ইতালি ভিসা আবেদন ফরম 2024 এর মাধ্যমে ইতালি ভিসার জন্য আবেদন করতে হয়। ইতালি সরকারের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন ফরম সংগ্রহ করা যায়।
প্রতিনিয়ত সরকারি ভাবে ইতালি বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে শ্রমিক নিয়োগ দিয়ে থাকে। ইতালি যাওয়ার জন্য একটি বৈধ ইতালি ভিসা থাকতে হবে।
বর্তমানে সরকারি ভাবে ইতালি ভিসা পাওয়া গেলেও বেসরকারি ভাবে ইতালি ভিসা পাওয়া তুলনামূলক কঠিন। তবে সার্কুলার অনুযায়ী ভিসা আবেদন করলে ভিসা পাওয়ার সম্ভাবনা বেশি হয়ে থাকে।
ইতালি ভিসা আবেদন ফরম 2024
বর্তমানে অনলাইন এবং অফলাইনে ইতালি ভিসা আবেদন ফরম 2024 অনলাইনের মাধ্যমে সংগ্রহ করা যায়। উক্ত আবেদন ফরম যথাযথ তথ্যের মাধ্যমে পূরণ করে জমা দিতে হয়।
এছাড়া অফলাইনে ইতালি সরকারের অনুমোদিত ভিসা অফিস বা এজেন্সি থেকে ইতালি ভিসা আবেদন ফরম সংগ্রহ করে ইতালি ভিসা আবেদন কার্যক্রম পরিচালনা করা যায়।
ইতালি ভিসা আবেদন করার নিয়ম
ইতালি ভিসা আবেদন করার জন্য গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে সার্চ বক্সে https://visa.vfsglobal.com/bgd/en/ita/apply-visa লিখে সার্চ করলে ভিসা অফিসের অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন হবে।
অতঃপর ভিসার ধরনের নির্বাচন করে যাবতীয় সকল তথ্য সঠিক ভাবে পূরণ করতে হবে। সকল তথ্য প্রদান করে সাবমিট অপশনে ক্লিক করে আবেদন ফরম সাবমিট করতে হবে।
অতঃপর ভিসার আবেদন ফরম প্রিন্ট করে আবেদন ফ্রি পরিশোধ করার রশিদ সহ প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে ইতালি ভিসা আবেদন কার্যক্রম সম্পন্ন করতে হবে।
ইতালি ভিসা তৈরি করতে কি কি লাগে
ইতালি ভিসা তৈরি করতে যে সকল কাগজপত্র বা ডকুমেন্টস প্রয়োজন হয় তা ভিসার ক্যাটাগরি অনুযায়ী পরিবর্তিত হয়ে থাকে। যেমন ড্রাইভিং লাইসেন্স শুধুমাত্র ড্রাইভিং ভিসার ক্ষেত্রে প্রয়োজন হয়। এছাড়া-
- ওয়ার্ক পারমিট ভিসার ক্ষেত্রে ন্যূনতম বয়স ১৮ থেকে ২১ বছর হতে হবে।
- আবেদনকারীর ন্যূনতম ছয় মাস মেয়াদী বৈধ পাসপোর্ট থাকতে হবে।
- আবেদনকারীর জাতীয় পরিচয় পত্র অথবা অনলাইন জন্ম নিবন্ধন সনদ থাকতে হবে।
- মেডিকেল রিপোর্ট এবং ইতালি ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম থাকতে হবে।
- পাসপোর্ট সাইজের ৪ কপি ছবি এবং ভিসা আবেদন ফি জমার রশিদ থাকতে হবে।
- এছাড়া ভাষা দক্ষতার সার্টিফিকেট এবং ন্যূনতম তিন মাসের ব্যাংক স্টেটমেন্টের ফটোকপি। ইত্যাদি।
ইতালি ভিসা দাম কত
ইতালি ভিসার দাম ভিসা প্রসেসিং কার্যক্রমের উপর নির্ভর করে কম বেশি হয়ে থাকে। যেমন সরকারি ভাবে ইতালি ভিসা তৈরি করতে সর্বনিম্ন প্রায় ৫ লাখ টাকা থেকে সর্বোচ্চ প্রায় ৬ লাখ টাকা পর্যন্ত খরচ হয়।
অপর দিকে বিভিন্ন বেসরকারি এজেন্সির সাহায্যে ইতালি ভিসা তৈরি করতে সর্বনিম্ন প্রায় ৬ লাখ টাকা থেকে সর্বোচ্চ প্রায় ৮ লাখ টাকা পর্যন্ত খরচ হয়ে থাকে।
তবে এজেন্সিতে পরিচিত লোক থাকলে ভিসা তৈরীর খরচ কিছুটা কম হয়। এক্ষেত্রে সর্বনিম্ন প্রায় ৫ লাখ ৫০ হাজার টাকা থেকে সর্বোচ্চ প্রায় ৭ লাখ ৫০ হাজার টাকা খরচ হয়ে থাকে।
ইতালি বেতন কত
বর্তমানে ইতালি সাধারণ কাজের ক্ষেত্রে ন্যূনতম বেতন সর্বনিম্ন প্রায় ৫০ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ বেতন নূন্যতম প্রায় ৭০ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে।
তবে ইতালি কাজের দক্ষতা থাকলে বেতন বেশি পাওয়া যায়। ইতালিতে একজন দক্ষ শ্রমিক প্রতি মাসে সর্বনিম্ন প্রায় ৬০ হাজার টাকা থেকে সর্বোচ্চ প্রায় ৮০ হাজার টাকা পর্যন্ত বেতন পেয়ে থাকে।
এছাড়া ইতালি ইঞ্জিনিয়ারিং এবং আইটি অর্থাৎ তথ্য প্রযুক্তি সেক্টরে বেতন তুলনামূলক বেশি। এক্ষেত্রে ন্যূনতম বেতন সর্বনিম্ন প্রায় ১ লাখ ২০ হাজার টাকা থেকে ১ লাখ ৮০ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে।
ইতালি ভিসা আবেদন ফরম 2024 এর মাধ্যমে ইতালির ভিসা তৈরি করা যায়। বর্তমানে বাংলাদেশ থেকে ইতালি ভিসা তৈরি করা তুলনামূলক কঠিন। তবে অনেক অসাধ্য দালাল ও এজেন্সি কর্মকর্তা অবৈধ ভাবে ইতালি পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে থাকে। এ সকল অসাধু দালাল ও এজেন্সি কর্মকর্তা থেকে সতর্কতা অবলম্বন করতে হবে। ধন্যবাদ।
আসসালামু আলাইকুম।
আপনার এখানে বিভিন্ন দেশের ভিসার নিয়ম কানুন জানতে পারি।
সঠিক তথ্যের সত্যতা প্রমাণিত হয় আপনার এখানে।।
আপনার মোবাইল নাম্বার দিন
মতামতের জন্য ধন্যবাদ
MD. SALIM
Father- FUZLUL KARIM
MST CHATARA BEGUM
Address- RAM NARAYANPUR.WARD NO-06.CHATKHIL.KALYAN.NAGAR-3870.NOAKHALI
CONTACT- MANJUMA AKHTER
Relationship Address- TNT COLONY AGRABAD.DOUBLE MOORING.CHITTAGONG.BANDARMAIN
POST OFFICE-4100
CHATTOGRA
আপনি বিশ্বস্ত কোন এজেন্সিতে যোগাযোগ করুন।