বায়োমেট্রিক্সের পরে কানাডার ভিসা প্রক্রিয়াকরণের সময় কতদিন

আপনি নিশ্চয় কানাডা যাওয়ার জন্য ভিসার জন্য আবেদন ও ফিঙ্গার দিয়েছেন। এজন্য জানতে চাচ্ছেন বায়োমেট্রিক্সের পরে কানাডার ভিসা প্রক্রিয়াকরণের সময় কতদিন। নিচে এ সম্পর্কে বিস্তারিত তথ্য শেয়ার করা হলো।

কানাডা ভিসা আবেদন প্রক্রিয়ার শেষ ধাপ ফিঙ্গার দেওয়া। ফিঙ্গার দেওয়া শেষ হলেই ভিসা হাতে পাবার অপেক্ষা। আমাদের এই অপেক্ষায় যেন শেষ হতে চায় না।

আমরা ফিঙ্গার দেওয়ার ১০/১২ দিন পরেই অনলাইনে ভিসা চেক করতে শুরু করি। আবার কেউ কেউ সরাসরি ভিসা এজেন্সিতে গিয়েও যোগাযোগ করার চেষ্টা করে।

এত খোঁজাখুঁজি না করে আপনাকে সঠিক জানতে হবে বায়োমেট্রিক করার কতদিন পর কানাডা ভিসা লাগে। চলুন দেরি না করে এ বিষয়ে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক। 

বায়োমেট্রিক্সের পরে কানাডার ভিসা প্রক্রিয়াকরণের সময় কতদিন?

সাধারণত বায়োমেট্রিক্সের পরে কানাডার ভিসা প্রক্রিয়াকরণের সময় সর্বোচ্চ ৪৯ দিন। অর্থাৎ,বায়োমেট্রিক করার ৪৯ দিন পর কানাডা ভিসা লাগে।

আবার কারো কারো ক্ষেত্রে ৪৯ দিনের বেশিও লাগতে পারে। তাই আপনি যদি কানাডা ভিসার জন্য আবেদন করে থাকেন। তাহলে আপনাকে সর্বনিম্ন ৪৯ দিন অপেক্ষা করতে হবে। 

কানাডা ভিসা পেতে এত সময় লাগছে কেন?

অন্যান্য দেশের চেয়ে কানাডা ভিসা পেতে সময় একটু বেশি লাগে। কানাডা ভিসা পেতে এত সময় লাগে কেন তার অনেকগুলো কারণ রয়েছে।

এর মধ্যে থেকে অন্যতম কারণ প্রতিদিন হাজার হাজার মানুষ কানাডা ভিসার জন্য আবেদন করছে, কানাডা ভিসা কঠোরভাবে পরীক্ষা করা হয় ইত্যাদি। 

বাংলাদেশ থেকে কানাডা যেতে কত সময় লাগে

যেহেতু বাংলাদেশ থেকে কানাডার দূরত্ব অনেক, তাই অবশ্যই বিমান পথের মাধ্যমে এই দূরত্ব অতিক্রম করতে হবে। তবে আমরা জানি যে বিমানে চলাচলের কারণে অনেক দূরের পথ ও খুব কম সময়ে পাড়ি দেওয়া যায়। আপনি যদি বিমানের মাধ্যমে বাংলাদেশ থেকে কানাডা যেতে চান তাহলে নন স্টপ ফ্লাইটে আনুমানিক ১৩ থেকে ১৪ ঘন্টা সময় লাগবে।

FAQ

বায়োমেট্রিক করার কতদিন পর কানাডা ভিসা লাগে?

সাধারণত বায়োমেট্রিক করার ৪৯ দিন পর কানাডা ভিসা লাগে। আবার কারো কারো ক্ষেত্রে এর থেকেও বেশি সময় লাগে।

কানাডা ভিসা পেতে কতদিন লাগে?

কানাডা ভিসা ফিঙ্গার দেওয়ার শেষ হলে সর্বনিম্ন ৪৯ দিনের মধ্যে ভিসার কাগজপত্র হাতে পাবেন। 

কানাডা স্টুডেন্ট ভিসা পেতে কতদিন লাগে?

কানাডা স্টুডেন্ট ভিসা পেতে ২/৩ মাস সময় লাগে। 

কানাডা যাওয়ার জন্য কত বছর বয়স লাগে?

কানাডা যাওয়ার জন্য আবেদনকারীর বয়স সর্বনিম্ন ২১ বছর হতে হবে। তবে শিক্ষার্থীদের ক্ষেত্রে সর্বনিম্ন বয়স ১৮ হলে চলবে।

বাংলাদেশ থেকে কানাডার দূরত্ব কত কিলোমিটার?

বাংলাদেশ থেকে কানাডার দূরত্ব ১০,৯৯৪ কিলোমিটার।

কানাডা যেতে কত সময় লাগে?

নন স্টপ ফ্লাইটে বাংলাদেশ থেকে কানাডা যেতে ১৩ ঘন্টা ৩০ মিনিট ও ওয়ানস্টপ ফ্লাইটে ২২/২৩ ঘন্টা সময় লাগে।

বাংলাদেশ থেকে কানাডার বিমান ভাড়া কত?

বাংলাদেশ থেকে কানাডার বিমান ভাড়া সর্বনিম্ন ১ লাখ ৫০ হাজার থেকে সর্বোচ্চ ৪ লাখ ৫০ হাজার টাকা। 

বাংলাদেশ থেকে কানাডার সময়ের পার্থক্য

বাংলাদেশ সময়ের দিক থেকে কানাডার থেকে ১০ ঘন্টা এগিয়ে আছে। কানাডায় সকাল ৯ টা মানে বাংলাদেশের রাত ৭ টা।

লেখালেখি করতে ভালো লাগে। সেই ভালো লাগা থেকেই প্রযুক্তির এই যুগে অনলাইনে লেখালেখি করি। আমাদের এই সাইটে ভিসা ও পাসপোর্ট সম্পর্কে সর্বশেষ তথ্য প্রকাশ করে থাকি।

1 thought on “বায়োমেট্রিক্সের পরে কানাডার ভিসা প্রক্রিয়াকরণের সময় কতদিন”

Leave a Comment