কানাডা যেতে কত বয়স লাগে ও কত টাকা লাগে ২০২৫
আপনি কি কানাডা যেতে চাচ্ছেন? তবে কানাডা যেতে কত বয়স লাগে ও কত টাকা লাগে তা জানেন না। তাহলে আজকের পোস্ট আপনার জন্য।
বিশ্বের সেরা কয়েকটি দেশের মধ্যে কানাডা অন্যতম। উচ্চশিক্ষা বা চাকরি অথবা টুরিস্ট ভিসায় কানাডা যাওয়ার আগ্রহ সবার থাকে।
তবে আগ্রহ থাকলেই যে আপনি কানাডা যেতে পারবেন তা নয়। এজন্য আপনাকে কানাডা যোগ্যতা অর্জন করতে হবে। তাই চলুন কানাডা যেতে কত বয়স লাগে ও কত টাকা লাগে তা জেনে নেই।
কানাডা যেতে কত বয়স লাগে ২০২৫
কানাডা যেতে কত বয়স লাগে তা নির্ভর করে ভিসার ক্যাটাগরির উপর। স্টুডেন্ট ভিসায় কানাডা যেতে ন্যূনতম ১৮ বছর বয়স লাগবে।
আর যারা কাজ করার উদ্দেশ্যে কানাডা যাবেন তাদের বয়স সর্বনিম্ন ২১ বছর হতে হবে।
আবার কানাডা টুরিস্ট ভিসার জন্য আবেদনকারীর বয়স ১৮ বছরের নিচে হলেও সমস্যা নেই। তবে এক্ষেত্রে অভিভাবকের অনুমতি পত্র লাগবে।
আরো পড়ুনঃ কানাডা যেতে ielts কত পয়েন্ট লাগে
কানাডা যেতে কত টাকা লাগে ২০২৫
আমাদের দেশ থেকে প্রতিবছর স্টাডি, টুরিস্ট ও ওয়ার্ক পারমিট ভিসায় হাজার হাজার মানুষ কানাডা পাড়ি জমাচ্ছে।
কানাডা ভিসার ক্যাটাগরির উপর নির্ভর করে কানাডা যেতে কত টাকা লাগে।
উচ্চশিক্ষা বা পড়াশোনা জন্য কানাডা যেতে ন্যূনতম ৫ থেকে ৬ লক্ষ টাকা লাগে। তবে স্কলারশিপ পেলে এর থেকেও কম টাকা লাগতে পারে।
আবার আপনি যদি ভ্রমণ করার উদ্দেশ্যে কানাডা যেতে চান তাহলে সবমিলিয়ে সর্বনিম্ন ৩ থেকে ৪ লাখ টাকা খরচ হবে।
এছাড়া ওয়ার্ক পারমিট ভিসায় কানাডা যেতে ন্যূনতম ৮ থেকে ১০ লক্ষ টাকা লাগবে। আবার কারো কারো ক্ষেত্রে এর থেকেও কম টাকা খরচ হয়।
কানাডা কোন কাজের চাহিদা সবচেয়ে বেশি?
যারা কানাডায় কাজ করার উদ্দেশ্যে যেতে চাচ্ছেন। তাদের অবশ্যই জানা দরকার কানাডা কোন কাজের চাহিদা সবচেয়ে বেশি।
কানাডায় মূলত সকল সেক্টরে দক্ষ ও অভিজ্ঞ শ্রমিকের চাহিদা অনেক বেশি। নিচে কানাডায় কোন কোন কাজে চাহিদা বেশি তার তালিকা প্রকাশ করা হলো।
- আইটি ডিপার্টমেন্ট
- গ্রাফিক্স ডিজাইন
- ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট
- ইলেকট্রিশিয়ান
- ডেলিভারি ম্যান
- ড্রাইভিং
- শেফ ও কুক
- হোটেল ও রেস্টুরেন্ট জব
- ক্লিনার
- কৃষি কাজ
- নির্মাণ শ্রমিক
- বিক্রয় কর্মী
এছাড়াও হিউম্যান রিসোর্স ম্যানেজার,ফিজিওথেরাপিস্ট, ফার্মাসিস্ট, হিসাবরক্ষক ও মেকানিক্যাল টেকনিশিয়ান কাজের চাহিদা কানাডায় অনেক বেশি।
আরো পড়ুনঃ কানাডা ভিজিট ভিসা পাওয়ার নিয়ম
সরকারিভাবে কানাডা যাওয়ার উপায়
কানাডা ভিসা নিয়ে প্রচুর পরিমাণে প্রতারণার শিকার হচ্ছেন সাধারণ মানুষ। এজন্য আপনাকে সম্পূর্ণ সরকারিভাবে কানাডা যাওয়ার উপায় সম্পর্কে জানতে হবে।
