কসোভো সর্বনিম্ন বেতন কত ২০২৪

বর্তমান ২০২৪ সালে কাজের প্রকারভেদ অনুযায়ী কসোভো তে সর্বনিম্ন বেতন নির্ধারিত হয় ২০০ থেকে ৩০০ ইউরো। এছাড়া কিছু কাজের বেতন নূন্যতম নির্ধারিত হয় ৩৫০ ইউরো থেকে ৪৫০ ইউরো। যা বাংলাদেশি টাকায় কসোভো সর্বনিম্ন বেতন নির্ধারিত হয় ৩৩ হাজার থেকে ৪৫ হাজার টাকা।

কসোভো ইউরোপের বলকান অঞ্চলের একটি রাষ্ট্র। এই দেশটির জনসংখ্যা প্রায় ২০ লক্ষ। তবে ২০০৭ আনুমানিক এদেশের জিডিপি ৩.২৩৭ বিলিয়ন ডলার। অর্থাৎ কসোভো দেশটি অনেক উন্নত।

তাই বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের নাগরিকদের জন্য বিভিন্ন ধরনের কাজের সুযোগ রয়েছে। এমনকি পর্যাপ্ত কাজের সুযোগ থাকায় কাজ অনুযায়ী এই কসোভো তে প্রতিমাসে লক্ষ টাকা পর্যন্ত উপার্জন করারও সুযোগ রয়েছে।

কসোভো সর্বনিম্ন বেতন কত

কাজ অনুযায়ী কসোভো সর্বনিম্ন বেতন কত তা নির্ধারিত হয়। প্রাথমিকভাবে কৃষি কর্মী এবং সার্ভিস কর্মীর বেসিক বেতন সর্বনিম্ন ২০০ থেকে ৩০০ ইউরো নির্ধারিত করা হয়। যা বাংলাদেশি টাকায় ২৫ হাজার থেকে ৪০ হাজার টাকা। তবে সর্বনিম্ন বেতন ৩১ হাজার থেকে ৩৩ হাজার টাকা।

কসোভো বেতন কত

কসোভো ইউরোপের খুবই ছোট একটি দেশ। এদেশের রাজধানী প্রিস্টিনা। এদেশে কাজ অনুযায়ী এবং একজন ব্যক্তির দক্ষতা অনুযায়ী বেতন নির্ধারণ করা হয়ে থাকে। তবে চাহিদা অনুযায়ী অনেক বাংলাদেশী নাগরিক বিভিন্ন ভিসা নিয়ে কসোভো তে পৌঁছে থাকেন। যেমনঃ

কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বা ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে কসোভোতে ভালো বেতন পাওয়া সম্ভব। তাই সর্বোচ্চ কসোভো তে বেতন নির্ধারিত হয় ৫০ হাজার থেকে ৭০ হাজার টাকা। এবং কাজ ও দক্ষতা অনুযায়ী ১ লক্ষ থেকে ১ লক্ষ ৫০ হাজার টাকা।

কসোভো কোন কাজের বেতন কত

কসোভোর অর্থনীতি অনেকটা সমৃদ্ধশালী। তাই কাজের সুযোগ রয়েছে অনেক। তবে এ দেশে যাওয়ার পূর্বে অবশ্যই এ সকল কাজ সম্পর্কে পূর্ণ অভিজ্ঞতা এবং বেতন তালিকা সম্পর্কে জেনে রাখা উচিত। যেমনঃ

  • কনস্ট্রাকশনঃ সর্বনিম্ন ৩৫ হাজার এবং সর্বোচ্চ ৬০ হাজার টাকা।
  • ফ্যাক্টোরিঃ সর্বনিম্ন ৪০ হাজার এবং সর্বোচ্চ ৫০ হাজার টাকা।
  • কম্পিউটার প্রোগ্রামারঃ প্রতি মাস প্রায় ০১ লক্ষ থেকে ০১ লক্ষ ২০ হাজার টাকা।
  • ইঞ্জিনিয়ারঃ প্রতি মাস ৮০ হাজার থেকে ৯০ হাজার টাকা।
  • রেস্টুরেন্টঃ ৪০ হাজার থেকে ৬০ হাজার টাকা।
  • ক্লিনারঃ ৩৫ হাজার থেকে ৫০ হাজার টাকা।
  • শিক্ষকঃ প্রতি মাস আনুমানিক ৭০ হাজার থেকে ৮০ হাজার টাকা।
  • নার্সঃ প্রতি মাস আনুমানিক ৪৫ হাজার থেকে ৬০ হাজার টাকা।
  • কৃষি কর্মীঃ প্রতি মাস ৪০ হাজার থেকে ৪৫ হাজার টাকা।
  • সার্ভিস কর্মীঃ ৩০ থেকে ৩৫ হাজার টাকা।

কসোভো কোন কাজের চাহিদা সবথেকে বেশি

এদেশে বিভিন্ন কাজের চাহিদা রয়েছে। তবে ইউরোপীয় দেশ হওয়া সত্ত্বেও কাজ অনুযায়ী বেতন অনেকটা কম হয়ে থাকে। তবে বর্তমানে কসোভো তে যে সকল কাজের সবথেকে চাহিদা রয়েছে তা হচ্ছেঃ

  • ইলেকট্রিশিয়ান
  • ড্রাইভিং
  • কনস্ট্রাকশন
  • সার্ভিস কর্মী
  • ফ্যাক্টোরি
  • রেস্টুরেন্ট
  • কৃষি
  • ম্যানুফ্যাকচারিং কোম্পানি
  • ইঞ্জিনিয়ার
  • ক্লিনার ইত্যাদি।

কসোভো যেতে কত টাকা লাগে ২০২৪

সরকারি এবং বেসরকারি ভিসা নিয়ে বিভিন্ন কাজের উদ্দেশ্যে কসোভো তে যাওয়া যায়। সরকারিভাবে কসোভো তে যেতে ০৫ থেকে ০৬ লক্ষ টাকা লাগে।

আর বেসরকারিভাবে অর্থাৎ দালাল বা ভিসা এজেন্সির সাহায্য নিয়ে কসোভো তে যেতে ০৭ থেকে ০৮ লক্ষ টাকা লাগে। তবে কিছু ভিসায় দালালদের খপ্পরে পড়ে ১০ লক্ষ টাকাও খরচ হতে পারে।

মোটকথা কসোভো তে প্রাথমিক পর্যায়ে কাজ অনুযায়ী সর্বনিম্ন বেতন নির্ধারিত হয় সরকার ভিত্তিক ৩১ হাজার থেকে ৩২ হাজার টাকা। তবে দক্ষতা বৃদ্ধির সাথে সাথে কাজের বেতনে বৃদ্ধি পেতে পারে।

অতএব এই দেশে কি কাজে যাচ্ছেন এবং এই কাজের বেতন সম্পর্কে পূর্ণ ধারণা নিয়ে তারপর ভিসা তৈরি করুন। ধন্যবাদ

লেখালেখি করতে ভালো লাগে। সেই ভালো লাগা থেকেই প্রযুক্তির এই যুগে অনলাইনে লেখালেখি করি। আমাদের এই সাইটে ভিসা ও পাসপোর্ট সম্পর্কে সর্বশেষ তথ্য প্রকাশ করে থাকি।

Leave a Comment