আজকের পোস্টে পাসপোর্ট নাম্বার দিয়ে বিমানের টিকেট চেক ও অনলাইনে বিমান টিকেট চেক ২০২৪ সম্পর্কে বিস্তারিত জানবো।
দেশের বাইরে যাওয়ার পূর্বশর্ত পাসপোর্ট তৈরি করা ও টিকেট সংগ্রহ করা। এই দুটি জিনিস ছাড়া কখনো কেউ বৈধভাবে বিদেশে যেতে পারবে না।
প্রযুক্তির এই যুগে, এখন ঘরে বসে ফ্লাইটের টিকিট চেকিং করা যায়। তাই চলুন পাসপোর্ট নাম্বার দিয়ে বিমানের টিকেট চেক করার উপায় জেনে নেই।
পাসপোর্ট নাম্বার দিয়ে বিমানের টিকেট চেক
আপনি যখন দেশের বাইরে যাওয়ার জন্য বিমানের টিকিট বুকিং করতে যাবেন তখন পাসপোর্টের দরকার। এক কথায়, বৈধ পাসপোর্ট ছাড়া কখনোই বিমানের টিকিট বুকিং করা যায় না।
তবে বিমানের টিকিট চেক করার জন্য পাসপোর্ট নাম্বারের কোন দরকার নেই। অর্থাৎ, পাসপোর্ট নাম্বার দিয়ে বিমানের টিকেট চেক যায় না।
কিন্তু বিমানের টিকেটে থাকা PNR Code দিয়ে সহজেই বিমানের টিকিট চেক করা যাবে।
আরো পড়ুনঃ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ডেলিভারি সময়
অনলাইনে বিমান টিকেট চেক ২০২৪
ডিজিটাল এই যুগে, এখন বিমানের টিকিট ঘরে বসে যাচাই করতে পারবেন। অনলাইনে বিমান টিকেট চেক করতে https://www.biman-airlines.com এই ওয়েবসাইটে ভিজিট করুন।
এরপর উপরের অপশন থেকে Web Check In এ ক্লিক করুন। এখন আপনার সামনে দুটি ফাঁকা ঘর দেখা যাবে।
১ম ফাঁকা ঘরে PNR Code নাম্বার দিতে হবে। ২য় ফাঁকা ঘরে আবেদনকারীর Last Name দিন।
পরিশেষে Search অপশনে ক্লিক করুন। তারপর আপনার ফ্লাইট কখন ও কোথায় থেকে যাবে তা দেখতে পারবেন।
আরো পড়ুনঃ পুলিশ ক্লিয়ারেন্স রিজেক্ট হলে করনীয় কি?
কিভাবে বিমানের টিকেট চেক করা যায়?
বর্তমানে সময়ে আপনি অনেক ভাবেই বিমানের দিকে চেক করতে পারবেন। এর মধ্যে সহজ উপায় হল টিকিট নাম্বার দিয়ে বিমানের টিকিট চেক করা।
টিকেট নাম্বার দিয়ে দিব টিকিট চেক করার জন্য https://www.biman-airlines.com/#check-in এই লিংকে ক্লিক করুন।
তারপর Ticket Number অপশনে ক্লিক করে ১ ঘরে ১৩ সংখ্যার টিকিটের নাম্বার দিন ।
২য় ঘরে আবেদনকারীর Last/Sure name দিতে হবে। এই দুটি তথ্য সঠিকভাবে দেওয়ার পর Search বাটনে ক্লিক করলে ফ্লাইটের সকল তথ্য আসবে।
শেষকথা
আজকের পোস্ট থেকে পাসপোর্ট নাম্বার দিয়ে বিমানের টিকেট চেক যায় কিনা জানতে পেরেছেন।
বিমানের টিকিট নিয়ে সকল ধরনের হয়রানি থেকে রক্ষা পেতে ঘরে বসে বিমানের টিকেট চেক করুন।
আজকের পোস্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এ কারণে ফেসবুক সহ অন্যান্য সোশ্যাল মিডিয়া গুলোতে শেয়ার করুন।
এর পাশাপাশি এরকম আরো নতুন নতুন টিপস পেতে VisaCheckBD ওয়েবসাইটে নিয়মিত ভিজিট করুন।
FAQ’s
PNR কি?
বিমানের টিকিট সংগ্রহ করার সময় ৬ সংখ্যার PNR কোড দেওয়া হয়। এই কোডের মাধ্যমে অনলাইনে বিমানের স্ট্যাটাস চেক করা যাবে।
পাসপোর্ট নাম্বার দিয়ে ফ্লাইট স্ট্যাটাস চেক করা যায়?
পাসপোর্ট নাম্বার দিয়ে ফ্লাইট স্ট্যাটাস চেক করা যাবে না।
ফ্লাইট টিকিটের PNR নাম্বার কত?
ফ্লাইট টিকিটের PNR নাম্বার ৬ সংখ্যার হয়ে থাকে।