আজকের এই পোস্টে কানাডা যেতে ielts কত পয়েন্ট লাগে, Ielts ছাড়া কি কানাডা যাওয়া যায় ও কানাডা যেতে কত বয়স লাগে এ সম্পর্কে বিস্তারিত জানবো।
উচ্চশিক্ষা লাভ করার জন্য প্রায় সকল শিক্ষার্থীর কানাডা গিয়ে পড়াশোনা করার ইচ্ছে থাকে। তবে আপনি ইচ্ছা করলেই কানাডা গিয়ে পড়াশোনা করতে পারবেন না।
এজন্য আপনাকে কানাডা স্টুডেন্ট ভিসার যোগ্যতা অর্জন করতে হবে। কানাডা স্টুডেন্ট ভিসার যোগ্যতার মধ্যে Ielts স্কোর অন্যতম।
তাই চলুন জেনে নেয়া যাক কানাডা যেতে ielts কত পয়েন্ট লাগে ও কানাডায় পড়াশোনার খরচ সম্পর্কে বিস্তারিত তথ্য।
কানাডা যেতে ielts কত পয়েন্ট লাগে ২০২৪
স্টুডেন্ট ভিসায় কানাডা যেতে Ielts স্কোর সর্বনিম্ন ৬.৫ পয়েন্ট লাগে। অর্থাৎ আপনি যদি কানাডা স্টুডেন্ট ভিসার এজন্য আবেদন করেন তাহলে অন্যতম Ielts ৬.৫ পয়েন্ট লাগবে।
আবার আপনি যদি চাকরি করার উদ্দেশ্যে কানাডা যেতে চান তাহলে সর্বনিম্ন Ielts স্কোর ৬ লাগবে।
এছাড়া আপনি যদি টুরিস্ট ভিসায় কানাডায় যান তাহলে Ielts স্কোর এর কোন প্রয়োজন নেই।
আরো পড়ুনঃ কানাডা ভিজিট ভিসা পাওয়ার নিয়ম
Ielts ছাড়া কি কানাডা যাওয়া যায়?
আপনি যদি স্টাডি ভিসায় কানাডা যেতে চান তাহলে অবশ্যই Ielts লাগে। Ielts ছাড়া স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করতে পারবেন না।
এছাড়া ওয়ার্ক পারমিট এর ভিসাতেও Ielts লাগে। তবে টুরিস্ট ভিসার জন্য Ielts দরকার হয় না।
কানাডা স্টুডেন্ট ভিসা যোগ্যতা
- ৬ মাস মেয়াদি বৈধ পাসপোর্ট
- Ielts স্কোর নূন্যতম ৬.৫ লাগবে
- এসএসসি ও এইচএসসি পরীক্ষায় সনদ
- জাতীয় পরিচয় পত্র বা অনলাইন জন্ম নিবন্ধন সনদ
- শিক্ষা প্রতিষ্ঠানের প্রশংসা পত্র
- পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট
- মেডিকেল রিপোর্ট
- কানাডিয়ান যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন তার অনুমোদন পত্র
- কানাডায় পড়াশোনার খরচ সহ যাবতীয় খরচ বহনের প্রমাণস্বরুপ ব্যাংক স্টেটমেন্ট।
মূলত এই কয়েকটি কাগজপত্র হলেই আপনি কানাডা স্টাডি ভিসার জন্য আবেদন করতে পারবেন। তবে এর বাইরেও যদি কোন কাগজপত্র লাগে তাহলে এজেন্সি কর্তৃপক্ষ আপনাকে জানিয়ে দেবে।
কানাডায় স্টুডেন্ট ভিসায় যেতে কত টাকা লাগে?
কানাডায় স্টুডেন্ট ভিসায় যেতে ন্যূনতম ৮ লক্ষ টাকা খরচ হবে। আবার যারা স্কলারশিপ পায় তাদের খরচ ৫ লক্ষ টাকার মধ্যে সীমাবদ্ধ থাকে।
এছাড়া অনেক ক্ষেত্রে স্টাডি ভিসার খরচ কম হয়ে থাকে। এজন্য আপনাকে কানাডা স্টাডি ভিসার যোগ্যতা অর্জন করতে হবে।
আরো পড়ুনঃ কানাডা কাজের বেতন কত ২০২৪
কানাডা স্টুডেন্ট ভিসা প্রসেসিং এজেন্সি
বর্তমানে কানাডা স্টুডেন্ট ভিসা নিয়ে অনেক প্রতারণার শিকার হচ্ছে শিক্ষার্থীরা। এজন্য আপনাকে ভিসার আবেদন করতে হলে কানাডিয়ান হাইকমিশন দূতাবাসে যোগাযোগ করতে হবে।
কানাডায় স্টুডেন্ট ভিসার সুবিধা অসুবিধা
কানাডায় স্টুডেন্ট ভিসার অসুবিধার চেয়ে সুবিধা অনেক বেশি। বিশ্বের অন্যতম সমৃদ্ধশালী রাষ্ট্র কানাডা। কানাডা থেকে আপনি যদি উচ্চশিক্ষা শিক্ষা লাভ করতে পারেন। তাহলে আপনি দেশে বিদেশে যেকোনো জায়গায় ভালো চাকরি করতে পারবেন।
আবার কানাডা স্টুডেন্ট ভিসার সব থেকে বড় সুবিধা পার্ট টাইম চাকরি করা। অর্থাৎ, আপনি কানাডায় পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম চাকরিও করতে পারবেন।
কানাডায় স্টুডেন্ট ভিসা পেতে কতদিন লাগে?
কানাডিয়ান স্টাডি ভিসার প্রসেসিং হতে একটু বেশি সময় লাগে। তবে আপনার সকল কাগজপত্র যদি ঠিক থাকে তাহলে কানাডা স্টুডেন্ট ভিসা খেতে সর্বোচ্চ ২ থেকে ৩ মাস সময় লাগবে।
কানাডা যাওয়ার জন্য কত বছর বয়স লাগে?
আপনি যদি পড়াশুনার জন্য কানাডা যেতে চান তাহলে নূন্যতম বয়স ১৮ বছর লাগবে। এছাড়া ওয়ার্ক পারমিট ভিসায় গেলে আবেদনকারীর বয়স ন্যূনতম ২১ বছর লাগে।
সারকথা
এই পোস্টে আমরা জানলাম কানাডা যেতে ielts কত পয়েন্ট লাগে সম্পর্কে। এছাড়া কানাডা স্টাডি ভিসা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি।
যারা কানাডায় স্টুডেন্ট ভিসা নিয়ে যেতে চান তাদের জন্য আজকের পোস্ট অনেক বেশি গুরুত্বপূর্ণ। এরকম আরব ভিসা সম্পর্কিত গুরুত্বপূর্ণ আপডেট পেতে Visacheckbd ওয়েবসাইটে চোখ রাখুন।
FAQ’s
কানাডা যেতে কত বয়স লাগে?
কানাডা যেতে নূন্যতম ১৮ বছর বয়স লাগে।
কানাডায় স্টুডেন্ট ভিসা হতে সর্বোচ্চ কত সময় লাগে?
কানাডা স্টুডেন্ট ভিসা প্রক্রিয়াকরণ করতে একটু বেশি সময় লাগে। আনুমানিক কানাডা স্টুডেন্ট ভিসা হাতে পেতে ৬০ থেকে ৯০ দিন সময় লাগে।
কাজের ভিসায় কানাডা যেতে IELTS লাগে কিনা?
কাজের ভিসায় কানাডা যেতে অবশ্যই IELTS লাগে ।
টুরিস্ট ভিসায় কানাডা যেতে IELTS প্রয়োজন হয় কিনা?
টুরিস্ট ভিসায় কানাডা যেতে IELTS প্রয়োজন হয় না।
কানাডা স্টুডেন্ট ভিসার খরচ কত?
কানাডা স্টুডেন্ট ভিসার খরচ ন্যূনতম ৮ লক্ষ টাকা। তবে স্কলারশিপ নিয়ে গেলেন ৫ লক্ষ টাকার মতো খরচ হবে।
কানাডায় পড়াশোনার খরচ কম নাকি আমেরিকায়?
আমেরিকার চেয়ে কানাডায় পড়াশোনার খরচ অনেক কম। দেখা যায়, যে টাকা দিয়ে কানাডায় পড়াশোনা করবে তার থেকে ২৫% বেশি টাকা আমেরিকায় লাগবে।