লুক্সেমবার্গ যাওয়ার উপায়

লুক্সেমবার্গ পশ্চিম ইউরোপের একটি স্থলবেষ্টিত রাষ্ট্র। দেশটির রাজধানী হলো লুক্সেমবুর্গ শহর যা ইউরোপীয় ইউনিয়নের অফিসিয়াল রাজধানী গুলোর মধ্যে একটি।

প্রতিনিয়ত অসংখ্য বাংলাদেশী নাগরিক লুক্সেমবার্গ জীবিকার উদ্দেশ্যে যাওয়ার জন্য সরকারি এবং বেসরকারি ভাবে ভিসা তৈরি করে আসছে। বর্তমানে লুক্সেমবার্গ বিভিন্ন ক্যাটাগরির ভিসা পাওয়া যায়।

বৈধ ভাবে লুক্সেমবার্গ যাওয়ার উপায় হলো বৈধ ভিসা। লুক্সেমবার্গ ভিসা পাওয়ার ক্ষেত্রে সর্বপ্রথম ভিসার জন্য আবেদন করতে হবে।

বাংলাদেশ থেকে ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত রাষ্ট্রগুলোর ভিসা পাওয়া তুলনামূলক কঠিন। তবে সরকারি ভাবে ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত রাষ্ট্রের ভিসা সহজে পাওয়া যায়।

লুক্সেমবার্গ যাওয়ার উপায়

সরকারি ভাবে বোয়েসেলের মাধ্যমে কাজের উদ্দেশ্যে লুক্সেমবার্গ যাওয়া যায়। তবে অবশ্যই লুক্সেমবার্গ ওয়ার্ক পারমিট ভিসা থাকতে হবে।

ইউরোপে অবস্থিত বাংলাদেশি এজেন্সির মাধ্যমে ওয়ার্ক পারমিট ভিসা পাওয়া যায়। এছাড়া আপনার পরিচিত কোন ব্যক্তি লুক্সেমবার্গ থাকলে উক্ত ব্যক্তির সাহায্যে সহজে ওয়ার্ক পারমিট ভিসা তৈরি করতে পারবেন।

লুক্সেমবার্গ ভিসা আবেদনের নিয়ম

বর্তমানে লুক্সেমবার্গ ভিসার জন্য অনলাইনে আবেদন করা যায়। অনলাইনে আবেদনের পাশাপাশি অল্প সময়ে ঘরে বসে আবেদন ফি পরিশোধ করা যায়।

অনলাইনে আবেদনের ক্ষেত্রে লুক্সেমবার্গ ভিসা অফিসের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে আবেদন ফি পরিশোধ এবং প্রয়োজনীয় সকল তথ্য প্রদান করার মাধ্যমে ভিসার আবেদন সম্পন্ন করতে হবে।

লুক্সেমবার্গ বেতন কত

কাজের ধরনের উপর ভিত্তি করে লুক্সেমবার্গ বেতন নির্ধারণ করা হয়ে থাকে। লুক্সেমবার্গ একজন শ্রমিক প্রতি মাসে সর্বনিম্ন প্রায় ১২০০ ইউরো বেতন পেয়ে থাকে। যা বাংলা টাকায় প্রায় ১ লাখ ৫২ হাজার টাকা।

এছাড়া একজন শ্রমিকের দক্ষতা যোগ্যতা এবং অভিজ্ঞতার উপর ভিত্তি করে বেতন কম বেশি হয়ে থাকে। একজন অভিজ্ঞ শ্রমিকের ন্যূনতম বেতন প্রায় ১৫০০ ইউরো অর্থাৎ ১ লাখ ৯০ হাজার টাকা পর্যন্ত হতে পারে।

লুক্সেমবার্গ ভিসার দাম কত টাকা

ভিসার ক্যাটাগরি অনুযায়ী লুক্সেমবার্গ ভিসার দাম নির্ধারণ হয়ে থাকে। এছাড়া সরকারি এবং বেসরকারি ভাবে ভিসা তৈরীর খরচ আলাদা হয়ে থাকে।

