সৌদি আরবের কোম্পানি নাম 2024

সৌদি আরবের অর্থনীতি মূলত তেল এবং পেট্রোলিয়ামের উপর নির্ভরশীল। বলতে গেলে দেশটির অর্থনীতির মেরুদণ্ড হচ্ছে খনিজ সম্পদ। যেখানে রয়েছে তেল, গ্যাস ও পেট্রোলিয়াম জাতীয় সকল পদার্থ।

সৌদি আরব বিশ্বের বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ হওয়ায় শিল্পক্ষেত্রে প্রচুর কাজের সুযোগ রয়েছে। এবং প্রতিনিয়ত কাজের সুযোগ তৈরি হচ্ছে। যেহেতু সৌদি আরবের সরকারি ও বেসরকারি বিভিন্ন কোম্পানিতে কাজ করার সুযোগ রয়েছে।

তাই সৌদি আরবে যাওয়ার পূর্বে বেশ কিছু কোম্পানির নাম জেনে রাখা হওয়া উচিত। পাশাপাশি কোন কোম্পানির কেমন সুবিধা ও বেতন কত সে সম্পর্কে ধারণা রাখা উচিত। তবে এখানে উল্লেখিত সুযোগ-সুবিধা সম্পন্ন কয়েকটি সৌদি আরবের কোম্পানি নাম তুলে ধরা হয়েছে।

সৌদি আরবের কোম্পানি নাম

সৌদি আরব বিশ্বের অন্যতম তেল উৎপাদন কারী একটি দেশ। যেখানে তেল ভিত্তিক বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এছাড়া সৌদি আরব দ্রুত আধুনিকায়ন হচ্ছে, যেখানে রাস্তার কাছ থেকে শুরু করে বড় বড় বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা চলছে।

সেই হিসেবে সৌদি আরবে কন্সট্রাকশন, টেলিকমিনিকেশন, গ্যাস প্রযোবেক্ষন কোম্পানি, রিয়েল স্টেট কোম্পানি, হোটেল, ট্রান্সপোর্ট সহ কোম্পানিতে প্রচুর সংখ্যক কাজের সুযোগ রয়েছে। এবং এই সকল কোম্পানির উপর ভিত্তি করে সৌদি আরবে শ্রমিকদের প্রচুর চাহিদা বাড়ছে।

আর বাংলাদেশের নাগরিকদের জন্য সৌদি আরব কর্মসংস্থানের জন্য অন্যতম একটি সুযোগ। তাই বর্তমানে যারা সৌদি আরবের কাজের জন্য ভিসা তৈরি করছেন। তারা অবশ্যই বেশ কিছু সুবিধাজনক সৌদি আরবের কোম্পানি নাম জেনে নিবেন। যেমনঃ

  • আল-মারাই কোম্পানি
  • আল ইয়ামামা কোম্পানি
  • আরামকো কোম্পানি
  • আল জাজিরা কোম্পানি
  • আনসুরোর ইউনাইটেড গ্রুপ কোম্পানী
  • আল ইসাই ডেভেলপমেন্ট কোম্পানি
  • জুবাইল এনার্জি সার্ভিসিং কম
  • আল খালি গ্রুপ কম (সৌদি আরব রিয়েল স্টেট কোম্পানি )
  • আর্কিটেকচারাল ডোর ফ্যাক্টরি (সৌদি আর্কিটেকচার কোম্পানি )
  • আব্দুল্লাহ ফাহাদ হোডিং – ABDULLA HOLDING (সৌদি অয়েল কোম্পানি)
  • গ্লোবাল সুহাইমি কোম্পানি – GLOBAL SUHAIMI CO (সৌদি অয়েল কোম্পানি)
  • পেট্রো রাবিগ – PETRO RABIGH (সৌদি অয়েল কোম্পানি)

সৌদি আরবের ভালো কোম্পানি নাম

যেহেতু সৌদি আরবে বিভিন্ন ধরনের কোম্পানি রয়েছে। এবং কোম্পানির বেধে কাজের ধরন আলাদা রয়েছে। তবে এর মধ্যে বেশ কিছু কোম্পানির কাজের যেমন সুবিধা রয়েছে।

তেমনি বেতনের দিক থেকে অনেক ভালো টাকা প্রদান করে থাকেন। তাই এমন কয়েকটি সৌদি আরবের ভালো কোম্পানির নাম নিচে উল্লেখ করা হলো। যেমনঃ

