মালয়েশিয়ার যে কোনো ধরনের আবেদনকৃত ভিসা হাতে পাওয়ার পর মাত্র ২ মিনিটে তা চেক করা যায়। বর্তমান সময়ে অনেক প্রতারক ও দালাল রয়েছেন। যারা সাধারণ জনগণকে ভিসা তৈরি করার নাম করে ঠকিয়ে থাকেন।
মালয়েশিয়ার ভিসা সাধারণত দুই ক্যাটাগরির হয়। একটি কলিং ভিসা এবং অন্যটি ই ভিসা। এরমধ্যে রয়েছে পর্যটক ভিসা, স্টুডেন্ট ভিসা, এমপ্লয়মেন্ট ভিসা, ট্রানজিট ভিসা সহ বেশ কয়েক ধরনের ভিসা।
তবে আপনি যদি মালয়েশিয়া যাওয়ার জন্য যেকোনো ক্যাটাগরির ভিসার জন্য আবেদন করে থাকেন এবং ভিসা হাতে পেয়ে থাকেন। তাহলে অতি দ্রুত নিজে নিজেই এই পোষ্টের সাহায্য নিয়ে যেকোনো ক্যাটাগরির মালয়েশিয়া ভিসা চেক করুন।
মালয়েশিয়া ভিসা চেক
যে কোন দেশের ও যেকোনো ক্যাটাগরির ভিসা চেক করার জন্য পাসপোর্ট নাম্বার অতি জরুরী। পাসপোর্ট নাম্বার এবং অ্যাপ্লিকেশন নাম্বার ছাড়া আপনি কখনোই ভিসা চেক করতে পারবেন না।
বিশেষ করে মালয়েশিয়া ভিসা চেক করতে পাসপোর্ট নাম্বার খুবই গুরুত্বপূর্ণ। কারণ অনেক বাংলাদেশী নাগরিক রয়েছেন, যারা বর্তমানে বিভিন্ন কাজের উদ্দেশ্যে মালয়েশিয়ার ভিসা তৈরি করে থাকেন।
এবং প্রতিনিয়ত কেউ না কেউ বিভিন্ন দালাল এবং এজেন্সির চক্রান্তে প্রতারিত হচ্ছেন। তাই যখনই আপনার আবেদনকৃত ভিসা হাতে পাবেন। ঠিক তখনই অনলাইনে এসে পাসপোর্ট নাম্বার ও জন্মতারিখের মাধ্যমে মালয়েশিয়ার ভিসা চেক করুন। যেমনঃ
আরও দেখুনঃ মালয়েশিয়া মেডিকেল রিপোর্ট চেক
ধাপ ১: ওয়েবসাইটে যান:
মালয়েশিয়ার ভিসা চেক করার জন্য সর্বপ্রথম নির্দিষ্ট ওয়েবসাইটে প্রবেশ করুন। ওয়েব সাইটটি হচ্ছেঃ https://eservices.imi.gov.my/myimms/PRAStatus?type=36&lang=en&module=pra
ধাপ ২: তথ্য প্রদান করুন:
তারপর নিচে তার ছবিটির মত একটি দৃশ্য দেখতে পারবেন। অতঃপর সেখানে প্রয়োজনীয় সকল তথ্য সাবমিট করুন। যেমন সর্বপ্রথম Employer Identification Card No টি লিখুন।
তারপর আপনার এপ্লিকেশন নাম্বার সঠিকভাবে লিখুন। অথবা কোম্পানির রেজিস্ট্রেশন নাম্বারটি লিখুন। এছাড়াও জন্ম তারিখ লিখতে হবে।
ধাপ ৩: সাবমিট করুন:
সর্বশেষ নিচে উল্লেখিত Search এবং Reset অপশন দেখতে পারবেন। অতঃপর লাল চিহ্ন করা Search বাটনে ক্লিক করুন।
আপনার ভিসা তৈরি হলে অবশ্যই নিচে উল্লেখিত আপনার যাবতীয় সকল তথ্য দেখতে পারবেন। অর্থাৎ ডকুমেন্ট নাম্বার সহ আপনার ভিসার যাবতীয় স্ট্যাটাস দেখতে পারবেন।
মালয়েশিয়ার কলিং ভিসা চেক
মালয়েশিয়ার কয়েকটি ভিসার মধ্যে কলিং ভিসা হচ্ছে বিশেষ ভিসা। এই ভিসাটি মূলত মালয়েশিয়ায় বসবাসকারী ব্যক্তির পক্ষ থেকে একটি আমন্ত্রণ পত্র হিসেবে পাঠানো হয়।
এক্ষেত্রে মালয়েশিয়া বসবাসকারী আত্মীয়-স্বজন ও পরিবার হতে পারে। অথবা মালেশিয়ার বিভিন্ন কোম্পানির স্পনসরশিপ। তবে এই ভিসার প্রচুর চাহিদা ও জনপ্রিয়তা রয়েছে।
