মালয়েশিয়া ই-ভিসা বলতে একটি ইলেকট্রনিক ভিসাকে বুঝায়। যে ভিসার জন্য অনলাইনে আবেদন করতে হয়। এবং এটি কখনো ডাউনলোড করা যায় না এবং ডাউনলোড করার কোন বিকল্প পদ্ধতিও নেই।
এই মালয়েশিয়া ই ভিসা অনুমোদন হলে আপনি আপনার ফোনে ডকুমেন্ট হিসেবে সংগ্রহ করতে পারেন। অর্থাৎ এখানে মালয়েশিয়া ই ভিসা ডাউনলোড বলতে অনলাইনে আবেদন করার পর এই ভিসা সম্পন্ন হয়েছে কিনা তা চেক করাকে বোঝায়।
মালয়েশিয়া ই ভিসা ডাউনলোড
অনলাইনে মালয়েশিয়ার বিভিন্ন ক্যাটাগরির ভিসা আবেদন করার পর গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হিসেবে সংগ্রহ করা হয়। যা আপনাকে ভিসা অনুমোদিত হওয়ার পর একটি ইলেকট্রনিক মেইলে পাঠানো হয়।
এক্ষেত্রে আপনি এই মালয়েশিয়া ই-ভিসা প্রিন্ট আউট করে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হিসেবে ব্যবহার করতে পারেন। অর্থাৎ এই ই-ভিসা আপনার ভিসার ও ক্যাটাগরি স্ট্যাটাস সম্পর্কে বিস্তারিত জানতে তথ্য দিয়ে থাকে।
এছাড়াও এই প্রিন্ট আউট ই-ভিসার কপিটি ইমিগ্রেশন চেকপোস্টে দেখাতে হয়। যা নিজ দেশ থেকে অন্য দেশে ভ্রমণের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট বা প্রয়োজনীয় কাগজ। তবে কিভাবে এই প্রয়োজনীয় কাগজ বা ডকুমেন্ট ডাউনলোড অর্থাৎ চেক করবেন তা বিস্তারিত নিচ থেকে জেনে নিন।
মালয়েশিয়া ই-ভিসা স্ট্যাটাস চেক ও ডাউনলোড
আপনার বৈধ পাসপোর্ট দিয়ে মালয়েশিয়ার ভিসার জন্য অনলাইনে আবেদন করেছেন। তবে আপনার ভিসার জন্য সেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে কিনা বা ই-ভিসার বর্তমান স্ট্যাটাস কোন পর্যায়ে রয়েছে তা কয়েকটি মাধ্যমে জানতে পারবেন।
যেমন Company Registration Number দিয়ে, Application Number দিয়ে এবং Passport Number দিয়ে। অর্থাৎ নরমাল এবং মালয়েশিয়া ই ভিসা দুটোই আপনি অনলাইনে মাধ্যমে চেক করে নিতে পারেন। এক্ষেত্রে স্বাভাবিকভাবে পাসপোর্ট নাম্বার দিয়ে সকল মালয়েশিয়া এ ভিসা চেক করা যায় খুব সহজে।
মালয়েশিয়া ই ভিসা চেক অনলাইন
মালয়েশিয়ার ভিসা আবেদন করার পর অবশ্যই আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ই ভিসা সম্পন্ন না হলে এই (https://malaysiavisa.imi.gov.my/evisa/vlno_checkstatus.jsp) লিংকে প্রবেশ করে বর্তমান স্ট্যাটাস সম্পর্কে চেক করে নিতে পারেন।
মাত্র দু মিনিটের কাজ। উপরের লিংকে প্রবেশ করবেন। প্রবেশ করার পর পাসপোর্ট নাম্বার অথবা স্টিকার নাম্বার শরিকভাবে লিখে নিচে Answer নামের অপশনে উপরের ক্যাপচাটি সঠিকভাবে বসিয়ে বসে Check বাটনে ক্লিক করুন। Check বাটনে ক্লিক করলেই বর্তমান অবস্থা সম্পর্কে সঠিক তথ্য পাবেন।
অনলাইনে মালয়েশিয়া ই-ভিসা চেক করার নিয়ম
যদি মালেশিয়া ই ভিসা চেক করতে চান তাহলে দ্বিতীয় পদ্ধতি হিসেবে এই (https://eservices.imi.gov.my/myimms/PRAStatus?lang=en) লিংকে প্রবেশ করুন। প্রবেশ করার পর আপনার অ্যাপ্লিকেশন নাম্বারটি বসিয়ে দিন। অতঃপর সার্চ করুন।
এছাড়াও এই লিংক এর মাধ্যমে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে মালয়েশিয়ার ই ভিসা চেক করতে পারবেন।
দ্বিতীয় পদ্ধতি হিসেবে পাসপোর্ট নাম্বার দিয়ে মালয়েশিয়ার ই ভিসা চেক করতে পারেন। এক্ষেত্রে এই https://eservices.imi.gov.my/myimms/FomemaStatus) লিংকে প্রবেশ করুন।
লিংকটি তে প্রবেশ করার পর আপনার পাসপোর্ট নাম্বার, জাতীয়তা বাংলাদেশি নির্বাচন করে Carian লেখাটাতে ক্লিক করে। ভিসা তৈরি হলে তথ্য দেখতে পারবেন। ভিসা তৈরি না হলে কোন তথ্য আসবে না।
মালয়েশিয়া ই ভিসা দাম কত ২০২৪
ভিসার ধরণের উপর ভিত্তি করে দাম ও খরচ নির্ভর করে। যেমন ট্যুরিস্ট ভিসার দাম ১ লক্ষ থেকে ২ লক্ষ টাকা। আবার সকল ধরণের কাজের ই ভিসার দাম নূন্যতম দাম ৪ লক্ষ থেকে ৫ লক্ষ টাকা।
এবং সর্বোচ্চ মালয়েশিয়ার ই ভিসার দাম ৬ লক্ষ থেকে ৭ লক্ষ টাকা। তবে নির্দিষ্ট করে ই ভিসা দাম বলা সম্ভব না। কারণ সময় ও ভিসার ধরণ অনুযায়ী এই দামের পার্থক্য হতে পারে।
আপনার ভিসা তৈরি হলে আপনাকে ই মেইলের মাধ্যমে পাঠানো হবে। এবং সেই ভিসা প্রিন্ট আউট করে ব্যবহার করতে পারবেন। তবে সরাসরি মালয়েশিয়া ই ভিসা ডাউনলোড করা যায় না। আবেদন করলে এর স্ট্যাটাস সম্পর্কে জানতে পারবেন। ধন্যবাদ