সরকারিভাবে কানাডা যাওয়ার উপায়

কানাডা দশটি প্রদেশ ও তিনটি অঞ্চল নিয়ে গঠিত উত্তর আমেরিকার একটি সমৃদ্ধশীল রাষ্ট্র। দেশটির অর্থনৈতিক অবস্থা পূর্বের তুলনায় অনেক উন্নতি লাভ করেছে।

বর্তমানে কানাডা ভিসার চাহিদা পূর্বের তুলনায় অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। এছাড়া সরকারি ভাবে প্রতিনিয়ত কানাডা অসংখ্য শ্রমিক নিয়োগ প্রদান করা হচ্ছে।

সরকারিভাবে কানাডা যাওয়ার উপায় সব থেকে ঝুঁকিমুক্ত। বাংলাদেশের অনেক প্রতিষ্ঠান যেমন যুব উন্নয়ন কেন্দ্র ফ্রী প্রশিক্ষণের মাধ্যমে কানাডা যাওয়ার সুযোগ তৈরি করে দিচ্ছে।

তবে সকলেই এই সুযোগ পাবে না। ভিসার ক্যাটাগরি অনুযায়ী যোগ্যতা থাকতে হবে। তবে কিছু ভিসার ক্ষেত্রে যোগ্যতার প্রমাণ দিতে হয় না।

কানাডা ভিসার প্রকারভেদ

বর্তমানে কানাডা বিভিন্ন প্রকার ভিসার ক্যাটাগরি রয়েছে। এ সকল ভিসার ক্যাটাগরিকে দুই ভাগে বিভক্ত করা যায়। যেমন একটি অস্থায়ী ভিসা এবং অপরটি স্থায়ী ভিসা।

যে সকল ভিসার মেয়াদ আছে ওই সকল ভিসাকে অস্থায়ী ভিসা এবং যে সকল ভিসার মেয়াদ নেই স্থায়ী ভাবে অবস্থান করা যায় ঐ সকল ভিসাকে স্থায়ী ভিসা বলা হয়।

কানাডা অস্থায়ী ভিসা যেমন-

  • ভ্রমণ ভিসা বা টুরিস্ট ভিসা,
  • স্টুডেন্ট ভিসা/ শিক্ষার্থী ভিসা
  • কাজের ভিসা বা ওয়ার্ক পারমিট ভিসা ইত্যাদি।

কানাডা স্থায়ী ভিসা যেমন-

  • ফ্যামিলি ভিসা
  • ব্যবসার জন্য অভিবাসী ভিসা
  • এক্সপ্রেস এন্ট্রি প্রোগ্রাম ইত্যাদি।

সরকারিভাবে কানাডা যাওয়ার উপায়

বর্তমানে সরকারি এবং বেসরকারি দুই ভাবেই কানাডা যাওয়া যায়। তবে সরকারি ভাবে খরচ কম হওয়ায় চাহিদা অনেক বেশি।

সরকারি ভাবে কানাডা যেতে কিছু যোগ্যতা থাকতে হয়। ভিসার ক্যাটাগরি অনুযায়ী এ সকল যোগ্যতা ভিন্ন ভিন্ন হয়ে থাকে। যেমন-

পড়াশোনার জন্য স্টুডেন্ট ভিসায় সরকারি ভাবে কানাডা যেতে সর্বনিম্ন IELTS স্কোর ৬ থাকতে হবে। এছাড়া কাজের উদ্দেশ্যে যেতে ওয়ার্ক পারমিট থাকতে হবে।

সকল যোগ্যতা থাকলে আবেদন ফরম পূরণ করার মাধ্যমে আবেদন করতে হবে। অতঃপর সকল কিছু যাচাইয়ের পর সঠিক থাকলে ভিসা প্রদান করা হবে।

সরকারি ভাবে কানাডা যেতে কত টাকা লাগে

এজেন্সির মাধ্যমে কানাডা যাওয়ার তুলনায় সরকারি ভাবে কানাডা যেতে ন্যূনতম প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা থেকে ২ লাখ ২০ হাজার টাকা পর্যন্ত কম খরচ হয়।

