প্রযুক্তির এই যুগে ভিসা নিয়ে প্রতারিত হবার সম্ভাবনা অনেক কম। কারণ এখন ঘরে বসে মোবাইল / কম্পিউটার দিয়ে ভিসা চেক করা যয়। আজকের লেখায় আমরা কানাডা ভিসা চেক করার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানবো।
কানাডা ভিসা যেন সোনায় সোহাগা। বর্তমানে কানাডা ভিসা নিয়ে বিভিন্ন মানুষ প্রতারিত হচ্ছেন। এ কারণে ভিসার কাগজ হাতে পাওয়ার পর আমাদের কানাডা ভিসা চেক করা উচিত।
আপনি যখন কানাডা ভিসা অনলাইনে যাচাই করবেন তখন ভিসার ক্যাটাগরি, মেয়াদ ও অন্যান্য যাবতীয় তথ্য জানতে পারবেন। এছাড়া কানাডা ভিসা আসল না নকল তাও জানতে পরেবেন। তাই অবশ্যই ভিসার কাগজপত্র হাতে পাওয়ার পরে তা যাচাই করা খুবই গুরুত্বপূর্ণ।
কানাডা ভিসা চেক করার নিয়ম
সুনির্দিষ্ট কিছু ধাপ অনুসরণ করার মাধ্যমে আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড মোবাইল অথবা কম্পিউটার থেকে অল্প সময়ের মধ্যেই কানাডা ভিসা চেক করতে পারবেন। এর জন্য আপনাকে সর্বপ্রথম ভিসা চেক করার অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে এবং গুরুত্বপূর্ণ কিছু তথ্য অবশ্যই প্রদান করতে হবে।
- কানাডা ভিসা চেক করতে Canada Visa Check ক্লিক করুন।
- What did you apply for এর ঘরে আপনি যে ক্যাটাগরি ভিসার জন্য এপ্লাই করেছেন,তা সিলেক্ট করে Continue এ ক্লিক করুন।
- এরপরে নিচের দিকে স্ক্রল ডাউন করে, application status tracker অপশনে ক্লিক করতে হবে।
- Create your account অপশনে ক্লিক করলে ৬টি ফাঁকা ঘর দেখা যাবে।
- Client ID ঘরে ID নাম্বার দিন।এটা ভিসার কাগজে আছে ।
- Application number এর ঘরে ৯ সংখ্যার এপ্লিকেশন নাম্বার দিন।
- তারপরে Given name এর ঘরে আপনার নামের প্রথম অংশ ও Last name এর ঘরে নামের শেষের অংশ দিতে হবে।
- Date of birth আপনার জন্ম তারিখ,মাস ও বছর দিন।
- Country of birth এর ঘরে Bangladesh সিলেক্ট করে Next step এ ক্লিক করুন।
- এখন Password এর ঘরে শক্তিশালী পাসওয়ার্ড দিন। পাসওয়ার্ড অবশ্যই মনে রাখতে হবে।
- এ পর্যায়ে Sing in অপশনে ক্লিক করলে ২টি ফাঁকা ঘরের ১ম ঘরে client ID নাম্বার ও ২য় ঘরে password দিন।
- সবশেষে sign in বাটনে ক্লিক করলে ভিসার সকল তথ্য চলে আসবে।
এখন যদি কানাডা ভিসার সকল তথ্য আসে তাহলে বুঝতে হবে ভিসা ঠিক আছে। আর যদি ভিসার তথ্য না আসে তাহলে আপনার ভিসা এখনো হয়নি বা ভিসা চেক করার কোন তথ্য ভুল হয়েছে।
পাসপোর্ট নাম্বার দিয়ে কানাডা ভিসা চেক
সবচেয়ে সহজ উপায় হচ্ছে পাসপোর্ট নাম্বার দিয়ে যে কোন দেশের ভিসা চেক করা। খুব সহজেই অনলাইনের মাধ্যমে কানাডার ইমিগ্রেশন এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসার সর্বশেষ অবস্থা জানতে পারবেন। ইতোমধ্যেই আমি আপনার সাথে কানাডার ভিসা চেক করার ধাপগুলো শেয়ার করেছি।
কানাডা ভিসা চেক ডট কম
আপনি যদি গুগলে কানাডা ভিসা চেক ডট কম লিখে সার্চ করেন তাহলে সর্বপ্রথম যে ওয়েবসাইট আপনার সামনে আসবে এটি হচ্ছে কানাডার ভিসা চেক করার অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাকে যে যে তথ্য প্রদান করতে বলা হবে তা প্রদান করুন। সর্বশেষ সাবমিট বাটনে ক্লিক করলে আপনার ভিসা স্ট্যাটাস জানতে পারবেন।
বাংলাদেশে কানাডার এম্বাসি কোথায়
ভিসা ছাড়া আপনি কোনভাবেই কানাডাতে প্রবেশ করতে পারবেন না। আর এই ভিসা পেতে হলে অবশ্যই আপনাকে বাংলাদেশে অবস্থিত কানাডার এম্বাসিতে যোগাযোগ করতে হবে। বাংলাদেশের রাজধানী ঢাকার গুলশানে কানাডার এম্বাসি রয়েছে।
বাংলাদেশে অবস্থিত কানাডার প্রধান এম্বাসি ঢাকা গুলশান অর্থাৎ হাউজ#১৬ এ, রোড#৪৮, গুলশান-২, ঢাকা অবস্থিত।
United Nations Road, Baridhara area , Dhaka, Bangladesh P.O. Box-569, Dhaka, Bangladesh.
পরিশেষে অবশ্যই বিশ্বস্ত কোন সংস্থার মাধ্যমে আপনার কানাডা ভিসা আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা করবেন। বাংলাদেশে অসংখ্য দালাল রয়েছে যারা আপনার কষ্টের অর্জিত জামানো টাকাগুলো হাতিয়ে নেওয়ার চেষ্টা করে থাকে। তাই অবশ্যই আপনার ভিসা প্রক্রিয়া বর্তমানে কি অবস্থায় রয়েছে তা নিজেই অনলাইন থেকে জানার চেষ্টা করুন।
Good
MD.ALl.MRIDHA. Job visa. Canada