  1. সৌদি আরামকো
  2. সৌদি টেলিকম কোম্পানি (STC)
  3. ACWA Power
  4. Red Sea International Company
  5. Saudi Airlines (Saudia)
  6. Almarai
  7. আল সালে (সৌদি স্টিল কোম্পানি )
  8. Saudi Electricity Company (SEC)
  9. আরাবিয়ান ড্রিলিং কোম্পানি
  10. আল ওয়ালিদ বিন তালাল গ্রুপ

ভিসা সৌদি আরবের কোম্পানি নাম

সৌদি আরবে সরকারি ও বেসরকারি সব মিলিয়ে হাজার হাজার কোম্পানি রয়েছে। কিছু কোম্পানি কর্মীদেরকে অনেক সুযোগ-সুবিধা প্রদান করে থাকেন এবং বেতন বেশি হয়ে থাকেন।

যে কারণে ভালো কোম্পানির তালিকায় এই কোম্পানিগুলোর নাম লক্ষ্য করা যায়। তবে বর্তমান সময়ে সৌদি আরবের যে সকল কোম্পানির ভিসা পাওয়া যায় তা হচ্ছেঃ

  • আরমাকো কোম্পানি
  • আলমারাই কোম্পানি
  • পেপসি কোম্পানি
  • আল ইমামা কোম্পানি
  • আল খায়ের কোম্পানি।
  • বলদিয়া কোম্পানি।
  • জুসুর ইমদাদ কোম্পানি।
  • সাসকো কোম্পানি।
  • বিনলাদেন কোম্পানি।
  • সৌদি রেলওয়েজ অর্গানাইজেশন (SRO) ।
  • আরামকো গ্যাসোলিন কোম্পানি।

সৌদি আরবের কোম্পানি ভিসা

বাংলাদেশ থেকে সৌদি আরবের যাওয়ার জন্য বিভিন্ন ধরনের কোম্পানির ভিসা পাওয়া যায়। এবং কোম্পানি অনুযায়ী কাজ এবং বেতন আলাদা হয়ে থাকে। যেখানে কোম্পানি ভিসায় যেতে নূন্যতম ৪ লক্ষ থেকে ৬ লক্ষ টাকা লাগে।

এবং সৌদি আরবের কোম্পানি বিচার ন্যূনতম বেতন ৩৫ হাজার থেকে ৪৫ হাজার টাকা। যেটা সম্পূর্ণ কাজের অভিজ্ঞতার উপর নির্ভর করছে। এবং কাজ অনুযায়ী সর্বোচ্চ ৬০ হাজার থেকে লক্ষ টাকা পর্যন্ত বেতন হতে পারে।

সৌদি আরবের বিভিন্ন কোম্পানি দ্বারা চাকরির অফার অনুযায়ী বিভিন্ন দালাল ও এজেন্সির মাধ্যমে ভিসার জন্য আবেদন করতে পারেন। তবে এর মধ্যে সৌদি আরবের সবচেয়ে ভালো কোম্পানির নাম হচ্ছে আলমারাই কোম্পানি, আরমাকো কোম্পানি, পেপসি কোম্পানি, আল ইমামা সহ আরো ইত্যাদি।

শেষ কথা

আপনি সৌদি আরবে যাওয়ার জন্য ভিসা তৈরি করতে চাইলে অবশ্যই সে কোম্পানি সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিন। কারণ সৌদি আরবে অনেক খারাপ ও কম সুবিধাসম্পন্ন কোম্পানি রয়েছে।

এমনকি বিভিন্ন কর্মীদের সে সকল কোম্পানি বেতন প্রদান করতে বিলম্ব করে। তাই একদম টপ লিস্টে যে সকল কোম্পানি রয়েছে। সেই সকল সৌদি আরবের কোম্পানি নাম বিস্তারিত জানেন। ধন্যবাদ

লেখালেখি করতে ভালো লাগে। সেই ভালো লাগা থেকেই প্রযুক্তির এই যুগে অনলাইনে লেখালেখি করি। আমাদের এই সাইটে ভিসা ও পাসপোর্ট সম্পর্কে সর্বশেষ তথ্য প্রকাশ করে থাকি।

Leave a Comment