কিরগিজস্তান ভিসা চেক | Kyrgyzstan visa check 2024

কিরগিজস্তান ভিসা যদি হাতে পেয়ে থাকেন। তাহলে কিরগিজস্তান ভিসা চেক করার মাধ্যমে জানতে পারবেন ভিসা আসল না নকল। 

বাংলাদেশ থেকে অনেক মানুষ কিরগিজস্তান যায়। তবে কিরগিজস্তান যাওয়ার পূর্ব শর্ত হলো বৈধ ভিসা থাকা।  বর্তমানে কিরগিজস্তান ভিসা নিয়ে অনেক বাঙালি প্রতারিত হচ্ছে। এই প্রতারণা থেকে বাঁচতে ভিসা চেক করা অত্যন্ত জরুরী।

আপনি হয়তো ভাবছেন কিরগিজস্তান ভিসা চেক করতে আবার আমাকে ভিসা অফিসে যোগাযোগ করতে হবে। না ভাই, কোন অফিসে ঘোরাঘুরি করতে হবে না।  আপনি ঘরে বসেই স্মার্ট ফোন বা ল্যাপটপ এর মাধ্যমে যেকোনো দেশের ভিসা চেক করতে পারবেন।

নিচে কিরগিজস্তান ভিসা কিভাবে চেক করতে হয় তা নিয়ে আলোচনা করবো। আশা করব আজকের আর্টিকেল থেকে আপনি অবশ্যই উপকৃত হবেন।

কিরগিজস্তান ভিসা চেক

অনেকে ভাবে কিরগিজস্তান ভিসা যাচাই করার জন্য ভিসা অফিসে যেতে হবে বা টাকা খরচ করতে হবে। কিন্তু ডিজিটাল যুগে আপনি ঘরে বসে কিরগিজস্তান ভিসা সবশেষে অবস্থা জানতে পারবেন।

  • কিরগিজস্তান ভিসা চেক করার জন্য প্রবেশ করুন https://www.evisa.e-gov.kg/check_status.php লিংকে। এরপর দুটি ফাঁকা ঘর দেখতে পারবেন।
  • insert your reference number এর ঘরে আপনার রেফারেন্স নাম্বার দিন। রেফারেন্স নাম্বার ৮ সংখ্যার হবে। উদাহরণস্বরূপ: 77884488।
  • ২য় ঘরে ক্যাপচা পূরন করে নিন। নির্ভুলভাবে ক্যাপচা পূরণ করে Next বাটনে ক্লিক করুন।
  • এখন আপনাকে অপর একটি পেইজে নিয়ে আসা হয়েছে। এই পেজে Insert your security code এর ঘরে সিকিউরিটি কোড দিতে হবে।
  • Security code বের করার জন্য গুগল প্লে স্টোর থেকে QR & Barcode scanner অ্যাপ ইনস্টল করুন।
  • এরপর QR & Barcode scanner অ্যাপ ওপেন করে ভিসা কার্ডের রেফারেন্স নাম্বারের নিচের অংশ স্ক্যান করুন।
  • সঠিকভাবে স্ক্যান করার পর একটা লিংক আসবে। সরাসরি সেই লিংকে ক্লিক করুন। পরিশেষে আপনার ভিসার স্ট্যাটাস দেখতে পারবেন।

ভিসা চেক কেন করবেন?

বর্তমানে দালাল চক্রের মাধ্যমে অনেক মানুষ ভিসা নিয়ে প্রতারিত হচ্ছে। আপনিও প্রতারিত হতে পারেন। তবে একটু সতর্ক হলেই ভিসা নিয়ে প্রতারিত হবার কোন সুযোগ নেই।

তাই আপনি যখন ভিসা কার্ড হাতে পাবেন সাথে সাথে অনলাইন তা যাচাই করে নিবেন। অনলাইনে যাচাই করার পর আপনার ভিসা আসল না নকল তা বুঝতে পারবেন।

কিরগিজস্তান কাজের ভিসা চেক

বর্তমানে কিরগিজস্তানে  বিভিন্ন ধরনের ভিসায় যাওয়া যায়। অনেকেই ভ্রমণ ভিসা ছাড়াও কাজের ভিসায় এই দেশে গিয়ে থাকে। অনেকেই বিভিন্ন এজেন্সি অথবা দালালের মাধ্যমে কিরগিজস্তান এর ভিসা আবেদন করে থাকে। কিছু অসাধু এজেন্সি বা দালাল অনেক সময় কিরগিজস্তান এর ভুয়া ভিসা হাতে ধরিয়ে দেয়। এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে অবশ্যই আপনি নিজে নিজে এই কাজের ভিসা চেক করে নিবেন।

কিরগিজস্তান ই ভিসা চেক

সময়ের সাথে সাথে প্রযুক্তিগত উন্নয়ন হচ্ছে। পূর্বে সাধারণ ভিসা পাওয়া গেল বর্তমানে কিরগিজস্তান ই ভিসা বা ইলেকট্রনিক ভিসা পাওয়া যায়। আপনি যদি সম্প্রতি কোন এজেন্সির মাধ্যমে এ ভিসা পেয়ে থাকেন তাহলে অবশ্যই তা অনলাইন থেকে চেক করে নিবেন। চেক করার জন্য অবশ্যই কিরগিজস্তান ইমিগ্রেশন এর অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন।

FAQ

কিরগিজস্তান কোথায় অবস্থিত?

কিরগিজস্তান এশিয়া মহাদেশে অবস্থিত। এর পূর্ব ও দক্ষিণে চীন, উত্তরে কাজাখস্তান ও পশ্চিমে উজবেকিস্তান অবস্থিত।

কিরগিজস্তান যেতে কত টাকা লাগে?

বর্তমানে কাজের ভিসা নিয়ে কিরগিজস্তান যেতে সর্বনিম্ন ৩.৫ লক্ষ থেকে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা লাগে।

কিরগিজস্তান ১ টাকায় বাংলাদেশের কত টাকা?

কিরগিজস্তান ১ টাকা সমান বাংলাদেশের ১.৩৪ টাকা।

কিরগিজস্তান বেতন কত?

কিরগিজস্তান একজন শ্রমিকের সর্বনিম্ন বেতন ৩০-৪০ হাজার টাকা ও সবোর্চ্চ বেতন ৭০-৮০ হাজার টাকা।

কিরগিজস্তান সর্বনিম্ন বেতন কত

কোন দেশের সর্বনিম্ন বেতন কত তা সঠিকভাবে বলা যায় না। তবে আনুমানিকভাবে কিরগিজস্তান সর্বনিম্ন বেতন হচ্ছে ৩০ থেকে ৪০ হাজার টাকার মধ্যে।

কিরগিজস্তান কোন মহাদেশে অবস্থিত

অনেকেই কিরগিজস্তান কোন মহাদেশ অবস্থিত তা জানতে চায়। এটি মধ্য এশিয়ার একটি দেশ।

লেখালেখি করতে ভালো লাগে। সেই ভালো লাগা থেকেই প্রযুক্তির এই যুগে অনলাইনে লেখালেখি করি। আমাদের এই সাইটে ভিসা ও পাসপোর্ট সম্পর্কে সর্বশেষ তথ্য প্রকাশ করে থাকি।

1 thought on “কিরগিজস্তান ভিসা চেক | Kyrgyzstan visa check 2024”

Leave a Comment