সরকারি ভাবে লুক্সেমবার্গ ভিসা তৈরি করতে ন্যূনতম প্রায় ৬ লাখ টাকা থেকে ৭ লাখ টাকা এবং বেসরকারিভাবে লুক্সেমবার্গ ভিসা তৈরি করতে ন্যূনতম প্রায় ৮ লাখ টাকা থেকে ৯ লাখ টাকা পর্যন্ত খরচ হতে পারে।

লুক্সেমবার্গ যেতে কত টাকা লাগে

সরকারি ভাবে লুক্সেমবার্গ যাওয়ার খরচ বেসরকারি ভাবে যাওয়ার তুলনায় কম হয়ে থাকে। সরকারি ভাবে লুক্সেমবার্গ যেতে প্রায় ৮ লাখ টাকা থেকে ৯ লাখ টাকা এবং বেসরকারি ভাবে লুক্সেমবার্গ যেতে ন্যূনতম প্রায় ১০ লাখ টাকা থেকে ১২ লাখ টাকা পর্যন্ত খরচ হয়ে থাকে।

লুক্সেমবার্গ যেতে কত সময় লাগে

আকাশ পথে বিমানের সাহায্যে লুক্সেমবার্গ যেতে হয়। বাংলাদেশ থেকে লুক্সেমবার্গ পৌঁছাতে ন্যূনতম প্রায় ১৯ ঘন্টা থেকে ২২ ঘন্টা সময় লাগে। তবে বিমানের স্টপেজের উপর ভিত্তি করে লুক্সেমবার্গ পৌঁছাতে প্রায় ১ দিন ২২ ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে।

লুক্সেমবার্গ যেতে কি কাগজপত্র লাগে

ভিসা তৈরির ক্ষেত্রে বিভিন্ন কাগজ পত্রের প্রয়োজন হয়। ভিসার ক্যাটাগরি অনুযায়ী কাগজপত্রে ভিন্নতা দেখা যায়। তবে অধিকাংশ ভিসা তৈরীর ক্ষেত্রে একই কাগজপত্রের প্রয়োজন হয়।

  • ন্যূনতম ছয় মাস মেয়াদী পাসপোর্ট।
  • পাসপোর্ট সাইজের ছবি রঙিন।
  • মেডিকেল রিপোর্ট সার্টিফিকেট
  • পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট
  • অনলাইন জন্ম নিবন্ধন সনদ এবং জাতীয় পরিচয় পত্রের ফটোকপি।
  • শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ( সকল ভিসার ক্ষেত্রে প্রযোজ্য নয়)
  • নিয়োগকর্তার অনুমতি পত্র

এছাড়া ড্রাইভিং ভিসায় যেতে ড্রাইভিং লাইসেন্স এবং স্টুডেন্ট ভিসায় যেতে স্কলারশিপ এবং শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্রের কাগজ জমা দিতে হবে।

শেষ কথা

লুক্সেমবার্গ যাওয়ার উপায় বৈধ ভিসা হলেও অনেক অসাধু দালাল ও এজেন্সি অবৈধ ভাবে লুক্সেমবার্গ যাওয়ার পরামর্শ প্রদান করে থাকে। এক্ষেত্রে তারা কম টাকায় লুক্সেমবার্গ পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে থাকে। এ সকল অসাধু দালাল ও এজেন্সি থেকে সর্বদা সতর্ক থাকতে হবে। ধন্যবাদ।

লেখালেখি করতে ভালো লাগে। সেই ভালো লাগা থেকেই প্রযুক্তির এই যুগে অনলাইনে লেখালেখি করি। আমাদের এই সাইটে ভিসা ও পাসপোর্ট সম্পর্কে সর্বশেষ তথ্য প্রকাশ করে থাকি।

18 thoughts on “লুক্সেমবার্গ যাওয়ার উপায়”

  1. Luxembourg এর ভিসা সেন্টার বাংলাদেশে কোথায়? এর সকল প্রসেস কী বাংলাদেশ থেকে করা যায় নাকি আবার দিল্লী অবস্থিত এম্বাসিতে যেতে হয়?

    Reply
  2. স্যার আমি লুক্সেমবার্গ যেতে চাই।প্লিজহেল্প মি।

    Reply
    • Sier plz help me visa Luxembourg l m laveng Bahrain my form Bangladesh work permit 15yer sier my year 39 now Bahrain sier plz get visa for Luxembourg l like Luxembourg good condition

      Reply

Leave a Comment