মাল্টা কাজের ভিসা একমাসের বেতন কত ২০২৪

মাল্টা ইউরোপ মহাদেশের ছোট্ট একটি দেশ। ছোট হলেও এদেশের অর্থনীতি ও জীবনযাপন অনেক বেশি উন্নত। যার কারণে বাংলাদেশ থেকে অনেকেই মাল্টাতে কাজের ভিসা নিয়ে যেতে ইচ্ছুক।

এই দেশটির সরকার বিভিন্ন খাতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিশেষ করে বাংলাদেশ থেকেও শ্রমিক নিয়োগ করে থাকে। অর্থনৈতিক দিক থেকে সমৃদ্ধশীল দেশ হওয়ার কারণে এই দেশে প্রতিমাসের কাজের বেতন বেশ মোটা অংকের দেওয়া হয়ে থাকে।

প্রত্যেক বছর পৃথিবীর বিভিন্ন দেশ হতে অনেক শ্রমিক মাল্টা যাচ্ছে কাজের ভিসা নিয়ে। আপনি ইচ্ছা করলে বাংলাদেশ থেকে কাজের উদ্দেশ্যে মাল্টা যেতে পারেন। 

তবে এজন্য আপনার মাল্টা কাজের বেতন কত ও মাল্টা যেতে কত টাকা লাগে তা জানতে হবে। চলুন এ বিষয়ে জেনে নেই। 

মাল্টা কাজের ভিসা একমাসের বেতন কত ২০২৪

ইউরোপীয় দেশগুলোর মধ্যে মাল্টায় বেতন একটু কম। তবে খুব একটা যে কম তা কিন্তু নয়। এছাড়া মাল্টা কাজের ভিসা একমাসের বেতন ন্যূনতম ১ লাখ থেকে ২ লাখ টাকা পর্যন্ত।

আবার যে সকল শ্রমিকের দক্ষতা ও অভিজ্ঞতা বেশি তাদের বেতন আরো বেশি। তাছাড়া যারা বেশি সময় ধরে ওভারটাইম করে তাদের মাসিক বেতন সর্বনিম্ন ১ লাখ ৫০ হাজার টাকা। 

তবে মাল্টা কাজের বেতন সঠিকভাবে বলা কঠিন। তারপরেও মাল্টা কাজের ভিসা একমাসের বেতন কত তা নিচে বর্ণনা করা হলো।

  • ক্লিনার কাজের বেতন – ১,০০,০০০-১,২০,০০০ টাকা 
  • নির্মাণ শ্রমিক – ১,১০,০০০-১,৫০,০০০  টাকা 
  • ডেলিভারি ম্যান – ১,২০,০০০-২,০০,০০০ টাকা 
  • ড্রাইভার – ১,৪০,০০০-২,৩০,০০০ টাকা 
  • ইলেকট্রিশিয়ান – ১,৫০,০০০-২,৫০,০০০ টাকা 
  • হোটেল/রেস্টুরেন্ট – ১,২০,০০০-২,৫০,০০০ টাকা 

মাল্টা সর্বনিম্ন বেতন কত ২০২৪

মাল্টায় একজন শ্রমিকের সর্বনিম্ন বেতন ১ লাখ থেকে ১ লাখ ২০ হাজার টাকা। এছাড়া যে সকল শ্রমিক বেশি অভিজ্ঞ তাদের বেতন তুলনামূলকভাবে বেশি। আবার যারা ওভারটাইম করতে পারে মাস শেষে তাদের বেতন অনেক বৃদ্ধি পায়।

আরও পড়ুন- মালয়েশিয়া কাজের বেতন কত ২০২৪

মাল্টা যেতে কি কি কাগজপত্র লাগে?

মাল্টা যাওয়ার জন্য ভিসার জন্য আবেদন করতে হবে। আপনি যখন ভিসার জন্য আবেদন করবেন তখন অবশ্যই প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। এজন্য জানার প্রয়োজন মাল্টা যেতে কি কি কাগজপত্র লাগে।

  1. বৈধ পাসপোর্ট। পাসপোর্ট এর মেয়াদ সর্বনিম্ন ৬ মাস
  2. ভোটার আইডি কার্ড বা অনলাইন জন্ম নিবন্ধন সনদ 
  3. সদ্য তোলা আবেদনকারীর রঙিন ছবি
  4. বিগত ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট 
  5. পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট 
  6. মেডিকেল রিপোর্ট 
  7. করোনা ভ্যাকসিনের টিকা সনদ 
  8. মাল্টায় নিয়োগকারী প্রতিষ্ঠানের অফার লেটার 

উপরের ডকুমেন্টগুলো সংগ্রহ করার পর মালটা ভিসা এজেন্সিতে যোগাযোগ করতে হবে। এরপরেও যদি অন্যান্য কোন কাগজপত্র লাগে তাহলে কর্তৃপক্ষ জানিয়ে দিবে।

বাংলাদেশ থেকে মাল্টা যাওয়ার উপায়

বর্তমানে বাংলাদেশ থেকে মাল্টা যাওয়া অনেক সহজ। আপনি মোট তিনটি উপায়ে বাংলাদেশ থেকে মাল্টা যেতে পারবেন। সরকারিভাবে, বেসরকারিভাবে ও মাল্টায় থাকা আত্মীয়র রেফারেন্সে।

