈরি করার প্রথম পূর্ব শর্ত হচ্ছে একটি বৈধ পাসপোর্ট। কোন দেশের ভিসা তৈরি করার জন্য নূন্যতম ৬ মাস মেয়াদী বৈধ একটি পাসপোর্ট থাকতে হবে। এবং এ পাসপোর্ট দিয়ে ভিসা তৈরি করতে পারবেন।
এমনকি এইট পাসপোর্ট বা পাসপোর্ট নাম্বার দিয়ে মেডিকেল রিপোর্ট এর ফলাফল জানতে পারবেন। তবে কিভাবে পাসপোর্ট নাম্বার দিয়ে মেডিকেল রিপোর্ট চেক করবেন তা নিচে দুটি ধাপে দেখানো হলোঃ
প্রথম ধাপঃ
স্মার্টফোন বা ল্যাপটপের মাধ্যমে মালেশিয়ার এই অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছেঃ (https://eservices.imi.gov.my/myimms/FomemaStatus)। প্রবেশ করার পর নিচের দেওয়া ছবিটির মত একটি দৃশ্য দেখতে পারবেন।
দ্বিতীয় ধাপঃ
এক নম্বর ফাঁকা করে আপনার বৈধ পাসপোর্ট এর নাম্বার সঠিক ভাবে বসাতে হবে। দ্বিতীয় ফাঁকা করে আপনি বাংলাদেশী নাগরিক হলে তা বাংলাদেশ নির্বাচন করতে হবে। তারপর উপরের ছবির মত তৃতীয় নাম্বার বক্সের Carian ক্লিক লেখায় ক্লিক করতে হবে। অতঃপর আপনার ফলাফল দেখতে পারবেন।
যদি মেডিকেলে ফিট হয়ে থাকেন তাহলে একদম ডানপাশে FIT লেখা থাকবে। আর যদি মেডিকেলে পাস না করে থাকেন এক্ষেত্রে আনফিট লেখা থাকবে। তাই তাড়াহুড়ো না করে অনলাইনে মাধ্যমে সহজেই আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে মালয়েশিয়ার মেডিকেল রিপোর্ট চেক করুন। ধন্যবাদ
1 thought on “মালয়েশিয়া মেডিকেল রিপোর্ট চেক ২০২৪”