আমাদের দেশ থেকে তিনটি ক্যাটাগরিতে আপনি কানাডা যেতে পারবেন। স্টাডি ভিসা, টুরিস্ট ভিসা ও ওয়ার্ক পারমিট ভিসা।
সরকারিভাবে কানাডা যাওয়ার জন্য আপনার দরকার ৬ মাস মেয়াদী বৈধ পাসপোর্ট, IELTS স্কোর ন্যূনতম ৬.৫, জাতীয় পরিচয় পত্র, পুলিশ ক্লিয়ারেন্স, মেডিকেল রিপোর্ট।
এছাড়া স্টাডি ভিসার জন্য কানাডিয়ান শিক্ষা প্রতিষ্ঠান হতে অফার লেটার, কাজের ভিসার জন্য কানাডিয়ান প্রতিষ্ঠান হতে অফার লেটার ও টুরিস্ট ভিসার জন্য অন্যান্য দেশের ভ্রমণ অভিজ্ঞতা সনদ।
মূলত এই কয়েকটি কাগজপত্র হলেই আপনি কানাডা ভিসার জন্য আবেদন করতে পারেন। তবে অবশ্যই সরকারি এজেন্সির মাধ্যমে কানাডা ভিসার জন্য আবেদন করবেন।
কানাডা যাওয়ার জন্য কানাডা হাই কমিশনে যোগাযোগ করতে পারেন। ঠিকানাঃ জাতিসংঘ সড়ক, বারিধারা, ঢাকা -১২১২, বাংলাদেশ।
শেষকথা
ভিসা চেক বিডি ওয়েবসাইটের এই পোস্টে কানাডা যেতে কত বয়স লাগে ও কত টাকা লাগে তা জানলাম। আপনার যদি কানাডা ভিসা সম্পর্কে কোনো প্রশ্ন থাকে কমেন্ট করবেন।
FAQ’s
কানাডা যেতে সর্বনিম্ন বয়স কত লাগে?
স্টাডি ভিসায় কানাডা যেতে সর্বনিম্ন বয়স ১৮ ও কাজের ভিসায় কানাডা যেতে সর্বনিম্ন বয়স ২১ বছর লাগে।
৪০ বছরের পর কি কানাডায় যাওয়া যায়?
৪০ বছরের পরেও আপনি কানাডা যেতে পারবেন। তবে এক্ষেত্রে আপনাকে অনেকগুলো শর্ত জুড়ে দেওয়া হবে।
৫০ বছর পর কি কানাডায় যাওয়া যাবে?
কানাডায় অভিবাসন ও টুরিস্ট ভিসার ক্ষেত্রে ৫০ বছর পার হলেও যেতে পারবেন। তবে ৫০ বছর বয়সের পর কানাডিয়ান কাজের ভিসা পাওয়া অনেক কঠিন।
কানাডা ভিসা প্রসেসিং ফি কত টাকা?
কানাডা ভিসা প্রসেসিং ফি ১৫ হাজার টাকা।
কানাডা কাজের ভিসার খরচ কত?
কানাডা কাজের ভিসার খরচ প্রায় ৮ থেকে ১০ লক্ষ টাকা।
কানাডায় সর্বনিম্ন বেতন কত?
কানাডায় একজন শ্রমিকের সর্বনিম্ন বেতন প্রায় ২ লক্ষ থেকে ২ লক্ষ টাকা। আবার কোন কোন শ্রমিক প্রতি মাসে ৩ লক্ষ টাকাও আয় করেন।
কানাডা যেতে কত পয়েন্ট লাগে?
কানাডা যাওয়ার জন্য ielts স্কোর লাগবেই। বিশেষ করে স্টাডি ও কাজের ভিসায় ielts স্কোর খুবই গুরুত্বপূর্ণ। কানাডা যাওয়ার জন্য সর্বনিম্ন ielts স্কোর ৬.৫ লাগে। তবে ভ্রমন ভিসার জন্য ielts প্রয়োজন নেই।
ভাইয়া মেডিকেল আনফিট হলে কি কানাডা যাওয়া যাবে
স্বপরিবার সহ কিভাবে কানাডা যাওয়া যাবে? স্বামী-স্ত্রী এবং বাবা তিনজেনর কিভাবে কানাডা যাওয়ার জন্য এপ্লাই করবো? একজন যাবে স্টাডি ভিসা,আর একজন ওয়র্কিং পারমিট ভিসায় যাবে সেক্ষেত্রে বয়স্ক বাবাকে কি নিয়ে যাওয়া সম্ভব হবে? যদি সম্ভব হয় প্রসেসিং টা বললে ভাল হতো।
স্বামী-স্ত্রী পুরোপুরি ভাবে সেটেল হয়ে গেলে তারপর বাবা কেও নিতে পারবেন। বেটার হয় আপনি ভাল কোন এজেন্সিতে এই বিষয়ে পরামর্শ করুন। ধন্যবাদ।