ইন্ডিয়ান ভিসা চেক করার নিয়ম ২০২৪

আমাদের দেশের অনেক লোকজনদের বিভিন্ন উদ্দেশ্যে বা কারণে ভারত ভ্রমণের প্রয়োজন হয়ে পড়ে। সেটি হতে পারে ভারতের উন্নত কোন হাসপাতালে ডাক্তার দেখানো, হতে পারে ভ্রমণের জন্য, কিংবা বাংলাদেশে নেই কিন্তু ভারতে রয়েছে এরকম কোন দেশের এম্বাসির সাথে যোগাযোগ করার জন্য।

এর বাহিরেও আরো অনেক কাজের উদ্দেশ্যে অনেকেই ভারত বা ইন্ডিয়া ভ্রমণ করে থাকে। কিন্তু এক দেশ থেকে আরেক দেশে প্রবেশ করতে হলে অবশ্যই একটি বৈধ ভিসা থাকতে হবে।

ঠিক তেমনি আপনি যদি বাংলাদেশ থেকে ইন্ডিয়া যেতে চান তাহলে আপনার একটি বৈধ ভিসা থাকতে হবে। কেননা এই ভিসাই হচ্ছে আপনার ভারতে প্রবেশের অনুমতি পত্র। অনেকেই ইন্ডিয়া যাওয়ার জন্য ভিসার আবেদন করার পর সেটির সর্বশেষ অবস্থা জানতে চায়।

এর জন্য তারা ইন্টারনেটে ইন্ডিয়ান ভিসা চেক করার পদ্ধতি সম্পর্কে জানার আগ্রহ প্রকাশ করে। আপনি খুব সহজেই কয়েকটি মাধ্যম অনুসরণ করলে খুব সহজেই আপনার ইন্ডিয়ান ভিসার সর্বশেষ অবস্থা ঘরে বসেই জানতে পারবেন।

ইন্ডিয়ান ভিসা চেক

আপনি যদি সম্প্রতি ইন্ডিয়ার ভিসা আবেদন করে থাকেন তাহলে অবশ্যই তা চেক করে নেওয়া অত্যন্ত জরুরী। আপনি দুইটি উপায়ে ইন্ডিয়ান ভিসা চেক করতে পারবেন। একটি হচ্ছে ইন্ডিয়ান ভিসা চেক করার অফিসিয়াল ওয়েবসাইট এবং অপরটি হচ্ছে ইন্ডিয়ান সরকারের পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করার ওয়েবসাইট।

ইন্ডিয়ান ভিসা স্ট্যাটাস চেক করা গুরুত্বপূর্ণ কারণ:

  • আপনি জানবেন আপনার ভিসা অনুমোদিত হয়েছে কিনা।
  • ভিসা প্রক্রিয়ার বর্তমান অবস্থা সম্পর্কে ধারণা পাবেন।
  • যদি কোন সমস্যা থাকে, তা দ্রুত সমাধান করতে পারবেন।
  • সর্বোপরি আপনার ভিসা অনুমোদন হতে কেমন সময় লাগতে পারে তাও জানতে পারবেন।

আরও দেখুনঃ ইন্ডিয়ান এম্বাসি ঢাকা কোথায় অবস্থিত

ইন্ডিয়ান ভিসা চেক করার নিয়ম

ভারত ভ্রমণের জন্য ভিসা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দলিল। যদি আপনি আপনার ভিসার অবস্থা চেক করতে চান, তবে ইন্টারনেটের মাধ্যমে এটি করা সম্ভব। এটি করার জন্য আপনাকে একটি নির্দিষ্ট ওয়েবসাইটে ভিজিট করতে হবে এবং প্রয়োজনীয় যাবতীয় তথ্যগুলো সঠিকভাবে পূরণ করতে হবে। নিজের দেখানো পদ্ধতি গুলো অনুসরণ করার মাধ্যমে আপনি এখনই আপনার ইন্ডিয়ান ভিসার সর্বশেষ অবস্থা জানতে পারবেন।

  • প্রথমে আপনাকে https://www.passtrack.net/index.php এই ওয়েবসাইট ভিজিট করতে হবে।
  • মেনু থেকে “Tracking” অপশনে ক্লিক করে আপনার ভিসার ধরণ নির্বাচন করতে হবে (Regular Visa / Port Endorsement)
  • রেগুলার ভিসা চেক করার জন্য “ওয়েব ফাইল নাম্বার” প্রয়োজন হবে। যা আপনি ডেলিভারি স্লিপে পেয়ে যাবেন।
  • “Web file Number” বক্সে সঠিক ভাবে আপনার নাম্বার টি বসান।
  • এরপর “Please type below code” বক্সে নিচে দেখানো ছবির অক্ষর সঠিক ভাবে বসান।
  • ছবিতে থাকে অক্ষর ভাল ভাবে বুঝতে না পারলে “Not readable? Change text” এ ক্লিক করে পরিবর্তন করে নিন।
  • সব শেষে “Submit” বাটনে ক্লিক করুন।
  • ব্যাস, স্কিনে আপনার ভিসার সর্বশেষ অবস্থা দেখানো হবে।

পাসপোর্ট নাম্বার দিয়ে ইন্ডিয়ান ভিসা চেক করার নিয়ম

পূর্বের ধাপে আমরা ওয়েব ফাইল নাম্বার এর মাধ্যমে ইন্ডিয়ান ভিসা চেক করার নিয়ম জেনেছিলাম। কিন্তু এটি ছাড়াও আপনি পাসপোর্ট নাম্বার দিয়ে আপনার ইন্ডিয়ান ভিসা চেক করতে পারবেন। এটি করার জন্য ইন্ডিয়ান সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে নির্দিষ্ট কিছু তথ্য প্রদানের মাধ্যমে দেখতে পারবেন। নিচের দেখানো পদ্ধতি গুলো অনুসরণ করে আপনার ইন্ডিয়ান ভিসা চেক করে নিন।