সরকারি ভাবে কানাডা যেতে বর্তমানে সর্বনিম্ন প্রায় ৭ লাখ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ প্রায় ৯ লাখ টাকা পর্যন্ত খরচ হয়ে থাকে।

কানাডা ভিসার দাম কত টাকা

সরকারি ভাবে কম খরচে কানাডা ভিসা তৈরি করা যায়। বর্তমানে সরকারি ভাবে কানাডা ভিসা তৈরি করতে ন্যূনতম প্রায় ৫ লাখ টাকা থেকে ৬ লাখ টাকা খরচ হয়ে থাকে।

সরকারি ভাবে কানাডা যেতে কি কি কাগজপত্র লাগে

ভিসা আবেদন ফরমে থাকা সকল তথ্য যাচাইয়ের জন্য কিছু কাগজপত্র জমা দিতে হয়। ভিসার ক্যাটাগরি অনুযায়ী এ সকল কাগজপত্র পরিবর্তন হতে পারে।

  • সর্বনিম্ন ৬ মাস মেয়াদ থাকা একটি পাসপোর্ট।
  • জন্ম নিবন্ধন/জাতীয় পরিচয়পত্র।
  • IELTS সার্টিফিকেট।
  • পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট।
  • আবেদনকারীর পাসপোর্ট সাইজের ছবি।
  • কানাডা ভিসা আবেদন ফরম ও মেডিকেল রিপোর্ট।
  • আবেদনকারী বিবাহিত হলে প্রয়োজনীয় প্রমাণপত্র।
  • কানাডার শিক্ষা প্রতিষ্ঠানের অফার লেটার (শিক্ষার্থীদের জন্য)

কানাডা ভিসা এজেন্সির নাম ও ঠিকানা

বেসরকারি ভাবে অর্থাৎ এজেন্সির সাহায্যে কানাডা ভিসা তৈরি করা সব থেকে বেশি ঝুঁকিপূর্ণ। তবে একান্তই ভিসা তৈরি করতে হলে পরিচিত এজেন্সির সাথে যোগাযোগ করতে হবে।

  • এজেন্সির নাম- কানাডা ভিসা প্রসেসিং সেন্টার
    ঠিকানা- ১১৬ কাজী নজরুল ইসলাম এভিনিউ, ঢাকা ১২০৫
  • এজেন্সির নাম- ওয়েস্টফোর্ড ইমিগ্রেশন সার্ভিসেস
    ঠিকানা– হাউস নং ১৫, রোড নং ০৭, ঢাকা ১২১২
  • এজেন্সির নাম- স্টাডি ইন কানাডা এডমিশন সেন্টার
    ঠিকানা- ৯৯, ঢাকা ট্রেড সেন্টার, করিমন বাজার, লেভেল -১৩, ঢাকা ১২১৫
  • এজেন্সির নাম- লেগাটো ইমিগ্রেশন অ্যান্ড ভিসা কনসাল্ট্যান্টস (LIVC)
    ঠিকানা- এপ্ট# বি২, সুপার নোভা, হাউস# ১০৭, ১২১৩ রোড নং ১৩, ঢাকা ১২১৩
  • এজেন্সির নাম- স্কোশিয়া কন্সাল্ট্যান্টস
    ঠিকানা- হাউস নং-৪০, কনকর্ড রয়েল কোর্ট, ৪র্থ ফ্লোর, রোড নং-১৬ নতুন, ২৭ পুরাতন, ধানমন্ডি র/এ, ঢাকা ১২০৯

সরকারিভাবে কানাডা যাওয়ার উপায় থাকলেও চাহিদা বেশি হওয়ায় তা সম্ভব হয়ে উঠছে না। বেকারত্ব দূরীকরণে অসংখ্য মানুষ কানাডা যাওয়ার ইচ্ছা প্রকাশ করছে। ইচ্ছা অনুযায়ী বাংলাদেশ সরকার কানাডা লোক পাঠাতে সক্ষম হচ্ছে না। তবে বাংলাদেশ সরকার এ সকল সমস্যার সমাধানে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করছে। ধন্যবাদ।

Similar Posts

2 Comments

  1. আসসালামুয়ালাইকুম আমি ওযাক পারমিট ভিসায় কানাডায় যেতে চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *