সার্বিয়া ভিসা চেক অনলাইন

সার্বিয়া ভিসার জন্য আবেদন করেছেন কিন্তু সার্বিয়া ভিসা চেক কিভাবে করতে হয় তা জানেন না। তাহলে আজকের পোস্ট থেকে বিস্তারিত জেনে নিন।

বর্তমান সময়ে সার্বিয়া ভিসা নিয়ে অনেক বাঙালি প্রতারিত হচ্ছে। দেখা যাচ্ছে, তাদের নকল ভিসা দেওয়া হচ্ছে।

এজন্য এরকম প্রতারণা এড়াতে আপনাকে অবশ্যই ভিসা চেক করতে হবে। নিচে সার্বিয়া ভিসা চেক করার নিয়ম বর্ণনা করা হলো।

সার্বিয়া ভিসা চেক

আপনি দুই রকম ভাবে সার্বিয়া ভিসা চেক করতে পারবেন। প্রথমত যে এজেন্সির মাধ্যমে সার্বিয়া ভিসার জন্য আবেদন করেছেন। সরাসরি সেই এজেন্সিতে গিয়ে ভিসা চেক করা।

দ্বিতীয়ত ঘরে বসে মোবাইল দিয়ে ভিসা চেক করতে পারেন। বর্তমান সময়ে ভিসা চেক করা অত্যন্ত জরুরি। কারণ ভিসা নিয়ে অনেক দালাল সংস্থা সাধারণ মানুষকে প্রতারিত করছে।

তবে অনলাইনে সার্বিয়া ভিসা যাচাই করা খুবই কষ্টকর। এজন্য আপনি সরাসরি ভিসা এজেন্সিতে যোগাযোগ করতে পারেন।

অনলাইনে সার্বিয়া ভিসা চেক

অনলাইনের মাধ্যমেও আপনি ঘরে বসে সার্বিয়া ভিসা যাচাই করতে পারবেন। তবে অনলাইনে সার্বিয়া ভিসা চেক করা একটু কঠিন।

ঘরে বসে সার্বিয়া ভিসা যাচাই করার জন্য https://www.companywall.rs/ এই ওয়েবসাইটে প্রবেশ করুন।

তারপর আপনার ভিসা আবেদনের ওয়ার্ক পারমিট নাম্বার, পাসপোর্ট নম্বর ও জন্ম তারিখ দিয়ে আপনার ভিসা কি অবস্থায় আছে তা দেখতে পারবেন।

কোন কারনে যদি অনলাইনে ভিসা চেক করতে না পারেন। তাহলে সরাসরি ভিসা এজেন্সিতে যোগাযোগ করবেন।

আরও পড়ুন- জার্মানিতে কোন কাজের চাহিদা বেশি

সার্বিয়া ওয়ার্ক পারমিট দেখতে কেমন

নতুন যারা কাজের ভিসা নিয়ে সার্বিয়া যেতে চাচ্ছেন তাদের জানা দরকার সার্বিয়া ওয়ার্ক পারমিট দেখতে কেমন।

আপনি যদি আগে থেকেই জানেন সার্বিয়া ওয়ার্ক পারমিট দেখতে কেমন তাহলে পরবর্তীতে ভিসা নিয়ে প্রতারিত হবার সম্ভাবনা থাকবে না।

সার্বিয়া ভিসা হতে কতদিন লাগে?

আপনার জমাকৃত কাগজপত্র যদি সঠিক থাকে তাহলে সার্বিয়া ভিসা হাতে পেতে সবোর্চ্চ ৩ থেকে ৪ মাস সময় লাগে। কারো কারো ক্ষেত্রে এর থেকেও বেশি সময় লাগতে পারে।

আরও পড়ুন- মালয়েশিয়া কাজের বেতন কত ২০২৪

সার্বিয়া যেতে কত টাকা লাগে?

সার্বিয়া যেতে কত টাকা লাগে তা নির্ভর করবে আপনি কোন ভিসা নিয়ে সার্বিয়া চাচ্ছেন। কাজের ভিসা নিয়ে আপনি যদি সার্বিয়া যান তাহলে ন্যূনতম ৭ থেকে ৮ লক্ষ টাকা লাগবে।

ভ্রমণ করার উদ্দেশ্যে সার্বিয়া যেতে ন্যূনতম ৩ থেকে ৪ লক্ষ টাকা খরচ হয়।আবার পড়াশোনার জন্য আপনি যদি সার্বিয়াতে যেতে চান তাহলে সর্বনিম্ন ৪ লক্ষ টাকা লাগবে।

সার্বিয়া কোন কাজের চাহিদা বেশি

আপনি যদি সার্বিয়া যাবার জন্য মনস্থির করে থাকেন। তাহলে সার্বিয়া যে সকল কাজের চাহিদা অনেক বেশি তাদের মধ্যে যেকোনো একটি কাজে দক্ষতা অর্জন করতে হবে।

  • আইটি সেক্টর
  • ইলেকট্রিশিয়ান
  • ডেলিভারি ম্যান
  • হোটেল ও রেস্টুরেন্ট জব
  • ড্রাইভার
  • কনস্ট্রাকশন
  • বিক্রয় প্রতিনিধি
  • ক্লিনার
  • কৃষি কাজ

এছাড়াও স্বাস্থ্য সেবা, গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন ও উৎপাদন কারখানার কাজ সার্বিয়াতে অনেক বেশি চাহিদা সম্পন্ন।

সার্বিয়া বেতন কত?

সার্বিয়াতে কাজের বেতন অন্যান্য দেশের তুলনায় বেশি। সার্বিয়া একজন শ্রমিকের মাসিক বেতন নূন্যতম ১ লাখ থেকে ২ লাখ টাকা।

আবার যে সকল শ্রমিকের কাজের দক্ষতা বেশি ও বেশি সময় ধরে কাজ করে তাদের বেতন প্রায় ৩ লক্ষ টাকা।

সারকথা

আজ আমরা জানলাম সার্বিয়া ভিসা চেক করার নিয়ম সম্পর্কে। এছাড়াও সার্বিয়া ওয়ার্ক পারমিট ভিসা সম্পর্কে এটুজেট আলোচনা করা হয়েছে।

তাই আজকের পোস্ট ফেসবুক সহ অন্যান্য সোশ্যাল মিডিয়া গুলোতে শেয়ার করতে ভুলবেন না।

FAQ’s

সার্বিয়া ১ টাকা বাংলাদেশের কত টাকা?

সার্বিয়া ১ টাকা বাংলাদেশের ১ টাকা টাকা।

সার্বিয়া সর্বনিম্ন বেতন কত?

সার্বিয়া একজন কর্মীর সর্বনিম্ন বেতন প্রায় ১ লক্ষ টাকা।

সার্বিয়া যেতে বয়স কত লাগে?

ওয়ার্ক পারমিট ও স্টাডি ভিসায় সার্বিয়া যেতে আবেদনকারীর বয়স ন্যূনতম ১৮ বছর হতে হবে।

লেখালেখি করতে ভালো লাগে। সেই ভালো লাগা থেকেই প্রযুক্তির এই যুগে অনলাইনে লেখালেখি করি। আমাদের এই সাইটে ভিসা ও পাসপোর্ট সম্পর্কে সর্বশেষ তথ্য প্রকাশ করে থাকি।

1 thought on “সার্বিয়া ভিসা চেক অনলাইন”

  1. Sir,

    I am md sumon mia from Bangladesh. I applied for a visa now it has been revealed. This is my visa, e visa id ,RS6G8YWB14 also issue date–12-08-2024 and expire date –10-02-2025 which I have attached in this mail. Please, check my visa, is it real or fake? I hope you will be kind enough to check my visa and inform me

    Reply

Leave a Comment