  • প্রথমে আপনাকে https://indianvisaonline.gov.in/visa এই লিঙ্কে যেতে হবে।
  • পেজের একটু নিচের দিকে প্রবেশ করলেই “Visa Enquiry” নামে একটি পেজ আসবে, ক্লিক করুন।
  • এবার “Application Id” / “Web File Number” বক্সে আপনার ১২ সংখ্যার নাম্বার টি বসান।
  • দ্বিতীয়ত, “Passport No” বক্সে আপনার পাসপোর্ট নাম্বার টি সঠিক ভাবে বসান।
  • এবার “Check Status” বাটনে ক্লিক করলে আপনার কাজ শেষ।
  • স্কিনে আপনার ভিসার সর্বশেষ আপডেট জানতে পারবেন।

আরও দেখুনঃ ইন্ডিয়ান মেডিকেল ভিসা পেতে কতদিন লাগে

ইন্ডিয়ান ভিসা করতে কি কি লাগে

আপনি যদি ইন্ডিয়া যাওয়ার জন্য একটি বৈধ ভিসা পেতে চান তাহলে আপনার অবশ্যই কিছু প্রয়োজনীয় কাগজপত্র থাকা জরুরী। আপনি ইন্ডিয়াতে কেন যেতে চাচ্ছেন তা স্পষ্ট আকারে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে জানাতে হবে। এর পাশাপাশি আরো অবশ্যই গুরুত্বপূর্ণ কাগজপত্র লাগবে। আপনার যাওয়ার উদ্দেশ্যের উপর নির্ভর করে কাগজপত্র গুলো কম বা বেশি লাগতে পারে।

  • বৈধ পাসপোর্ট
  • ভিসা আবেদন ফর্ম
  • পাসপোর্ট সাইজের ছবি:
  • ভ্রমণ বীমা
  • আর্থিক স্বচ্ছলতার প্রমাণ
  • হোটেল বুকিং বা থাকার ব্যবস্থার প্রমাণ
  • ফেরতের টিকিট
  • অন্যান্য প্রয়োজনীয় তথ্য

শেষ কথা

ইন্ডিয়ান ভিসা চেক করার প্রক্রিয়া সহজ ও সরল। উপরে বর্ণিত ধাপগুলি অনুসরণ করে আপনি সহজেই আপনার ভিসার অবস্থা জানতে পারেন। আপনার ভিসার অবস্থা চেক করে ভ্রমণের পরিকল্পনা আরও নিশ্চিত ও নিরাপদ করুন। আশা করছি এই লেখাটি আপনার জন্য সহায়ক হবে। এছাড়াও সর্বদা চেষ্টা করবেন ভালো কোন এজেন্সির মাধ্যমে আপনার ভিসা প্রক্রিয়া সম্পন্ন করার।

FAQs

ইন্ডিয়ান ভিসা চেক অনলাইন বাংলাদেশ

পূর্বের তুলনায় ইন্ডিয়ান ভিসা স্ট্যাটাস চেক করা এখন অনেক সহজ। https://www.passtrack.net/index.php এবং https://indianvisaonline.gov.in/visa এই দুইটি ওয়েবসাইট ভিজিট করে আপনি খুব সহজেই ইন্ডিয়ান ভিসা চেক করতে পারবেন।

ইন্ডিয়ান ভিসা কিভাবে চেক করবো?

পাসপোর্ট নাম্বার অথবা ওয়েব ফাইল নাম্বার এর মাধ্যমে অনলাইন থেকে ঘরে বসেই আপনি ইন্ডিয়ান ভিসা চেক করতে পারবেন।

ইন্ডিয়ান ভিসা পেতে কতদিন লাগে?

সাধারণত আপনি কোন ক্যাটাগরির ভিসায় ইন্ডিয়া যাবেন তার ওপর নির্ভর করে ভিসার সময় নির্ধারণ করা হয়। সাধারণত ২০ থেকে ২৫ দিনের মধ্যেই ভিসা পাওয়া যায়। তবে কিছু কিছু ক্ষেত্রে ইন্ডিয়ান ভিসা পেতে প্রায় তিন মাস সময় লেগে যেতে পারে।

ভারতে যেতে কি ভিসা লাগবে?

অবশ্যই, আপনি যে কোন দেশে যান না কেন অবশ্যই বৈধ ভিসা লাগবে। ভারতে আপনি কি উদ্দেশ্যে যেতে চাচ্ছেন তার উপর নির্ভর করে ভিসা তৈরি করতে হবে।

আরও দেখুনঃ ইন্ডিয়ান টুরিস্ট ভিসা করতে কি কি লাগে?

4 thoughts on “ইন্ডিয়ান ভিসা চেক করার নিয়ম ২০২৪”

  1. ভাই, একটা প্রশ্নঃ কয়টি আর্টিকেল ও প্রতিদিন কত ভিজিটরে Google Adsense পেয়েছেন ভাই???
    প্লিজ উত্তর দিয়েন। কীওয়ার্ড রিসার্চ করতে গিয়ে আপনার সাইট সামনে এলো।

    Reply
      • ভাই, সাইটে Adsense এর জন্য আবেদনের সময় ক্যাটেগরী মেন্যুতে add করেছিলেন? এখন তো মেন্যুতে কোন ক্যাটেগরী নেই।

        Reply

Leave a Comment