brta gov bd ড্রাইভিং লাইসেন্স চেক ২০২৪

বর্তমানে ৫ মিনিটের মধ্যে brta gov bd ড্রাইভিং লাইসেন্স চেক করা যায়। বর্তমানে বাংলাদেশের সর্বমোট ৩২ জেলায় বিআরটিএ এর ৮৩ টি প্রশাসনিক কার্যালয় রয়েছে।

এই প্রত্যেকটি প্রশাসনিক কার্যালয়ের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স প্রদান করা হয়। ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য প্রথমে আবেদন করতে হয়।

ড্রাইভিং লাইসেন্স আবেদনকারের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ৮ম শ্রেণী এবং অন্যতম বয়স ১৮ বছর থাকতে হবে। তবে পেশাদার ড্রাইভিং লাইসেন্স এর জন্য বয়স ন্যূনতম ২১ বছর হতে হবে।

আবেদনের পর ড্রাইভিং লাইসেন্স ডেলিভারির জন্য প্রস্তুত হয়েছে কিনা জানার জন্য প্রতিনিয়ত ড্রাইভিং লাইসেন্স চেক করতে হয়। বর্তমানে সর্বমোট ৩ টি পদ্ধতিতে ড্রাইভিং লাইসেন্স চেক করা যায়।

brta gov bd ড্রাইভিং লাইসেন্স চেক

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট (বি আর টি এ) অথরিটির ড্রাইভিং লাইসেন্স প্রদান করার অনুমতি রয়েছে। brta gov bd ড্রাইভিং লাইসেন্স চেক করার কিছু নিয়ম রয়েছে।

brta gov bd ওয়েবসাইটের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স চেক করতে রেফারেন্স নাম্বার অথবা ড্রাইভিং লাইসেন্স নাম্বার এবং জন্ম নিবন্ধনে থাকা জন্ম তারিখ প্রয়োজন হবে।

অনলাইনে ড্রাইভিং লাইসেন্স চেক

অনলাইনে ড্রাইভিং লাইসেন্স চেক করার জন্য সবার আগে একটি স্মার্টফোনে ইন্টারনেট সংযোগ দিতে হবে। এরপর যে কোনো একটি ব্রাউজার ওপেন করে brta gov bd সার্চ করতে হবে।

অতঃপর সবার উপরে বিআরটিএ এর অফিসিয়াল ওয়েবসাইটের লিংকে প্রবেশ করতে হবে। এরপর ড্রাইভিং লাইসেন্স স্ট্যাটাস অপশনে ক্লিক করতে হবে।

অতঃপর একটি বক্স প্রদর্শিত হবে। উক্ত বক্সে রেফারেন্স নাম্বার অথবা ড্রাইভিং লাইসেন্স নাম্বার নির্ভুল ভাবে প্রদান করতে হবে। এরপর নিচের বক্সে জন্ম তারিখ প্রদান করে সাবমিট অপশনে ক্লিক করতে হবে।

মোবাইল নাম্বার দিয়ে ড্রাইভিং লাইসেন্স চেক

বর্তমানে ২ মিনিট থেকে ৫ মিনিটের মধ্যে মোবাইল নাম্বার দিয়ে ড্রাইভিং লাইসেন্স চেক করা যায়। এক্ষেত্রে সর্বপ্রথম মোবাইলের মেসেজ অপশনে যেতে হবে।

অতঃপর ক্যাপিটাল লেটারে অর্থাৎ বড় হাতের অক্ষরে ডি এল (DL) লিখে স্পেস দিয়ে ড্রাইভিং লাইসেন্স নম্বর লিখে ২৬৯৬৯ অথবা 01552146222 নম্বরে এস এম এস পাঠাতে হবে। যেমন-

DL <space> 123456…. Send to 26969/ 01552146222, অতঃপর এস এম এস পাঠানোর কয়েক মিনিট পর পুনরায় এসএমএসের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্সের তথ্য প্রেরণ করা হবে।

রেফারেন্স নাম্বার দিয়ে ড্রাইভিং লাইসেন্স চেক

রেফারেন্স নাম্বার দিয়ে ড্রাইভিং লাইসেন্স চেক করার আরেকটি জনপ্রিয় মাধ্যম হল BRTA DL Checker সফটওয়্যার। সর্বপ্রথম গুগল প্লে স্টোর থেকে BRTA DL Checker অ্যাপসটি ইন্সটল করতে হবে।

এরপর অ্যাপস এ প্রবেশ করলে DL NO./ BRTA Ref. No. এবং Date of Birth নামে দুইটি অপশন পাওয়া যাবে। প্রথম অপশনটিতে রেফারেন্স নাম্বার অথবা ড্রাইভিং লাইসেন্স নাম্বার বসাতে হবে।

অতঃপর দ্বিতীয় অপশনে জন্মতারিখ বসিয়ে সার্চ বাটনে ক্লিক করতে হবে। অল্প কিছু সময় লোডিং নেওয়ার পর লাইসেন্সধারীর ছবি সহ ড্রাইভিং লাইসেন্সের ইন্টারফেস চলে আসবে।

নাম দিয়ে ড্রাইভিং লাইসেন্স চেক

অ্যাপস কিংবা ওয়েবসাইট কোন জায়গায় নাম দিয়ে ড্রাইভিং লাইসেন্স চেক করার কোন সিস্টেম বি আর টি এ চালু করেনি। কেননা এক্ষেত্রে একই নামধারী একাধিক ব্যক্তি থাকায় সঠিক ভাবে ড্রাইভিং লাইসেন্স চেক করা সম্ভব নয়।

শেষ কথা

ড্রাইভিং লাইসেন্স চেক করার ৩ টি পদ্ধতির মধ্যে brta gov bd ড্রাইভিং লাইসেন্স চেক পদ্ধতিটি সব থেকে সহজ। অনেক অসাধু কর্মকর্তা ঘুষ নেওয়ার জন্য ড্রাইভিং লাইসেন্স এর আবেদন পত্র পেন্ডিং রাখে। তাই প্রতিনিয়ত ড্রাইভিং লাইসেন্স এর স্ট্যাটাস চেক করতে হবে এবং আবেদনপত্র পেন্ডিং থাকলে বি আর টি এ কর্তৃপক্ষকে জানাতে হবে। ধন্যবাদ।

লেখালেখি করতে ভালো লাগে। সেই ভালো লাগা থেকেই প্রযুক্তির এই যুগে অনলাইনে লেখালেখি করি। আমাদের এই সাইটে ভিসা ও পাসপোর্ট সম্পর্কে সর্বশেষ তথ্য প্রকাশ করে থাকি।

Leave a Comment