৫০ টি দেশ নিয়ে ইউরোপ মহাদেশ গঠিত। বর্তমানে ইউরোপের দেশগুলো অর্থনৈতিক ভাবে উন্নত হলেও কিছু দেশ মাথাপিছু আয়ের দিক থেকে অনেক পিছিয়ে রয়েছে।
বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম ইউরোপের গরিব দেশের তালিকা প্রকাশ করেছে। ইউরোপের এ সকল গরিব দেশ গুলোতে বসবাসরত মানুষের জীবনযাত্রা ইউরোপের অন্যান্য দেশগুলোর থেকে ভিন্ন।
তবে ইউরোপের বেশির ভাগ দেশগুলোই উন্নত এবং প্রতিনিয়ত বাকি দেশগুলো অর্থনৈতিক ভাবে উন্নতি লাভ করছে। বর্তমানে ইউরোপের সব থেকে গরীব দেশ হলো- মলদোভা (Moldova)।
ইউরোপের গরিব দেশের তালিকা
গড় হিসাবে ইউরোপের এই সকল দরিদ্র দেশগুলোর মানুষের মাসিক আয় প্রায় ২৫০ ইউরোর কাছাকাছি এবং মাথাপিছু আয় অর্থাৎ জিডিপি মাত্র ৪ হাজার ৫০০ ডলার।
জিডিপি অনুযায়ী ইউরোপের গরিব দেশের তালিকা-
- মলদোভা (Moldova) – মাথাপিছু জিডিপি- 4,500 ডলার।
- ইউক্রেন (Ukraine) – মাথাপিছু জিডিপি- 4,800 ডলার।
- আলবেনিয়া (Albania) – মাথাপিছু জিডিপি- 6,100 ডলার।
- কসোভো (Kosovo) – মাথাপিছু জিডিপি- 6,200 ডলার।
- বসনিয়া ও হার্জেগোভিনা (Bosnia and Herzegovina) – মাথাপিছু জিডিপি- 6,600 ডলার।
- নর্থ মেসিডোনিয়া (North Macedonia) – মাথাপিছু জিডিপি- 6,900 ডলার।
- বেলারুশ (Belarus) – মাথাপিছু জিডিপি- 7,200 ডলার।
- মন্টেনেগ্রো (Montenegro) – মাথাপিছু জিডিপি- 8,400 ডলার।
- সার্বিয়া (Serbia) – মাথাপিছু জিডিপি- 8,800 ডলার।
- জর্জিয়া (Georgia) – মাথাপিছু জিডিপি- 9,200 ডলার।
ইউরোপের ধনী দেশের তালিকা
বর্তমানে ইউরোপের সেনজেন ভুক্ত দেশগুলো অর্থনৈতিক ভাবে অনেক উন্নত। ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত সব থেকে ধনী দেশ হলো- লুক্সেমবার্গ (Luxembourg)।
- লুক্সেমবার্গ (Luxembourg) – মাথাপিছু জিডিপি- 127,673 ডলার।
- নরওয়ে (Norway) – মাথাপিছু জিডিপি- 99,166 ডলার।
- আয়ারল্যান্ড (Ireland) – মাথাপিছু জিডিপি- 98,526 ডলার।
- সুইজারল্যান্ড (Switzerland) – মাথাপিছু জিডিপি- 83,832 ডলার।
- আইসল্যান্ড (Iceland) – মাথাপিছু জিডিপি- 74,278 ডলার।
- ডেনমার্ক (Denmark) – মাথাপিছু জিডিপি- 63,645 ডলার।
- সুইডেন (Sweden) – মাথাপিছু জিডিপি- 60,464 ডলার।
- নেদারল্যান্ডস (Netherlands) – মাথাপিছু জিডিপি- 58,061 ডলার।
- অস্ট্রিয়া (Austria) – মাথাপিছু জিডিপি-$ 55,218 ডলার।
- ফিনল্যান্ড (Finland) – মাথাপিছু জিডিপি 54,974 ডলার।
ইউরোপের সেনজেন দেশের তালিকা
বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের সদস্য অর্থাৎ ইউরোপের সেনজেন ভুক্ত দেশ সর্বমোট ২৭ টি। এই সেনজেন ভুক্ত দেশের নাগরিকরা ইউরোপের অন্য যে কোন রাষ্ট্রে ভিসা ছাড়া যাতায়াত করতে পারে।
সেনজেন ভুক্ত দেশগুলো-
- অস্ট্রিয়া (Austria), বেলজিয়াম (Belgium), চেক প্রজাতন্ত্র (Czech Republic), ডেনমার্ক Denmark), এস্তোনিয়া(Estonia), ফিনল্যান্ড (Finland), ফ্রান্স (France), জার্মানি (Germany), গ্রীস (Greece)
- হাঙ্গেরি (Hungary), আইসল্যান্ড (Iceland), ইটালি (Italy), লাতভিয়া (Latvia), লিথুয়ানিয়া (Lithuania), লুক্সেমবার্গ (Luxembourg), মাল্টা (Malta), নেদারল্যান্ডস (Netherlands), নরওয়ে (Norway)
- পোল্যান্ড (Poland), পর্তুগাল (Portugal), স্লোভাকিয়া (Slovakia), স্লোভেনিয়া (Slovenia), স্পেন (Spain), সুইডেন (Sweden), সুইজারল্যান্ড (Switzerland), লিচেনস্টাইন (Liechtenstein)
ইউরোপের নন সেনজেন ভুক্ত দেশের তালিকা
ইউরোপে সর্বমোট 50 টি রাষ্ট্রের মধ্যে 27 টি সেনজেন ভুক্ত এবং বাকি ২৩ টি নন সেনজেন ভুক্ত দেশ। নন সেনজেন ভুক্ত দেশ থেকে ভিসা ছাড়া ভ্রমণ করা যায় না।
নন সেনজেন ভুক্ত দেশগুলো-
- আলবেনিয়া (Albania), আর্মেনিয়া (Armenia), আযারবাইজান (Azerbaijan), বেলারুশ (Belarus), বসনিয়া ও হার্জেগোভিনা (Bosnia and Herzegovina), বুলগেরিয়া (Bulgaria),
- ক্রোয়েশিয়া (Croatia), সাইপ্রাস (Cyprus), জর্জিয়া (Georgia), আয়ারল্যান্ড (Ireland), কসোভো (Kosovo), ম্যাসেডোনিয়া (North Macedonia), মোলদোভা (Moldova),
- এছাড়া রয়েছে- মন্টেনেগ্রো (Montenegro), রোমানিয়া (Romania), রাশিয়া (Russia), সার্বিয়া (Serbia), তুরস্ক (Turkey), ইউক্রেন (Ukraine), ইউনাইটেড কিংডম (United Kingdom)
বর্তমানে ইউরোপের গরিব দেশের তালিকা দেখলে বোঝা যায় মলদোভা (Moldova) দেশটি সব থেকে গরীব। ইউরোপের সেনজেন ভুক্ত দেশগুলো প্রতিনিয়ত বিভিন্ন ভাবে ইউরোপের গরীব দেশ গুলোকে অর্থনৈতিক সাপোর্ট প্রদান করে আসছে। যার ফলে ইউরোপীয় সকল রাষ্ট্র অর্থনৈতিক ভাবে দিন দিন উন্নতি লাভ করছে।