আপনি যদি সরকারিভাবে মালটা যেতে চান তাহলে খরচ অনেক কম হবে। আর সরকারিভাবে গেলে প্রতারণা হবার কোন সম্ভাবনা নেই। 

সরকারিভাবে যদি মাল্টা যেতে চান তাহলে সরাসরি VFS Global এর কার্যালয়ে গিয়ে আবেদন করতে পারেন। 

আবার আপনার যদি কোন নিকট আত্মীয় মাল্টায় অবস্থান করে। তাহলে সেই নিকট আত্মীয়র রেফারেন্সে মাল্টা যেতে পারেন। এটাও মাল্টা যাওয়া নিরাপদ একটি মাধ্যম। 

তবে বর্তমানে অনেক অসাধু ব্যবসায়ী মালটা ভিসা নিয়ে লোভনীয় অফার দিচ্ছে। আপনি এরকম লোভনীয় প্রস্তাব কখনোই গ্রহণ করবেন না।

আরো পড়ুনঃ কুয়েত ড্রাইভিং ভিসা বেতন

বাংলাদেশ থেকে মাল্টা যেতে কত টাকা লাগে

আপনি যদি বাংলাদেশ থেকে সরকারিভাবে মালটা চান তাহলে ৪ থেকে ৫ লক্ষ টাকা খরচ হবে। আর যদি বেসরকারি এজেন্সির মাধ্যমে মাল্টা যেতে চান তাহলে ৭ থেকে ৮ লক্ষ টাকা লাগবে। 

আবার আপনার কোন নিকট আত্মীয় যদি মাল্টায় অবস্থান করে সেক্ষেত্রে তার মাধ্যমে যেতে ৪ থেকে ৫ লক্ষ টাকা খরচ হবে।

মাল্টায় কোন কাজের চাহিদা বেশি

মাল্টায় বিশেষ করে ওয়েটার, ড্রাইভার, ইলেকট্রিশিয়ান, ক্লিনার, নির্মাণ শ্রমিক, ডেলিভারি ম্যান ইত্যাদি কাজের চাহিদা বেশি। 

মাল্টা একটি পর্যটন কেন্দ্রিক একটি দেশ। এজন্য এখানে প্রতিদিন হাজার হাজার পর্যটক আসে। তাই এখানে হোটেল ও রেস্টুরেন্টের কাজসমূহ বেশি চাহিদাসম্পন্ন।

মাল্টা এম্বাসি কোথায়?

মাল্টা এম্বাসি ঢাকায় অবস্থিত। ঠিকানা: রোড নং – ১৭, ব্লক – সি, বনানী, ঢাকা – ১২১১, বাংলাদেশ। 

ফোন নাম্বার; +88-02-8820388

মেইল: maltaconsul.dhaka@gov.mt

সারকথা 

আজকের পোস্টে আমরা মাল্টা কাজের বেতন কত তা জানলাম। এছাড়াও মাল্টা কাজের ভিসা সম্পর্কে অনেক তথ্য জানতে পেরেছি। তবে মালটা ভিসা নিয়ে অনেকেই প্রতারিত হচ্ছে। এ কারণে আপনি সরকারিভাবে মালটা যাবার প্রস্তুতি গ্রহণ করুন।

FAQ’s 

মাল্টায় সবচেয়ে কম বেতন কত?

মাল্টায় একজন শ্রমিকের সর্বনিম্ন বেতন ১ লক্ষ টাকা।

মাল্টা ভিসা পেতে কতদিন লাগে?

মালটা দেশে পেতে সর্বনিম্ন ২ থেকে ৩ মাস সময় লাগে। আবার কারো কারো ক্ষেত্রে এর থেকেও বেশি সময় লেগে যায়।

মাল্টা কোন কাজের চাহিদা সবচেয়ে বেশি?

মাল্টা হোটেল/রেস্টুরেন্ট জব, ডেলিভারি ম্যান, ড্রাইভার, ইলেকট্রিশিয়ান, ক্লিনার ও নির্মাণ শ্রমিক কাজের চাহিদা সবচেয়ে বেশি।

মাল্টা যেতে বয়স কত লাগে?

কাজের ভিসা নিয়ে মাল্টা যেতে আবেদনকারীর বয়স সর্বনিম্ন ১৮ ও সর্বোচ্চ বয়স ৪৫ হতে হবে।

মাল্টা দেশ কেমন?

ইউরোপের একমাত্র দ্বীপের দেশ মাল্টা। অর্থনৈতিক ও প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে মালটা অনেক বেশি এগিয়ে। প্রত্যেকদিন হাজার হাজার মানুষ মাল্টার বিভিন্ন পর্যটন কেন্দ্র ভ্রমণ করে থাকে। 

লেখালেখি করতে ভালো লাগে। সেই ভালো লাগা থেকেই প্রযুক্তির এই যুগে অনলাইনে লেখালেখি করি। আমাদের এই সাইটে ভিসা ও পাসপোর্ট সম্পর্কে সর্বশেষ তথ্য প্রকাশ করে থাকি।

Leave a Comment