ইতালি ভিসা আবেদন লিংক 2024

প্রতিবছর ইতালি সরকার সরকারিভাবে বিভিন্ন দেশ থেকে কর্মী নিয়োগ দিয়ে থাকেন। তবে বাংলাদেশ থেকে সরকারি এবং বেসরকারিভাবে ইতালি খুব সহজে যাওয়া যায়। তবে ইতালির ভিসা প্রসেসিং অন্যান্য দেশের থেকে একটু কঠিন।

তাই বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে ইতালি ভিসা আবেদন এবং ইতালির ভিসা তৈরি করতে হয়। ইতালি পশ্চিম ইউরোপের একটি সংসদীয় রাষ্ট্র। অর্থনৈতিক দিক থেকে ইতালি অনেক বেশি উন্নত হওয়ায় দেশটিতে অনেক কর্মসংস্থানের সুযোগ রয়েছে।

অর্থাৎ যে কোন উদ্দেশ্যে সরকারি এবং বেসরকারিভাবে আপনি বাংলাদেশ থেকে ইতালি যেতে পারবেন। তবে তার পূর্বে কোন একটি ভিসা অনুসন্ধান করে ইতালি ভিসা আবেদন লিংকে আবেদন করতে হবে। তাই সঠিক ইতালি ভিসা আবেদন লিংক টি এই পোস্ট থেকে সংগ্রহ করে আবেদন করুন।

ইতালি ভিসা আবেদন লিংক

বাংলাদেশ থেকে অনেক নাগরিক ইতালি যেতে চান। এবং বিভিন্ন ক্যাটাগরির ভিসার জন্য সর্বপ্রথম আবেদন করতে চান। তবে আবেদন করার জন্য সঠিক ওয়েবসাইট বা ইতালি ভিসা আবেদন লিঙ্ক খুঁজে পান না।

এক্ষেত্রে অনেক দালালের সাহায্য নিয়ে ভুয়া আবেদন লিংকে আবেদন করে থাকেন। যা কখনো সঠিকভাবে ইতালি ভিসার জন্য আবেদন হয় না। তাই সম্পূর্ণ সঠিক ইতালির ভিসা আবেদন লিংকে প্রবেশ করে ইতালি ভিসা আবেদন করুন। ইতালি ভিসা আবেদন লিঙ্কটি হচ্ছেঃ https://visa.vfsglobal.com/bgd/en/ita/apply-visa

ইতালি ভিসা আবেদন ফরম 2024

যে কোন দেশের ভিসার জন্য আবেদন করার পূর্বে একটি ফরম পূরণ করতে হয়। অর্থাৎ ইতালির ভিসার জন্যও একটি আবেদন ফরম পূরণ করতে হয়। যে ফরম সংগ্রহ করতে বিভিন্ন দালাল বা অনলাইনে অনুসরণ করতে হয়।

তবে যারা সঠিক আবেদন ফরমটি অনুসন্ধান করছেন। তারা নিচের দেওয়া লিংকে প্রবেশ করে ইতালির ভিসা আবেদন ফরম টি সংগ্রহ করুন। আবেদন ফরম লিংকটি হচ্ছেঃ https://visa.vfsglobal.com/one-pager/italy/bangladesh/english/pdf/short-term-form-(c-type-less-than-90-days).pdf

আরও দেখুনঃ রোমানিয়া থেকে ইতালি কিভাবে যাওয়া যায়

ইতালি ভিসা আবেদন করার নিয়ম 2024

ভিসা আবেদন প্রক্রিয়ার বিস্তারিত তথ্য সঠিক ভাবে না উল্লেখ করা হলে আবেদন কার্যকর হয় না। এক্ষেত্রে সঠিকভাবে ইতালির ভিসার জন্য আবেদন করতে চলে নিচের নিয়মটি লক্ষ্য করুনঃ

  • ভিসার ধরণ নির্বাচন করুন এবং ইতালির ভিসা আবেদন করার অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করুন। আবেদন লিংকটি হচ্ছেঃ https://visa.vfsglobal.com/bgd/en/ita/apply-visa
  • তারপর এই লিংকে প্রবেশ করার পর ভিসা টাইপস অপশনে ক্লিক করতে হবে।
  • তারপর পাসপোর্ট, ফটো, ভ্রমণ ইতিহাস, আর্থিক সামর্থ্যের প্রমাণ, ভ্রমণের উদ্দেশ্যের প্রমাণ সহ আবেদন ফরমে যাবতীয় তথ্য সঠিকভাবে সাবমিট করুন।
  • সকল প্রয়োজনীয় তথ্য সাবমিট করার পর ফরম জমা দিয়ে ভিসার টাকা পরিশোধ করুন।

ইতালি ভিসা আবেদন করতে কি কি লাগে

যে কোন দেশে ভ্রমণের উদ্দেশ্যে ভিসা তৈরি করতে গেলে অবশ্যই প্রয়োজনীয় বৈধ বিভিন্ন কাগজপত্রের প্রয়োজন হয়। পাসপোর্ট, নিজের ছবি এবং মেডিকেল রিপোর্টসহ প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ অনেক কাগজপত্র বা ডকুমেন্ট এর প্রয়োজন হয়।

এছাড়াও ইতালির ভিসা আবেদন করতে আরো বেশ কিছু প্রয়োজনীয় কাগজপত্রের প্রয়োজন হয় যা নিচে বিস্তারিত উল্লেখ করা হলোঃ

  • আবেদনকারীর ৬ মাস মেয়াদি পাসপোর্ট।(সর্বনিম্ন ৬ মাস মেয়াদী এবং ২ পৃষ্ঠা খালি থাকতে হবে)
  • অনলাইন আবেদন ফরম এর ফটোকপি।
  • জাতীয় পরিচয়পত্র বা অনলাইন জন্ম নিবন্ধন সদন।
  • মেডিকেল রিপোর্ট
  • ইতালি ভিসা এপ্লিকেশন ফর্ম।
  • পাসপোট সাইজের ৪ কপি ছবি।
  • পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট।
  • শিক্ষাগত যোগ্যতা সনদ।
  • আবেদন ফি জমার রশিদ।
  • করোনা টিকা সনদ।
  • স্কিল সার্টিফিকেট।
  • সর্বশেষ ৩ মাসের ব্যাংক স্টেটমেন্টের ফটোকপি।
  • ইংরেজি ভাষা দক্ষতার সার্টিফিকেট

বর্তমানে নিজে নিজেই ইতালি সহ যে কোন দেশের ভিসার জন্য আবেদন করা যায়। কোনরকম দালালের সাহায্য নিতে হয় না। সঠিক আবেদন লিংক এবং সঠিক আবেদন ফরম সংগ্রহ করতে পারলেই নিজে নিজেই আবেদন করা যায়। আশা করি এই পোস্ট থেকে আপনি ইতালি ভিসা আবেদন লিংক সংগ্রহ করতে পেরেছেন।

আরও দেখুনঃ ইতালির টাকার মান কত ২০২৪ 

লেখালেখি করতে ভালো লাগে। সেই ভালো লাগা থেকেই প্রযুক্তির এই যুগে অনলাইনে লেখালেখি করি। আমাদের এই সাইটে ভিসা ও পাসপোর্ট সম্পর্কে সর্বশেষ তথ্য প্রকাশ করে থাকি।

2 thoughts on “ইতালি ভিসা আবেদন লিংক 2024”

  1. I am Masud Rana. I will apply for a work visa in Lookzumpa. It will be very useful if you give me the visa. My family is very weak financially

    Reply

Leave a Comment