এ কলিং ভিসার মাধ্যমে মালয়েশিয়ায় বিভিন্ন খাতে কাজ করার সুযোগ পেয়ে থাকেন। তবে কলিং ভিসা তৈরির ক্ষেত্রে অনেক জালিয়াতি হয়।
তাই পরিচিত দালাল ও এজেন্সির সাহায্যে নিয়ে ভিসার আবেদন করুন। এবং ভিসা হাতে পেয়ে গেলে অতি দ্রুত আপনার ভিসাটি চেক করে নিন। যেভাবে চেক করবেন তা হচ্ছেঃ
- ঠিক একইভাবে উপরে উল্লেখিত এই ওয়েবসাইটে প্রবেশ করুন।
- তারপর হাতে পাওয়া Company Registration No অথবা Application Number দিয়ে ভিসা চেক করুন।
পাসপোর্ট নাম্বার দিয়ে মালয়েশিয়া ভিসা চেক
মালয়েশিয়া ভিসার জন্য আবেদন করার পর দুশ্চিন্তায় না থেকে ঘরে বসে আপনার মোবাইল, ল্যাপটপ অথবা কম্পিউটার দিয়ে ভিসাটি চেক করুন।
তবে মালয়েশিয়ার ভিসা চেক করার মাধ্যম এবং পদ্ধতি রয়েছে। আর এ পদ্ধতি এবং এই ওয়েবসাইটের মাধ্যমে মালয়েশিয়ার ভিসা চেক করা অত্যন্ত সহজ।
তবে এই পদ্ধতিতে মালয়েশিয়ার ভিসা চেক করতে শুধুমাত্র পাসপোর্ট নাম্বার ও স্টিকার নাম্বার লাগবে। অতএব সহজে বিস্তারিত উল্লেখ করা হলো। যেমনঃ
- সর্বপ্রথম এই লিংকে প্রবেশ করুন।
- অথবা লিংকে প্রবেশ করলে নিচে উল্লেখিত কয়েকটি ফাঁকা ঘর দেখতে পারবেন। সেখানে পাসপোর্ট নাম্বার এবং স্টিকার নাম্বার উল্লেখ করতে হবে।
- এবং সর্বশেষ একটি ক্যাপচ্যা পূরণ করে নিচের দেওয়া ছবির মত চেক বাটনে ক্লিক করুন। খুবই সহজ একটি প্রক্রিয়া। আপনার ভিসা সঠিক হলে নিচে যাবতীয় তথ্য দেখতে পারবেন।
আরও দেখুনঃ মালয়েশিয়া কোম্পানি ভিসা বেতন কত
মালয়েশিয়া ভিসা চেক পাসপোর্ট নাম্বার দিয়ে
মালয়েশিয়া সহ বিশ্বের সকল দেশের ভিসা চেক পাসপোর্ট এর মাধ্যমে চেক করা যায়। কিছু ক্ষেত্রে, কোম্পানির রেজিস্ট্রেশন নাম্বার, অ্যাপ্লিকেশন আইডি নাম্বার, জন্ম তারিখ লাগে। তবে নিচে উল্লেখিত মালয়েশিয়ার ভিসা চেক শুধুমাত্র পাসপোর্ট নাম্বার দিয়ে করতে পারবেন। যেমনঃ
- সর্বপ্রথম এই ওয়েবসাইটে প্রবেশ করুন।
- তারপর নিচে উল্লেখিত ছবিটির মতো আপনার পাসপোর্ট নাম্বার ডান পাশের ফাঁকা ঘড়ে টাইপ করুন।
- তারপর সর্বশেষ আপনার জাতীয়তা অর্থাৎ আপনি কোন দেশের নাগরিক সেটি উল্লেখ করুন। অর্থাৎ জাতীয়তা বাংলাদেশ নির্বাচন করুন। সবশেষে নিচে Search বাটনে ক্লিক করুন।
- অতঃপর আপনার ভিসা নিয়ে যাবতীয় স্ট্যাটাস দেখতে পারবেন।
মালয়েশিয়া ভিসা চেক অনলাইন
নিজে নিজেই কারোর সাহায্য ছাড়া মালয়েশিয়ার ভিসা চেক করতে এই লিংকে প্রবেশ করুন। এই ওয়েবসাইটের মাধ্যমে শুধুমাত্র পাসপোর্ট নাম্বার এবং আপনার জাতীয়তা নির্বাচন করতে হবে। সর্বশেষ Carian অপশনে ক্লিক করতে হবে।
শেষ কথা
অপরিচিত দালাল অথবা এজেন্সির সাহায্য নিয়ে মালয়েশিয়ার ভিসা তৈরি করলে অবশ্যই দ্রুততার সাথে আপনার ভিসাটি চেক করুন। অর্থাৎ ভিসা চেকিং করে একদম নিশ্চিন্ত হয়ে নিন। কারন মালয়েশিয়া ভিসা চেক করার দ্বারা আপনি প্রতারণা এড়াতে পারবেন। ধন্যবাদ