সার্বিয়া বলকান উপদ্বীপের মধ্যভাগে অবস্থিত। দেশটি ইউরোপ মহাদেশের অন্তর্ভুক্ত। বর্তমানে সার্বিয়া বিভিন্ন খাতে বিদেশি কর্মী নিয়োগের জন্য উন্মুক্ত করেছে। তাই বাংলাদেশী নাগরিকদের জন্য বিভিন্ন কাজের সুযোগ রয়েছে।
এমনকি নির্মাণকাজে, ফ্যাক্টরি, হোটেল-রেস্তোরাঁর, ড্রাইভিং, ইলেকট্রিশিয়ান সহ বিভিন্ন খাতে অনেক ভালো বেতন পাওয়ারও সুযোগ রয়েছে। যেমন বর্তমানে সার্বিয়াতে ৮ ঘন্টা ডিউটির বেসিক স্যালারি প্রদান করা হয় ৫০০ থেকে ৬০০ ইউরো।
অর্থাৎ ৬৯,৬০০ সারবিয়ান দিনার থেকে ৭০,০০০ সারবিয়ান দিনার বেতন প্রদান করা হয়। যা বাংলাদেশি টাকায় ন্যূনতম বেতন ৬০,০০০ থেকে ৬৫,০০০ টাকা। এবং সর্বোচ্চ বেতন প্রদান করা হয় দেড় লক্ষ থেকে ০২ লক্ষ টাকা।
সার্বিয়া বেতন কত
বর্তমানে সার্বিয়াতে বিভিন্ন খাতে বিদেশি কর্মীর সংকট দেখা দিয়েছে। যার ফলে সার্বিয়াতে বর্তমানে হাজারো বিদেশি কর্মীর কাজ করার ভালো সুযোগ রয়েছে। সেই সুবাদে ভালো বেতন পাওয়ারও সুযোগ রয়েছে।
তবে স্বাভাবিকভাবে সার্বিয়াতে একজন ইলেকট্রিশিয়ান, ইলেকট্রনিক্স, মেকানিক্যাল ও ড্রাইভিং কাজের ব্যক্তিদেরকে বেশি বেতন প্রদান করা হয়। তবে কিছু কিছু কাজের বেতন ৮০০ থেকে ১০০০ ইউরো প্রদান করা হয়। যা বাংলাদেশী টাকায় ১ লক্ষ থেকে ১ লক্ষ ৩০ হাজার টাকা।
তবে ওয়ার্ক পারমিট ভিসা শ্রমিকদের ন্যূনতম বেতন ৫০ হাজার থেকে ৬০ হাজার টাকা। অর্থাৎ সার্বিয়া ইউরোপের অন্যান্য দেশগুলোর মত বিদেশি শ্রমিকদের কে বেতন প্রদান করে থাকেন।
সার্বিয়া সর্বনিম্ন বেতন কত 2024
সার্বিয়া যাওয়ার পূর্বে সকল কাজের বেতন সম্পর্কে সঠিক এবং সর্বশেষ তথ্য পাওয়া বেশ জরুরি। কাজের ধরন অনুযায়ী সার্বিয়ার সর্বনিম্ন বেতন কত তা নির্ধারিত হয়।
কিছু কাজের বেতন সর্বনিম্ন ৪০ হাজার থেকে ৫০ হাজার টাকা। আবার কিছু কাজের বেতন সর্বনিম্ন ৬০ হাজার থেকে ৭০ হাজার টাকা। অর্থাৎ সাধারণত সার্বিয়ার নূন্যতম বেতন ৪০০ ইউরো থেকে ৫০০ ইউরো।
সার্বিয়া কোন কাজের কত বেতন
সার্বিয়াতে কৃষি কাজ থেকে শুরু করে আইটি কোম্পানিগুলোর প্রচুর কাজের সুযোগ রয়েছে এবং চাহিদা রয়েছে। এমন কি এসব কাজগুলোর বেতনও তুলনামূলকভাবে অনেক বেশি পাওয়া যায়। যেমনঃ
কাজের নাম | মাসিক বেতন |
কৃষি কাজ | ৬০,০০০-৯০,০০০ টাকা |
ইলেকট্রিশিয়ান | ৮০,০০০-১,০০,০০০ টাকা |
ডেলিভারি ম্যান | ৮০,০০০-১,২০,০০০ টাকা |
ড্রাইভিং | ৬০,০০০-৯০,০০০ টাকা |
কনস্ট্রাকশন শ্রমিক | ৬০,০০০-৯০,০০০ টাকা |
অটোমোবাইল সার্ভিস | ৮০,০০০-১,২০,০০০ টাকা |
প্লাম্বার | ৬৫,০০০-১,০০,০০০ টাকা |
শেফ | ৭০,০০০-৯০,০০০ টাকা |
রিসেপশনিস্ট | ৭৫,০০০-১,০০,০০০ টাকা |
কারখানার কাজ | ৭০,০০০-৯০,০০০ টাকা |
ওয়েটার | ৬০,০০০-১,০০,০০০ টাকা |
সার্বিয়া কোন কাজের চাহিদা বেশি
সার্বিয়াতে বিভিন্ন কাজের সুযোগ রয়েছে। তবে এর মধ্যে বেশ কিছু কাজের অনেক বেশি চাহিদা রয়েছে। এবং এই চাহিদামূলক কাজগুলোতে বেতনও অনেক বেশি। তাই সার্বিয়াতে সবথেকে চাহিদা মূলক কাজ গুলো হচ্ছেঃ
- কৃষি কাজ
- ইলেকট্রিশিয়ান
- ইলেকট্রনিক্স
- মেকানিক্যাল
- ড্রাইভিং
- আইটি
- হোটেল বা রেস্টুরেন্ট
- শেফ
- কনস্ট্রাকশন
- উৎপাদন কারখানার কাজ
- স্বাস্থ্য সেবা
সার্বিয়া যেতে কত টাকা লাগে ২০২৪
বর্তমানে সার্বিয়া যেতে ন্যূনতম তিন থেকে চার লাখ টাকা লাগে। তবে ভিসার ধরন অনুযায়ী সর্বোচ্চ ০৮ থেকে ১০ লক্ষ টাকা লাগতে পারে।
যেমন বেসরকারিভাবে দালালের সাহায্য নিয়ে ওয়ার্ক পারমিট ভিসায় সার্বিয়া যেতে ০৭ থেকে ১০ লক্ষ টাকা লাগে। তবে সরকারিভাবে সার্বিয়া যেতে ০৫ থেকে ০৬ লক্ষ টাকা টাকা লাগে।
সাধারণত সার্বিয়ার ওয়ার্ক পারমিট ভিসা পাওয়া যায়। আর এই ভিসাগুলো নির্দিষ্ট কোনো কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয়েই পাওয়া যায়। এবং এ সকল কাজের বেতন গুলো পূর্ব দিকে নির্ধারণ করা হয়।
তাই সে তৈরি করার পূর্বে অবশ্যই বেতন সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিবেন। না হলে পরবর্তীতে প্রতারিত হতে পারেন। ধন্যবাদ